সন্ধান definitions

Bangla-Tangla Dictionary
সন্ধান – search
Samsad Bengali-English Dictionary
সন্ধান [ sandhāna ] n search, quest, pursuit; research; discovery; trace; a mystery; a secret entrance ('সন্ধান লব বুঝিয়া'); placing or planting or directing (শরসন্ধান); fermentation; joining. সন্ধান করা v. to search; to research; to discover; to trace or to try to trace; to place or plant (as an arrow on a bow); to ferment; to join. সন্ধান নেওয়া same as সন্ধান করা । সন্ধান পাওয়া v. to find or get a trace (of); to find out, to discover; to detect. সন্ধান হওয়া v. to be searched or traced; to be found out or discovered or detected. ~সূত্র n. a clue.
Samsad Bangla Abhidhan
ভাগ্য [ bhāgya ] বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ~ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ~গণনা বি. ভবিষ্যৎ শুভাশুভ নির্ণয়। ~গুণে ভাগ্যক্রমে -র অনুরূপ। ~চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ~দেবতা, ~বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ~দেবী, ~বিধাত্রী। ~দোষে ক্রি বিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ~ধর বিণ. ভাগ্যবান। ~নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্থির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ~পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাৎ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ~বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ~বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ~বতী। ~বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাৎ বিপদে পড়া, দুরদৃষ্ট। ~রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ~লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ~হত বিণ. হতভাগ্য। ~হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ~হীনাভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধানভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা। সন্ধান [ sandhāna ] বি. 1 অন্বেষণ (সত্যসন্ধান, সন্ধান থেকে বিরত); 2 খোঁজ (চোরের সন্ধান, পথের সন্ধান); 3 ঠিকানা, পাত্তা (লোকটির সন্ধান জানা নেই); 4 গোপন তথ্য, রহস্য (সৃষ্টির সন্ধান); 5 গোপন প্রবেশপথ ('সন্ধান লব বুঝিয়া': রবীন্দ্র); 6 (ধনুকাদিতে শর) যোজনা (শরসন্ধান); 7 (মদ্যাদি) গাঁজানোর কাজ, fermen tation; 8 সন্ধি, মিলন, বন্ধন; 9 মিশ্রণ; 1 সংঘটন। [সং. সম্ + √ ধা + অন]। সন্ধানী (-নিন্), সন্ধায়ী (য়িন্) বিণ. সন্ধানকারী; গোপন তথ্য জানতে পটু বা উৎসুক (সন্ধানী দৃষ্টি বা মন); খোঁজ-খবর রাখে এমন। সন্ধানী, সন্ধায়ী [ sandhānī, sandhāẏī ] দ্র সন্ধান

Processing time: 1.33 s