শ্রদ্ধা definitions

Bangla-Tangla Dictionary
শ্রদ্ধা – respect (+ করা = to respect)
Samsad Bengali-English Dictionary
শ্রদ্ধা [ śraddhā ] n love and respect, admiration, reverence; esteem; confidence, faith (নেতার প্রতি শ্রদ্ধা); devotion (সশ্রদ্ধ পূজা); inclination, desire (খাবারে শ্রদ্ধা). শ্রদ্ধা করা v. to love and respect, to ad mire, to revere, to esteem; to have confidence or faith in. ~ন্বিত, ~বান, ~লু, ~শীল a. respectful, having faith or confidence in, faithful. ~ভাজন, ~স্পদ n. an object of reverence, a reverend person. fem. ~স্পদা । ~ভাজনেষু, ~স্পদেষু to you or him as the reverend one (a form of addressing a reverend person in a letter).
Samsad Bangla Abhidhan
শ্রদ্ধা [ śraddhā ] বি. 1 সম্মান, ভক্তি (গুরুজনকে শ্রদ্ধা করা); 2 দৃঢ়প্রত্যয়, আস্থা, বিশ্বাস (কবিরাজিতে তাঁর মোটেই শ্রদ্ধা নেই); 3 নিষ্ঠা (শ্রদ্ধাহীন পূজা); 4 স্পৃহা, রুচি (আহারে শ্রদ্ধা নেই)। [সং. শ্রৎ √ ধা + অ + আ]। ~ন্বিত, ~বান, ~লু বিণ. শ্রদ্ধাযুক্ত (শ্রদ্ধান্বিত দৃষ্টি)। ~ভাজন, ~স্পদ বিণ. শ্রদ্ধার পাত্র ('শ্রদ্ধাভাজন সত্যি যে জন তারেই মানুষ শ্রদ্ধা দেবে': স. দ.)। ~ভাজনেষু, ~স্পদেষু শ্রদ্ধাভাজন ব্যক্তিকে পত্র লেখায় সম্বোধন বিশেষ। শ্রদ্ধেয় বিণ. শ্রদ্ধার যোগ্য, সমাদরণীয়। স্ত্রী. শ্রদ্ধেয়া

Processing time: 1.31 s