স্রোত definitions

Bangla-Tangla Dictionary
স্রোত – stream
Samsad Bengali-English Dictionary
স্রোত [ srōta ] n a stream (of water or any liquid); a current; a watercourse. স্রোতে ভেসে যাওয়া v. to drift down a stream, to drift away. ~স্বতী, ~স্বিনী n. river, a stream. স্রোতোবেগ n. rush of current. স্রোতোহীন a. currentless; not flowing; stagnant.
Samsad Bangla Abhidhan
স্রোত, স্রোতঃ [ srōta, srōtḥ ] (-তস্) বি. 1 জলপ্রবাহ; 2 প্রবাহ, ধারা (বায়ুস্রোত)। [সং. √ স্রু + অস্ (ৎ আগম)]। স্রোত-স্বতী, স্রোত-স্বিনী, স্রোতো-বহা বি. নদী। ☐ বিণ. (স্ত্রী.) স্রোত আছে এমন। স্রোতা বিণ. (সমাসে পরপদে) স্রোতযুক্ত (ত্রিস্রোতা)।

Processing time: 1.22 s