Off by 2 letters:
কতো definitions

Bangla-Tangla Dictionary
কতো [variant of কত]; how much, a lot
কেউ definitions

Bangla-Tangla Dictionary
কেউ – anybody, somebody, nobody (with না)
Samsad Bengali-English Dictionary
কেউ [ kēu ] pro someone, somebody; anyone; one belonging to or related to (সে আমার কেউ নয়). কেউ কেউ some people; some. কেউ না none, nobody. কেউ না কেউ one or the other. আর কেউ, অন্য কেউ some one else, somebody else.
Samsad Bangla Abhidhan
কেউ [ kēu ] সর্ব. 1 কেহ, কোনো ব্যক্তি; 2 আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেউ নয়)। [বাং. কেহ > প্রা. বাং. কেহু]। ~. কেটা, কেওকেটা বি. সামান্য সাধারণ নগণ্য বা হেয় করবার মতো ব্যক্তি, যে-সে লোক; (ব্যঙ্গে) মানী বা পদস্থ লোক (তুমি এমন-কিছু কেউকেটা নও)। ☐ বিণ. যে-সে, হেয় করবার মতো; (ব্যঙ্গে) মানী বা পদস্থ (কেউকেটা লোক নয়)। কেহ [ kēha ] সর্ব. (সাধু ভাষার) 1 কোনো ব্যক্তি (কেহ জানে না); 2 আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেহ নয়)। কেউ শব্দের সাধু রূপ। [প্রাকৃ. কেঅ, তু. মাগ. কেহু < সং. কঃ অপি]। কেহ কেহ সর্ব. কেউ কেউ, কোনো কোনো লোক; কতিপয় লোক। কেহ না কেহ সর্ব. কেউ-না-কেউ, কোনো-না-কোনো লোক।
Off by 3 letters:
কত definitions

Bangla-Tangla Dictionary
কত – how much, a lot
Samsad Bengali-English Dictionary
কত [ kata ] a how much, how many; much, many. ☐ adv. to a great extent, much. ☐ n. a great number or amount (কত এল, কত গেল). ☐ pro. how much or how many of it or them. কত করে at what price (কত করে কিনলে); with much solicitation or entreaty (কত করে বললাম); after or with a great effort (কত করে পাশ করেছি). ~ a. some; somewhat. ☐ adv. to some extent; partially. ☐ pro. some of it or them. ☐ n. some people (দেশের কতক অর্ধাশনে থাকে). কতক কতক to a certain extent; some what; partially. কতকটা a. some. ☐ adv. partially; somewhat. ☐ pro. some of it. ☐ n. some amount. কতক পরিমাণে adv. to some extent; partially. ~কাল adv. how long; for a long time (কতকাল বসে আছি). ☐ n. a long time. কত কী, কত কিছু various; various things; various and unknown (things); a large number of (things.) ~ক্ষণ adv. how long; for a long time. ☐ n. a long time. ~দিন adv. how many days; for many days; for a long time. ☐ n. many days; a long time. কত না adv. countlessly; immeasurably. ~বার adv. how many times; many times. ~মতো a. of numerous and various kinds. ☐ adv. in numerous and various ways. ~শত a. countless. ~হুঁ a. (poet. & obs.) numerous and various.
Samsad Bangla Abhidhan
কত1 [ kata1 ] বি. কলমের মুখ, কচ; নিব। [আ. কৎ]। ~কাটা বিণ. কলমের মতো ছুঁচলো ও তেরছাভাবে কাটা। কত2 [ kata2 ] বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ☐ ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। ☐ সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ~ বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ☐ ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। ☐ সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। ☐ বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ~কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ☐ ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ~ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ☐ ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ~টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। ☐ সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ~দূর বি. কিছু দূর; অনেক দূর। ☐ ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ~বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ~মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ~শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ~হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)।
করেত definitions

Samsad Bangla Abhidhan
করাইত, কিরাইত, করেত [ karāita, kirāita, karēta ] বি. বিষধর সাপবিশেষ। [< সং. কিরাত = সর্প; তু. 'কিরাতাশিন্' অর্থাৎ সর্পভুক, গরুড়ের অন্যতম নাম]।
কে definitions

