হাঁড়ি definitions

Bangla-Tangla Dictionary
হাঁড়ি – an earthen pot shaped like a fat urn
Samsad Bengali-English Dictionary
কুঁড়ি1 [ kun̐ṛi1 ] n correlative of হাঁড়ি indicating plurality and variety (হাঁড়িকুঁড়ি). কেলে [ kēlē ] a (vul.) dark-skinned; dark-complexioned. black; blackened. কেলে কার্তিক see কার্তিক । কেলে ভূত see ভূত । কেলে হাঁড়ি see হাঁড়ি । হাঁড়ি [ hān̐ṛi ] n an urn-shaped pot. কেলে হাঁড়ি an urn-shaped clay pot turned black on account of being used in cooking for a long time. ~কুড়ি n. different pots and jars collectively; kitchen utensils. হাঁড়ি ঠেলা v. (fig.) to be burdened with the drudgery of cooking. হাঁড়ির খবর (fig.) the private affair; internal secrets or in formation.
Samsad Bangla Abhidhan
হাঁড়ি [ hān̐ṛi ] বি. ক্ষুদ্র জালার মতো পাত্রবিশেষ। [সং. হণ্ডী]। ~কুড়ি বি. হাঁড়িকলসি ইত্যাদি। হাঁড়ি ভাঙা ক্রি. অন্যের বাড়িতে প্রবেশ করে চুরি করে হাঁড়ি থেকে ভাত খাওয়া; গুপ্তকথা প্রকাশ করে দেওয়া (হাটে হাঁড়ি ভাঙা)। হাঁড়ির খবর (আল.) একেবারে ভিতরের খবর, গোপন খবর। হাঁড়ির হাল (আল.) আর্থিক অবস্থা; অভাবগ্রস্ত অবস্থা। হেঁড়ে, হেঁড়েল [ hēn̐ṛē, hēn̐ṛēla ] বিণ. 1 হাঁড়ির মতো আকারবিশিষ্ট (হেঁড়ে মুখ); 2 কর্কশ ও মোটা (হেঁড়ে গলা)। [হাঁড়ি দ্র]।

Processing time: 2.5 s