সমান definitions

Bangla-Tangla Dictionary
সমান – equal, same [pron: সোমান]
Samsad Bengali-English Dictionary
সমান [ samāna ] a similar, alike; one and the same; identical; equal; uniform; unchanged, unchanging; impartial; straight; level, flat; (sl.) corrected by sound thrashing (পিটিয়ে সমান করা). ☐ n. one of the five vital airs. সমান করা v. to make similar or alike or identical; to equalize; to make uniform; to straighten; to level, to flatten; to dress (জমি সমান করা) ; to adjust or correct (ঘড়ি সমান করা) ; to put on properly (জামাকাপড় সমান করা) ; to correct by sound thrashing. সমান-সমান n. equivalent; equal; equalized; equal in strength; equally balanced; evenly contested; even; drawn (খেলা সমান সমান) ; (in gambling) quits; neither more nor less; half-and-half (সমান-সমান ভাগ). সমান-সমান দ্বন্দ্ব a. Greek meeting a Greek. সমানাধিকরণ a. (of two or more objects) having the same abode or condition; (gr.) having the relation as between a noun and an adjective. সমানাধিকার n. equal rights and privileges for all.
Samsad Bangla Abhidhan
সমান [ samāna ] বিণ. 1 সদৃশ, তুল্য, একরূপ (দুজনের চেহারা সমান, তোমার সমান বুদ্ধি); 2 অভিন্ন (দুটি দ্রব্যেরই মূল্য সমান); 3 একটানা, সমানভাবে (সে সমানে দাঁড়িয়ে রইল); 4 ঋজু, সোজা (লাইন সমান করা); 5 সমতল (ছাদ পিটে সমান করা)। [সং. সম্ + আ + √ অন্ + অ]। সমান-সমান বিণ. 1 তুল্যমূল্য; 2 তুল্যবলশালী; 3 সদৃশ, অভিন্ন। সমানাধি-করণ বি. একজাতীয় সাধারণ গুণ, যাতে সমানজাতীয় কোনো পদার্থেরই ভিন্নভাব থাকে না। ☐ বিণ. 1 আশ্রয়স্থল বা অবস্থা এক এমন; 2 (ব্যাক.) বিশেষ্যবিশেষণ সম্বন্ধযুক্ত এবং এক এক বা অভিন্ন বিভক্তিবিশিষ্ট। সমানাধি-কার বি. রাষ্ট্রে ধনিদরিদ্র-জাতিধর্মনির্বিশেষে সমস্ত নাগরিকের সমান অধিকার বা ক্ষমতা।

Processing time: 1.27 s