Bangla-Tangla Dictionary
কে – who (+ যেন = somebody)
Samsad Bengali-English Dictionary
কে [ kē ] pro who; which (ওদের মধ্যে কে বড় ?); how related, what (সে তোমার কে ?); a certain, a (কে এক সাহেব). কে কে pro. pl. who or which (distribu tively). কেবা pro. whoever, whichever.
Samsad Bangla Abhidhan
কে2 [ kē2 ] বাং. দ্বিতীয়া বিভক্তি চিহ্ন (আমাকে, লোকটিকে)। [তু. হি. কে/কো; মৈ. কে/কেঁ]।
কেচো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of কাচা: কাচা – to wash something
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of কাচা: কাচা [ kācā ] v to wash by rinsing and thrashing (as clothes etc.). ☐ a. thus washed. কাচানো v. to cause to wash by rinsing and thrashing; to get thus washed. ☐ a. thus washed.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of কাচা: কাচা2 [ kācā2 ] ক্রি. (বস্ত্রাদি) আছড়ে বা কচলে ধোয়া। ☐ বি. ধৌতকরণ, কাপড়চোপড় ধুয়ে পরিষ্কার করা। ☐ বিণ. ধোয়া হয়েছে এমন, ধুয়ে পরিষ্কার করা হয়েছে এমন (কাচা কাপড়)। [বাং. √ কাচ্]। ~নো ক্রি. ধোয়ানো। ☐ বি. অন্যের দ্বারা ধৌতকরণ। ☐ বিণ. অন্যের দ্বারা ধৌত।
কেজো definitions

Samsad Bengali-English Dictionary
কেজো [ kējō ] a efficient; active; useful, service able.
Samsad Bangla Abhidhan
কেজো [ kējō ] বিণ. 1 কার্যদক্ষ, কাজে পটু (সে বেশ কেজো লোক); 2 কাজের সহায়ক (কেজো রকমের সমাধান); 3 কাজের জন্য প্রয়োজনীয় (কেজো জিনিস)। [বাং. কাজ + উয়া > ও]।
কেটো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of কাটা: কাটা – to cut, to elapse, to sharpen
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of কাটা: কাটন [ kāṭana ] n act of cutting or hewing or cleaving or chopping or carving or mowing or lopping or trimming or paring or amputating or incising or operating or biting or eating or penning through or striking off or deducting or digging or sinking or drawing or painting or writing out or mending or sharpening or refuting or protesting or constructing or capping or reciting or picking or pinching or passing or dispelling or dispersing or lifting or giving the slip to or being sold or selling or being in demand or having recognition or flowing or coming out or being in the act of doing etc. (see কাটা v.). 2nd person ordinary future imperative tense of কাটা: কাটা [ kāṭā ] v to cut; to hew, to cleave; to chop; to carve (মাংস কাটা); to mow (ঘাস কাটা); to lop (গাছের ডাল কাটা); to trim; to pare (নখ কাটা); to amputate; to incise, to operate, to lance (ফোড়া কাটা); to bite (জিভ কাটা); to eat (পোকায় কাটা); to pen through, to strike off (লেখা কাটা, নাম কাটা); to deduct (পাওনা কাটা); to dig (পুকুর কাটা); to sink (কুয়ো কাটা); to draw (লাইন কাটা, দাগ কাটা); to write (আঁক কাটা); to write out (চেক কাটা); to paint (তিলক কাটা); to mend or sharpen (কলম বা পেনসিল কাটা); to refuse (যুক্তি কাটা); to say in retort, to protest (কথা কাটা); to construct (পথ কাটা); to compose, to recite, to cap (ছড়া কাটা); to pinch or pick (পকেট কাটা); to pass (সময় কাটা); to disperse (মেঘ কাটা); to lift (কুয়াশা কাটা); to be dispelled (ভয় কাটা); to make a slip in (তাল কাটা, সুর কাটা); to be sold, to sell, to be in demand (বাজারে মাল কাটা); to be in the act of doing, to do (সাঁতার কাটা). ☐ a. cut; hewn, cleft, cloven; chopped; carved; moved, mown; lopped; amputated; incised, operated, lanced; eaten; penned through, struck off; mended, sharpened; used in cutting or chopping (পেনসিল-কাটা ছুরি, মাংস-কাটা ছুরি). ☐ n. cutting; hewing; cleaving; chopping; carving; mowing; lopping; trimming; paring; amputation; incision, operation; a mark of cutting or incision or operation; biting; eating; penning through, striking off; deduction; digging; sinking; drawing; writing, writing out; painting; mending or sharpening কথা কাটা v. to answer in retaliation, to retort. কাটা কাপড় textile fabrics for making garments, piecegoods. কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া to add insult to injury. ঘাস কাটা v. to mow grass; (sarcas.) (to be able) to do nothing. ছড়া কাটা v. to cap or recite a rhyme. জিভ কাটা v. to show the tip of one's tongue and press it with the teeth, to bite one's tongue (as a mark of bashfulness or in apology.) ট্রেনেকাটা a. run-over by a railway train. ফাঁড়া কাটা v. to avoid or escape a possible or impending calamity. ফুট কাটা v. to let fall in drops; (pop.) to interpose, to chip in. ফোঁড়া কাটা v. to let fall in drops; to put a holy mark between the eyebrows or on the fore head; (pop.) to interpose, to chip in. ভারে কাটা v. to pull one's weight. সাঁতার কাটা v. to swim. সিঁথি কাটা v. to part hair. সিঁধ কাটা v. to break stealthily into a mud house, to burgle; to crack a crib. সুতো কাটা v. to spin.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of কাটা: কাটা [ kāṭā ] ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুৎ) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ~কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ~কুটি বি. কাটকুট; সংশোধন। ~ বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ~নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। ☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)।
কেঠো definitions

