কুটির definitions

Bangla-Tangla Dictionary
কুটির – cottage
Samsad Bengali-English Dictionary
কুটির [ kuṭira ] n a hut, a cottage; (usu. in politeness) a humble abode. ~বাসী n. a cot tager. fem. ~বাসিনী । ~শিল্প n. cottage industry. genitive of কুটি: কুটি [ kuṭi ] n straw chopped fine; a bit of this straw, a small chip of straw. ~কুটি a. cut into very small bits; minced; torn into shreds; beside oneself (হেসে কুটিকুটি হওয়া). কুটিকুটি করা v. to cut into very small bits; to mince; to tear into shreds. হেসে কুটিকুটি (কুটিপাটি) হওয়া v. to be beside oneself with laughter, to be convulsed with laughter; to split one's sides (with laughter). genitive of definitive of কু: কু [ ku ] n a sin; a guilt; a fault; an evil; the earth; exposition of the scriptures ('কু কথায় পঞ্চমুখ'). ☐ a. (chiefly used as a pfx.) bad, evil, indecent (কুকথা); ill omened; wicked (কুমন্ত্রণা); unattainable (কু-আশা); southern (কুমেরু).
Samsad Bangla Abhidhan
কুটির, (বর্জি.) কুটীর [ kuṭira, (barji.) kuṭīra ] বি. কুঁড়েঘর; অতি ক্ষুদ্র ও দীন গৃহ। [সং. কুটি + √ রা + অ]। ~শিল্প বি. গৃহে উৎপন্ন, প্রধানত হস্তনির্মিত, এবং কারখানায় প্রস্তুত নয় এমন শিল্পদ্রব্য; গৃহে উৎপন্ন, সাধারণত হস্তনির্মিত শিল্প। genitive of কুটি: কুটি1 [ kuṭi1 ] বি. 1 কুটির, কুঁড়েঘর; 2 ছোট ঘর। [সং. কুটির]। genitive of কুটি: কুটি2 [ kuṭi2 ] বি. ছোট ছোট খণ্ডে কাটা খড় বা তৃণ; খড়কুটো। [হিং. কুট্টী]। ~কুটি বিণ. 1 খুব ছোট ছোট কুচি বা টুকরো করা হয়েছে এমন (আলুগুলোকে অত কুটিকুটি করেছ কেন?); 2 (আল. যেন টুকরো টুকরো হয়ে যাবে এমন, আকুল (হেসে কুটিকুটি হওয়া)। কুটিকুটি করা ক্রি. কেটে বা ছিঁড়ে খুব ছোট করা। genitive of definitive of কু: কু1 [ ku1 ] বি. 1 পৃথিবী; 2 আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা ('কু-কথায় পঞ্চমুখ': ভা. চ.); 3 পাপ, দোষ, অমঙ্গল (কু পরিহার করা)। ☐ বিণ. 1 মন্দ, কুৎসিত (কুকথা, কু-অভ্যাস); 2 অমঙ্গলজনক (কুদৃষ্টি, কুলক্ষণ); 3 কুটিল, দুষ্ট (কুমন্ত্রণা); 4 দুর্লভ (কু-আশা)। [সং. √ কু + উ]। genitive of definitive of কু: কু2, কূ [ ku2, kū ] বি. 1 সামরিক অভ্যুত্থান; 2 রাজনৈতিক বা সামরিক অভ্যুত্থানের ফলে সরকার বদল, কুদেতা। [ইং. coup < ফ. coup d'e'tat]।

Processing time: 1.3 s