হাট definitions

Bangla-Tangla Dictionary
হাট – market
Samsad Bengali-English Dictionary
হাট [ hāṭa ] n a market (esp. one held on fixed days of the week); a fair; (fig.) a disturbingly noisy place (ঘর তো নয়-হাট); (fig.) a concourse, an assemblage (বোকার হাট); (fig.) abundance, plenty (রূপের হাট). হাট করা v. to visit a market for buying and selling, to market; (fig.) to open fully or to open to public view (দরজা বা হৃদয় হাট করা). হাট বসানো, হাট মেলানো v. to establish a market; (fig.) to cause to assemble; to make a loud disturbing noise. ভাঙা হাট a market or fair on the point of closing for the day or for the term or for good; (fig.) any thing disrupted or on the point of winding up. ~বার n. a market-day. হাটুরিয়া , (coll.) হাটুরে n. a market-man (fem. a market-woman). ☐ a. carrying goods (and also people) to the market (হাটুরে নৌকা); going to the market for buying or selling, market-bound, marketing (হাটুরে লোক). হাটে হাঁড়ি ভাঙা to disclose or reveal one's guilt or wrong-doing in public, (cp.) to wash one's dirty linen in public.
Samsad Bangla Abhidhan
হাট [ hāṭa ] বি. 1 প্রকাশ্য ক্রয়-বিক্রয়ের স্থান (সাধারণত বাজারের মতো রোজ হাট বসে না-সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে); 2 (আল.) প্রচুর সমাবেশ (রূপের হাট, চাঁদের হাট)। [সং. হট্ট]। ভাঙা হাট যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট। হাট করা ক্রি. বি. 1 হাটে দ্রব্যাদি খরিদ করা; 2 (আল.) গোলমাল করা; 3 প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা); 4 বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)। হাট বসা, হাট লাগা ক্রি. বি. 1 হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া; 2 হাট স্থাপিত হওয়া; 3 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 4 অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)। হাট বসানো ক্রি. বি. 1 হাট স্থাপিত করা; 2 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 3 গোলমাল বা হইচই করা। ~বাজার বি. হাট বা বাজার; কেনাকাটা। ~বার বি. সপ্তাহের যে-দিনে হাট বসে। ~হদ্দ বি. সমস্ত ব্যাপার বা খবর। হাটরিয়া, হাটুরে বি. হাটের পণ্যদ্রব্যের বিক্রেতা বা ক্রেতা। ☐ বিণ. 1 হাটে বিক্রেয় পণ্যবাহী (হাটুরে নৌকা); 2 হাটে ক্রয় বিক্রয়কারী (হাটুরে লোক)।

Processing time: 1.99 s