Samsad Bengali-English Dictionary
কেঠো1 [ kēṭhō1 ] n a large species of the tortoise. কেঠো2 [ kēṭhō2 ] n a wooden vessel or trough. ☐ a. made of wood, wooden; (fig.) rough (কেঠো চেহারা).
Samsad Bangla Abhidhan
কেঠুয়া, কেঠো1 [ kēṭhuẏā, kēṭhō1 ] বি. কচ্ছপজাতীয় প্রাণী। [< সং. কমঠ]। কেঠো2 [ kēṭhō2 ] বি. কাঠের তৈরি পাত্রবিশেষ (নুনের কেঠো)। ☐ বিণ. 1 কাঠের তৈরি; 2 (আল.) কাঠের মতো শুকনো, রসবর্জিত বা রুক্ষ (কেঠো হাত, কেঠো চেহারা)। [বাং. কাঠ + উয়া > ও]।
কেতক definitions

Samsad Bengali-English Dictionary
কেতক, কেতকী [ kētaka, kētakī ] n the screwpine flower or its tree.
Samsad Bangla Abhidhan
কেতক, কেতকী [ kētaka, kētakī ] বি. কেয়াফুল বা তার গাছ। [সং. √ কিৎ + অক, ঈ]।
কেতন definitions

Samsad Bengali-English Dictionary
কেতন [ kētana ] n a flag, a banner, a standard; colours.
Samsad Bangla Abhidhan
কেতন [ kētana ] বি. পতাকা, ধ্বজ, নিশান ('মরুবিজয়ের কেতন উড়াও': রবীন্দ্র)। [সং. √ কিত + অন]।
কেতা definitions

Samsad Bengali-English Dictionary
কেতা [ kētā ] n a bundle (এক কেতা কাগজ); a lot (এক কেতা মাল); manner, custom (আধুনিক কেতা); fashion (কেতাদুরস্ত)
Samsad Bangla Abhidhan
কিতা, কেতা [ kitā, kētā ] বি. 1 খণ্ড, গোছা; সারি (দুই কিতা জমি, দশ কিতা নোট); 2 কায়দা, ফ্যাশান, ধরন; 3 দফা। [আ. ক'তা]। ~দুরস্ত বিণ. রুচিসম্মত, ফ্যাশনসম্মত; ফিটফাট (কেতাদুরস্ত পোশাক)। কেতা [ kētā ] বি. কায়দা; ফ্যাশন (পোশাকের কেতা)। [দ্র কিতা]। ~দুরস্ত বিণ. ফিটফাট; ফ্যাশনদুরস্ত।
কেতু definitions

