অন্ধের definitions

Bangla-Tangla Dictionary
genitive of অন্ধ: অন্ধ – blind
Samsad Bengali-English Dictionary
genitive of অন্ধ: অন্ধ [ andha ] a blind, sightless; extremely dark or gloomy. ('অন্ধ তামস'); utterly ignorant. ☐ n. a blind person. ~কূপ n. a dark pit; a black hole. ~কূপহত্যা n. (hist.) the Blackhole Tragedy. ~তম a. darkest; extremely dark. ~তমস n. utter darkness; blinding darkness. ~তা, ~ত্ব n. blindness; utter ignorance. ~তামিস্র n. utter darkness. ☐ a. utterly dark. ~প্রায় a. almost blind; like a blind; like a blind person. ~বিশ্বাস n. blind faith. ~ভাবে adv. blindly; rashly; heedlessly, indiscreetly. অন্ধের কিবা দিন কিবা রাত a blind person cannot distinguish between day and night or between brightness and gloom. অন্ধের নড়ি বা যষ্টি (lit.) a stick by the help of which a blind person moves; a blind man's prop; (fig.) a prop for a helpless or incapable person.
Samsad Bangla Abhidhan
genitive of অন্ধ: অন্ধ [ andha ] বি. 1 চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; 2 গাঢ় অন্ধকারময় ('অন্ধতামস': রবীন্দ্র); 3 অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ সমর্থক)। [সং. অন্ধ + অ]। বি. ~তা, ~ত্ব। ~কূপ বি. অন্ধকার গহ্বর, black hole. অন্ধ-কূপ হত্যা অতি ক্ষুদ্র একটি কক্ষে বহুসংখ্যক লোককে আবদ্ধ রেখে শ্বাসরোধ করে তাদের মৃত্যু ঘটানোর ঘটনা (এই অভিযোগ বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে করেছিলেন ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ইংরেজরা), black-hole tragedy. ~তমস বি. গাঢ় অন্ধকার। ~তমিস্র বি. গাঢ় অন্ধকার। ☐ বিণ. গাঢ় অন্ধকারময়। ~বিশ্বাস বি. বিচার বিবেচনা না ক'রে কোনো কিছু মনে নেওয়া, নির্বিচার আস্থা। ~বেগ বি. বেপরোয়া দ্রুত বেগ। অন্ধের নড়ি, অন্ধের যস্টি অক্ষম অসহায়ের একমাত্র অবলম্বন; অসহায়ের সহায়।

Processing time: 1.23 s