উদ্ধার definitions

Bangla-Tangla Dictionary
উদ্ধার – rescue, retrieval of something lost or hidden (+ করা = to rescue)
Samsad Bengali-English Dictionary
উদ্ধার [ uddhāra ] n rescue, deliverance (উদ্ধারলাভ); uplift, emancipation (পতিতোদ্ধার); reclamation, development (লুপ্তোদ্ধার); recovery (স্বাস্থ্যোদ্ধার); removal esp. by extracting or lifting (কন্টকোদ্ধার, পঙ্কোদ্ধার); a quotation from a writing etc. উদ্ধার করা v. to rescue, to deliver; to uplift, to emancipate; to reclaim, to develop; to recover; to remove (esp. by extracting or lifting); to quote from a writing etc.). ~ক, ~কর্তা, ~কারী n. ares cuer, a deliverer, a saviour; an up lifter, an emancipator; a reclaimer; a recoverer; a remover; one who quotes. ~কার্য n. rescue work; rescue operation. ~চিহ্ন n. (gr.) quotation marks, inverted commas (" " or ' '). উদ্ধার পাওয়া, উদ্ধার লাভ করা v. to be rid of an awkward or difficult situation; to be rescued; to be saved. ~ভবন n. a rescue-home. উদ্ধারাশ্রম n. a home or camp for homeless or rescued persons; a rescue-home.
Samsad Bangla Abhidhan
উদ্ধার [ uddhāra ] বি. 1 পরিত্রাণ, নিষ্কৃতি (বিপদ থেকে উদ্ধার পাওয়া); 2 হাসিল করা, সফলতা (কার্যোদ্ধার); 3 উত্তোলন, উন্নয়ন (পঙ্কোদ্ধার); 4 হারিয়ে-যাওয়া বা নষ্ট হয়ে-যাওয়া জিনিস আবার ফিরে পাওয়া (লুপ্তোদ্ধার); 5 উদ্ধৃতি (উদ্ধার চিহ্ন)। [সং. উৎ + √ হৃ, √ ধৃ + অ]। ~ বিণ. বি. উদ্ধারকারী। ~কার্য বি. বিপন্ন লোকজনকে বাঁচাবার কাজ। উদ্ধার চিহ্ন বি. উদ্ধৃতি চিহ্ন। উদ্ধারাশ্রম বি. বিপন্ন বা অসহায় মানুষকে উদ্ধারের জন্য যেখানে আশ্রয় দেওয়া হয়।

Processing time: 1.18 s