Samsad Bengali-English Dictionary
কেতু [ kētu ] n (astrol. & myth.) the descending node, the dragon's tail; a flag, a banner, a standard.
Samsad Bangla Abhidhan
কেতু [ kētu ] বি. 1 (জ্যোতিষ.) নবমগ্রহ; 2 পতাকা, নিশান (ধূমকেতু)। [সং. √ চায়্ (=কে, পূজা করা) + তু]।
কেনো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present imperative tense of কেনা: কেনা – to buy
কেলো definitions

Bangla-Tangla Dictionary
কেলো – mistake (+ করা = to make a mistake) [slang]
কেশো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of কাশা: কাশা – to cough
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of কাশা: কাশা [ kāśā ] v to cough. কেশে তোলা v. to expectorate by coughing, to expectorate.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of কাশা: কাশ2 [ kāśa2 ] বি. ব্যাধিবিশেষ, কাশিরোগ। [সং. √ কাশ্ + অ]। কাশা ক্রি. খকখক শব্দ করে গলা থেকে শ্লেষ্মা তুলে ফেলার চেষ্টা করা ('বুড়ো মরে কেশে')। ☐ বি. উক্ত অর্থে। কাশি বি. 1 কাশার শব্দ; 2 গয়ার, শ্লেষ্মা (কাশি উঠছে না); 3 কাশরোগ (কাশিতে ভুগছে)।
কেড়ো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of কাড়া: কাড়া – to snatch
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of কাড়া: কাড়া2 [ kāṛā2 ] v to snatch away; to seize by force or tactics; to lift; to grab; to attract or entice; to utter or pronounce. ~কাড়ি n. mutual attempt to snatch away from one another; scrambling. কাড়াকাড়ি করা v. to try to snatch away from one an other; to scramble. ~নো v. to cause to snatch away; to cause to seize by force or tactics; to make one admit or confess or utter (রা কাড়ানো); to draw, to warrant (আদর কাড়া).
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of কাড়া: কাড়া1 [ kāṛā1 ] ক্রি. 1 ছিনিয়ে নেওয়া, জোর করে নেওয়া (সর্বস্ব কেড়ে নেওয়া); 2 আকর্ষণ করা, টানা (মন কাড়া, নজর কাড়া); 3 উচ্চারণ করা (রা কাড়ে না)। ☐ বি. আকর্ষণ; জিনিয়ে নেওয়া। ☐ বিণ. ছিনিয়ে নেওয়া হয়েছে এমন (কেড়ে-নেওয়া ধন); লুণ্ঠিত। [< সং. কর্ষণ > প্রাকৃ. কড্ঢণ > কাঢ়ন > কাড়ন > কাড়া]। কাড়ন বি. কেড়ে নেওয়া। ~কাড়ি বি. পরস্পর টানাটানি বা হেঁচড়াহেঁচড়ি (কাঙালের মতো কাড়াকাড়ি)। ~নো ক্রি. অন্যের দ্বারা কাড়া; স্বীকার করানো (কথা কাড়ানো); আদায় করা (আদর কাড়ানো)। ☐ বিণ. বি. উক্ত সমস্ত অর্থে।
কো definitions

Bangla-Tangla Dictionary
কো [English] co-
Samsad Bengali-English Dictionary
কো2 [ kō2 ] pro who.
Samsad Bangla Abhidhan
4, কো [ ka4, kō ] (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)। কো [ kō ] সর্ব. (ব্রজ.) কোন জন, কে ('তুয়া বিনে অধম কারণ কো দেয়ব': গো. দা.); কেউ। [সং. + কিম্]। ~. সর্ব. কেউ ('কোই বলে গোরা জানকীবল্লভ')।
জেতো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present imperative tense of জেতা: জেতা – to win
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present imperative tense of জেতা: জিতা, জেতা [ jitā, jētā ] ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ~নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে।
তেতো definitions

Bangla-Tangla Dictionary
তেতো – bitter

2nd person ordinary future imperative tense of তাতা:
তাতা – to get hot

Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of তাতা: তাতা [ tātā ] v to be heated; to warm up; (fig.) to get angry or excited.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of তাতা: তাতা [ tātā ] ক্রি. 1 তপ্ত বা গরম হওয়া (বালি তেতে উঠেছে, রোদে তেতে-পুড়ে এসেছে); 2 (আল.) ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া (কথায় কথায় এমন তেতে উঠছ কেন?); 3 তাতানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তাত2 দ্র]।

Processing time: 1.71 s