স্বর্গ definitions

Bangla-Tangla Dictionary
স্বর্গ – heaven
Samsad Bengali-English Dictionary
স্বর্গ [ sbarga ] n the abode of God and gods and the blessed, heaven, Swarag, Svarga; (fig.) a place full of heavenly or supreme bliss (মাতৃভূমি আমার স্বর্গ); (fig.) supreme bliss or beatitude. স্বর্গে বাতি দেওয়া to set up a pole with a light suspended from its top enkindled in reverence to one's deceased forefathers; (fig.) to continue one's line of descent by procreation. স্বর্গ হাতে পাওয়া (fig.) to attain happiness and riches of all description; (fig.) to attain supreme happiness or joy. স্বর্গে তোলা v. (fig.) to extol in blatant advertisement, to puff up, to deify or elate, to flatter with false praise. স্বর্গে যাওয়া v. to go to heaven after death; to go or ascent to heaven; (euphem.) to die. ~গঙ্গা n. the milky way, the Galaxy; the celestial river Mandakini (মন্দাকিনী). ~গত, ~ত a. gone or ascended to heaven after death; (euphem.) dead. ~গমন n. ascension to heaven; (euphem.) death. ~দ্বার n. the gate of heaven; a Hindu holy place in Upper India. ~ধাম n. heaven; a kind of indoor game. ~প্রাপ্তি same as ~লাভ । ~বাসী a. residing in heaven. ~ভোগ n. enjoyment of heaven or beatitude (after death). ~লাভ n. attainment of heaven after death. স্বর্গ লাভ করা v. to attain heaven after death; (euphem.) to die. ~লোক n. heaven, Swarga, Svarga. ~সুখ n. heavenly bliss (esp. what is attainable after death), beatitude. ~স্থ same as স্বর্গীয় । স্বর্গাদপি adv. even than heaven. স্বর্গাধিপতি n. the lord of heaven. স্বর্গারূঢ় same as স্বর্গত । স্বর্গীয় a. heavenly; divine, celestial; dead. স্বর্গীয় পিতা one's late or deceased father; heavenly father.
Samsad Bangla Abhidhan
স্বর্গ [ sbarga ] বি. 1 (ধর্মবিশ্বাস অনুযায়ী) পুণ্যবানেরা মৃত্যুর পরে যে-স্থানে বাস করেন; 2 দেবলোক; 3 চিরসুখময় স্থান। [সং. সু + √ ঋজ্ (=অর্জন) + অ]। ~গঙ্গা বি. স্বর্গের গঙ্গানদী, গঙ্গার স্বর্গস্থ শাখা, মন্দাকিনী। ~গত বিণ. স্বর্গে গত, মৃত। ~দ্বার বি. স্বর্গে প্রবেশের পথ; হিন্দুতীর্থবিশেষ। ~প্রাপ্তি বি. পরলোকগমন; মৃত্যু। ~লাভ বি. স্বর্গে গমন; মৃত্যু। ~সুখ বি. একমাত্র স্বর্গে লভ্য অনাবিল ও অতুলন সুখ (ইং. heavenly bliss এর অনবাদ)। ~স্থ বিণ. স্বর্গে অবস্থিত, স্বর্গীয়; মৃত। স্বর্গা-রোহণ বি. 1 স্বর্গে গমন; 2 মৃত্যু। স্বর্গীয় বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক (স্বর্গীয় সৌন্দর্য); 3 পবিত্র; 4 (বাং.) স্বর্গগত, মৃত। স্ত্রী. স্বর্গীয়াস্বর্গ্য বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক; 3 স্বর্গলাভে সহায়ক; 4 পবিত্র। স্বর্গ হাতে পাওয়া সুখসম্পদ লাভ করা; অনিবর্চনীয় আনন্দ লাভ করা; অনায়াসে মনস্কামনা পূর্ণ হওয়া। স্বর্গে তুলে দেওয়া অতিরঞ্জিত প্রশংসাদ্বারা উন্নীত করা। স্বর্গে বাতি দেওয়া মৃত পূর্বপুরুষের উদ্দেশে আকাশপ্রদীপ জ্বালা; (আল.) বংশরক্ষা করা বা প্রভূত উপকার করা।

Processing time: 2.0 s