শোক definitions

Bangla-Tangla Dictionary
শোক – grief
Samsad Bengali-English Dictionary
শোক [ śōka ] n mourning or grief. শোক করা v. to mourn, to grieve (for). ~গাথা,~গীতি n. an elegy; a dirge. ~গ্রস্ত a. bereaved; grief-stricken. ~চিহ্ন n. a sign or token of mourning. ~জনক a. mournful; woeful, distressing, sad, lamentable. ~যাত্রা n. a funeral procession. ~সংগীত n. an elegy; a dirge. ~সন্তপ্ত a. afflicted with grief, grief-stricken. ~সভা n. a condolence meeting. ~সাগর n. an ocean of grief. ~সূচক a. indicating grief or mourning. শোকাকুল a. beside oneself with grief, overwhelmed with grief. শোকাগ্নি same as শোকানল । শোকাচ্ছন্ন a. be set or overwhelmed with grief. শোকাতুর same as শোকার্ত । শোকানল n. the burning fire of grief. শোকাবহ same as ~জনক । শোকাবিষ্ট same as শোকাচ্ছন্ন । শোকাবেগ n. outburst of grief. শোকাভিভূত same as শোকাচ্ছন্নশোকার্ত a. grief-stricken. শোকোচ্ছ্বাস same as শোকাবেগ ।
Samsad Bangla Abhidhan
শোক [ śōka ] বি. প্রিয় ব্যক্তি বস্তু প্রভৃতিকে হারাবার ফলে মানসিক যন্ত্রণা বা দুঃখ। [সং. √ শুচ্ + অ]। ~গাথা, ~সংগীত বি. শোকপ্রকাশক গান, elegy. ~গ্রস্ত বিণ. শোক ভোগ করছে এমন। স্ত্রী. ~গ্রস্তা। ~চ্ছবি বি. 1 যে-ছবিতে শোক প্রকাশিত হচ্ছে; 2 শোকের প্রতিমূর্তি। ~জর্জর, ~জীর্ণ, ~তপ্ত বিণ. শোকে কাতর। ~ব্যঞ্জক বিণ. শোক প্রকাশ করে এমন। শোকাকুল, শোকাতুর, শোকার্ত বিণ. শোকে কাতর। শোকানল, শোকাগ্নি বি. শোকের যন্ত্রণা; তীব্র শোক। শোকাবহ বিণ. শোকজনক (শোকাবহ পরিণাম)। শোকাবেগ, শোকোচ্ছ্বাস বি. শোকের প্রাবল্য।

Processing time: 1.26 s