শয্যা definitions

Bangla-Tangla Dictionary
শয্যা – bed (usually in the context of hospital beds)
Samsad Bengali-English Dictionary
শয্যা [ śayyā ] n a bed; bedding; a couch or cot. শয্যা তোলা v. to put up or put away a bed. শয্যা পাতা v. to make a bed. শয্যা নেওয়া v. to become bedridden; to lie down. ~কণ্টকী, (loos.) ~কণ্টক n. a malady in which one feels as if one's bed is a bed of thorns. ~গত same as ~শায়ী । ~চ্ছাদন, ~চ্ছাদনী n. a bedspread, a coverlet, a bedcover; a bedsheet. ~পার্শ্ব n. bedside. ~প্রান্ত n. the end of a bed. শয্যা রচনা করা v. to make a bed. ~শায়ী a. bedridden, bedfast; lying down. fem. ~শায়িনী । ~সঙ্গী, ~সহচর n. a bedfellow; a husband; a paramour (fem. ~সঙ্গিনী, ~সহচরী a concubine, a paramour).
Samsad Bangla Abhidhan
শয্যা [ śayyā ] বি. 1 বিছানা; 2 যার উপরে বা যেখানে শয়ন করা হয় (ধুলিশয্যা, শরশয্যা); 3 শয়ন (শয্যাগৃহ)। [সং. √ শী + য + আ]। ~কণ্টক, ~কণ্টকী বি. যে ব্যাধিতে বিছানায় শুলে গায়ো কাঁটা বেঁধে বলে মনে হয়। ~কীট বি. ছারপোকা। ~গত বিণ. 1 বিছানায় শুয়ে আছে এমন; 2 (পীড়াদির জন্য) বিছানা থেকে উঠতে অক্ষম। স্ত্রী. ~গতাগার, ~গৃহ বি. ঘুমাবার জন্য নির্দিষ্ট কক্ষ। ~তল বি. 1 বিছানার তলদেশ; 2 বিছানার উপরিভাগ (শয্যাতলে লুটিয়ে পড়ল)। ~তুলুনি বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার বাবদ বরের কাছ থেকে কন্যাপক্ষীয় নারীদের প্রাপ্য অর্থ। ~তোলা বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার স্ত্রী-আচারবিশেষ। ~রচনা বি. বিছানা পাতা। ~শায়ী (-য়িন্) শয্যাগত -র অনুরূপ। স্ত্রী. ~শায়িনী। ~সঙ্গিনী বি. 1 স্ত্রী, পত্নী; 2 যে-স্ত্রীলোক রাতের শয্যায় সঙ্গিনী হয়। ~স্তরণ বি. বিছানার চাদর।

Processing time: 1.21 s