হাস্যকর definitions

Bangla-Tangla Dictionary
হাস্যকর – ridiculous
Samsad Bengali-English Dictionary
হাস্য [ hāsya ] n a laugh; laughter; a smile. ~কর, ~জনক a. laughable, ridiculous; ludicrous, comical; farcial; humorous. ~কৌতুক, ~পরিহাস n. wit and fun; pleasantry; buffoonery; banter, badinage; humour. ~ময় a. smiling; pleasant; happy. fem. ~ময়ী । ~মুখ same as হাসিমুখ । ~রঞ্জিত a. brightened with smile, beaming. ~রস n. (rhet.) the sentiment of mirth, the comic. ~রসাত্মক a. comical; humorous. ~রসাত্মক নাটক a farce; a comedy. ~রসাভিনেতা n. a comic actor, a comique. ~রসিক a. witty; jocose; humorous. ☐ n. a witty or jocose person, a wit; a buffoon; a writer of comic stories, plays etc.; a humorist; a comic actor or singer, a comique. হাস্যসংবরণ করা v. to suppress or check laughter; to restrain the impulse to laugh. হাস্যাস্পদ same as হাসির পাত্র (see হাসি). হাস্যোজ্জ্বল a. brightened with smile, lit up with smile. হাস্যোদ্দীপক, হাস্যোদ্রেককর same as হাস্যকর ।
Samsad Bangla Abhidhan
হাস্য [ hāsya ] বি. হাসি। [সং. √ হস্ + য]। ~কর, ~জনক বিণ. হাসির উদ্রেককারী, মজাদার; উপহাসের যোগ্য বা অযৌক্তিক (হাস্যকর যুক্তি বা চেষ্টা)। ~কৌতুক, ~পরিহাস বি. হাসিঠাট্টা; রসিকতা; ব্যঙ্গ ও বিদ্রুপ। ~ময় বিণ. হাসিপূর্ণ; হাসিমাখা, সহাস্য। স্ত্রী. ~ময়ী। ~রস বি. হাসি কৌতুক বা রসিকতা; হাসি বা কৌতুক জনিত রস। ~রসিক বিণ. পরিহাসপটু, রসিকতায় দক্ষ। ☐ বি. হাস্যরসাত্মক লেখক বা অভিনেতা। হাস্যালাপ বি. হাস্যোদ্রেককারী আলাপ-আলোচনা, সরস কথাবার্তা। হাস্যাস্পদ বিণ. হাসিবিদ্রুপের পাত্র। হাস্যোদ্দীপক বিণ. হাসায় বা হাস্যরসের সৃষ্টি করে এমন।

Processing time: 1.2 s