কপাল definitions

Bangla-Tangla Dictionary
কপাল – forehead, luck
Samsad Bengali-English Dictionary
কপাল [ kapāla ] n the skull, the cranium; the fore head; a beggar's bowl; a shred of an earthen pitcher. কপাল চাপড়ানো v. to beat one's forehead in despair; to complain bitterly against bad luck. কপাল ঠোকা v. to strike one's forehead against something (in order to express grief, complaint etc.); to try one's luck; to undertake a venture abandoning oneself into the hands of destiny. কপাল পোড়া v. to lose the favour of fortune, to be down on one's luck; (coll.) to be come a widow, (of women) to be widowed. কপাল ফেরা v. to win the favour of fortune; to improve one's state and position; to begin to flourish; to be on the rise. কপাল ভাঙা same as কপাল পোড়া । কপালের লিখন decree of fate or providence. ~ক্রমে adv. luckily, fortunately; by luck; as luck would have it; unfortunately, unluckily (কপালক্রমে সুযোগ হারানো) ~জোর, জোর কপাল n. good luck, good fortune. ~গুণে, ~জোরে adv. by good luck (and esp. by chance). ~পোড়া a. luckless, down on one's luck, unfortunate. ~ভৃৎ, ~মালী, কপালী n. appellations of Shiva (শিব) ~মালিনী, কপালিনী n. fem. appellations of Goddess Kali (কালী) কপালিয়া, কপালে a. fortunate, lucky, favoured by fortune. হায় কপাল int. oh dear! dear me!
Samsad Bangla Abhidhan
কপাল [ kapāla ] বি. 1 মাথার খুলি, করোটি; 2 ললাটস্থল; ভ্রূ ও মাথার মধ্যবর্তী অংশ, forehead; 3 ভাগ্য, অদৃষ্ট; 4 কলসির অর্ধাংশ, খাপরা। [সং. ক + √ পালি + অ]। ~ক্রমে ক্রি-বিণ. ভাগ্যক্রমে, ভাগ্যগুণে; হঠাৎ। কপাল চাপড়ানো ক্রি. বি. হা-হুতাশ করা, আফশোস করা। ~জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের অনুকূলতা। কপাল ঠুকে কাজে নামা ক্রি. বি. ফলাফল ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজ আরম্ভ করা। কপাল ঠোকা ক্রি. বি. 1 মাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া; 2 যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা। ~পোড়া বিণ. হতভাগ্য। কপাল ফেরা ক্রি. বি. ভাগ্যের উন্নতি হওয়া। কপাল ভাঙা ক্রি. বি. ভাগ্যহত হওয়া। ~ভৃৎ, ~মালী বি. (নরমুণ্ডধারী) শিব। কপালের ফের বি. ভাগ্যের বিড়ম্বনা। কপালের লেখা বি. ভাগ্যলিপি, ভবিতব্য।

Processing time: 1.24 s