সাময়িক definitions

Bangla-Tangla Dictionary
সাময়িক – temporary
Samsad Bengali-English Dictionary
সাময়িক [ sāmaẏika ] a periodic, periodical; temporary, passing, momentary; current (সাময়িক সংবাদ); published periodically. সাময়িক উত্তেজনা momentary excitement or impulse, heat or spur of the moment. সাময়িক উত্তেজনাবশে on the spur of moment, in the heat of the moment. সাময়িক পত্রিকা a journal published periodically, a periodical. সাময়িকী n. a cur rent event or topic; (pop.) a journal of current topics.
Samsad Bangla Abhidhan
সাময়িক [ sāmaẏika ] বিণ. 1 সময়বিশেষে ঘটে এমন (সাময়িক ঘটনাবলি); 2 অল্পকালস্থায়ী (সাময়িক ক্রোধ বা উত্তেজনা); 3 সময়োচিত (সাময়িক বন্দোবস্ত); 4 বর্তমান ঘটনাবলি সংক্রান্ত বা নির্দিষ্ট সময়ান্তরে প্রকাশ্য (সাময়িক পত্র)। [সং. সময় + ইক]। সাময়িকি বি. বর্তমান বা চলতি সময়ের প্রসঙ্গ। [সাময়িক + বাং. ই]। সাময়িকী বিণ. সাময়িক -এর স্ত্রীলিঙ্গে।

Processing time: 1.24 s