অষ্টমী definitions

Bangla-Tangla Dictionary
অষ্টমী – the eighth day of the lunar fortnight
Samsad Bengali-English Dictionary
অষ্ট [ aṣṭa ] n. & a eight. ~ n. any collection of eight, an octave; a book containing eight chapters; a verse containing eight couplets. ☐ a. eight. ~আশি see অষ্টাশি । ~কোণ n. (geom.) an octagon. ☐ a. octagonal ~কোণী a. octagonal. ~গুণ a. multiplied by eight, eightfold. ☐ n. eight times. ~চত্বারিংশ a. forty-eighth. ~চত্বারিংশৎ n. & a. forty-eight. ~চত্বারিংশত্তম a. forty-eighth. fem. ~চত্বারিংশত্তমী । ~দিকপাল n. the eight guardian deities of the eight points of the earth. ~ধা adv. & a. eight times; eightfold; in eight ways. ~ধাতু n. the eight metals; gold, silver, copper, bronze, bell-metal, zinc, lead and iron. ~নবতি n. & a. ninety-eight. ~নবতিতম a. ninety-eighth. fem. ~নবতিতমী । ~নাগ n. (myth.) the eight chief snakes. ~নায়িকা n. the eight minor goddesses; the eight manifestations of Goddess Durga (দুর্গা); (lit.) eight moods of the heroine or the sweetheart (namely, going to assignation, expecting her lover to come to her bed-chamber, worried owing to sudden absence of her lover, deceived by her lover, stricken with anger and jealousy on observing on the person of her lover signs indicating that he had been to another woman, feeling miser able for having quarrelled with and sent back her lover, enjoying domineering control over her lover, and separated from her lover as he has gone abroad). ~পঞ্চাশৎ n. & a. fifty-eight. ~পঞ্চাশত্তম a. fifty-eighth. fem. ~পঞ্চাশত্তমী । ~পাদ a. octopod. ☐ n. an octopod; the spider; a mythological oc topod said to be even stronger than the lion (cp. octopus, শরভ). ~প্রহর n. a whole day and night, twenty-four hours, a form of collective religious chanting by the Hindus continuing for twenty-four hours at a stretch. ☐ adv. throughout the whole day and night; always; ceaselessly. ~বজ্র n. the eight infallible weapons of the eight principal gods. ~বজ্রমিলন n. simultaneous hurling of অষ্টবজ্র, , which causes the destruction of the universe; precipitation of a highly explosive condition. ~বসু n. the eight demi-gods (see বসু). ~বিধ a. of eight kinds. ~ভুজ a. eight-handed, octagonal. ☐ n. an octagon. ~ভুজা a. & n. fem. of অষ্টভুজ ।n. a manifestation of Goddess Durga (দুর্গা). ~ভৈরব n. the eight terrible manifestations of Shiva (শিব). অষ্টম a. eighth. ~মঙ্গলা n. a manifestation of Durga (দুর্গা); the custom according to which the newly-wed groom comes back to the father-in-law's house with his wife on the eighth day of marriage. অষ্টমবর্ষীয় a. of or in the eighth year; eight years old. অষ্টমবাৎসরিক, অষ্টমবার্ষিক a. of the eighth year. ~মাংশ n. one-eighth; the eighth part. ~মী n. fem. the eighth day of either fortnight of a lunar month. ☐ a. fem. eighth; eight years old. ~মূর্তি n. the eight manifestations of Shiva (শিব). ~রম্ভা n. (pop.) a mere nothing, a hoax, a mare's nest; a fiasco. ~ষষ্টি n. & a. sixty-eight. ~ষষ্টিতম a. sixty-eighth. ~সপ্ততি n. & a. seventy-eight. ~সপ্ততিতম a. seventy-eighth. ~সিদ্ধি n. the eight superhuman qualities attainable by ascetical or austere practice.
Samsad Bangla Abhidhan
অষ্ট [ aṣṭa ] (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। ☐ বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ~ বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্থ। ☐ বিণ. আটসংখ্যক। ~চত্বারিংশ, ~চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ~চত্তারিং-শৎ বি. বিণ. আটচল্লিশ। ~দিক-পাল, ~দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুৎ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ~ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ~ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ~নবতি বি. আটানব্বই। ~নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ~নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ~নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ~নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ~পঞ্চাশ, ~পঞ্চাশৎ বি. বিণ. আটান্ন। ~পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ~পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ~পাদ বি. মাকড়সা। ☐ বিণ. আটটি পদবিশিষ্ট। ~প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ☐ ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ~বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ~বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ~বিধ বিণ. আটরকম, আটরকমের। ~ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ~ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। ☐ বি. দুর্গার রূপভেদ। ~ বিণ. আট সংখ্যার পূরক, eighth. ~মী বি. তিথিবিশেষ। ~মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ~রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ~ষষ্টি বি. আটষষ্ট্টি। ~ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ~সপ্ততি বি. আটাত্তর। ~সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ~সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। ☐ বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিৎসা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসৎ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। ☐ বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। ☐ বি. (স্ত্রী.) আঠারো বৎসর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্থানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন।

Processing time: 2.45 s