খাটেই definitions

Bangla-Tangla Dictionary
emphatic of locative of খাট: খাট – cot

emphatic of 3rd person ordinary present simple tense of খাটা:
খাটা – to work intensely

Samsad Bengali-English Dictionary
emphatic of locative of খাট: খাট [ khāṭa ] n a cot, a bedstead. emphatic of 3rd person ordinary present simple tense of খাটা: খাটা [ khāṭā ] v to toil, to labour (পরীক্ষার জন্য খাটা); to work (বাড়িতে রাজমিস্ত্রি খাটছে, এ রোগে ওষুধ খাটে না); to fit, to suit, to match, to become (হলদের পাশে কালো খাটে না, তোমার এ আচরণ খাটে না); to be laid out, to be invested in (ব্যবসায়ে বা সুধে টাকা খাটা); to come true (তার ভবিষ্যদ্বাণী খেটে গেছে); (usu. in neg.) to be of value, to be of (no) avail (পাপীর কাছে ধর্মের কথা খাটে না); to hold good (এখানে এ নিয়ম খাটে না). জেল খাটা v. to undergo a term of imprisonment, to serve a sentence. খাটা পায়খানা n. a service-latrine. ~নো v. to cause to toil or serve or work; to supervise others at work; to lay out, to invest; to pitch (তাবু খাটানো); to hang (দেয়ালে আলনা খাটানো); to hoist, to ring up, to set (পাল খাটানো); to set (ফ্রেমের ছবি খাটানো).
Samsad Bangla Abhidhan
emphatic of locative of খাট: খাট1 [ khāṭa1 ] বি. পর্যঙ্ক, পালংক; খাটিয়া। [সং. খট্বা]। emphatic of 3rd person ordinary present simple tense of খাটা: খাটা [ khāṭā ] ক্রি. 1 পরিশ্রম করা (পরীক্ষার জন্য খুব খাটছে); 2 কাজ করা (বাড়িতে এখন মিস্ত্রি খাটছে) ; 3 মানানসই হওয়া (ঘরের সঙ্গে আসবাবপত্র ঠিক খাটছে না); 4 নিয়োজিত বা বিনিযুক্ত হওয়া (ব্যবসায়ে আমার টাকা খাটছে); 5 যথাযথ হওয়া (তোমার সম্বন্ধে একথা খাটে না)। ☐বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 খেটেছে এমন (খাটা কথা, খাটা টাকা); 2 যার জন্য (মেথরকে) খাটতে হয় (খাটা পায়খানা)। [বাং. √খাট্ + আ]। ~নো ক্রি. 1 অপরকে দিয়ে খাটিয়ে নেওয়া; 2 পরিশ্রম করানো (শরীরটাকে একটু খাটাও, মাথা খাটানো); 3 কাজ করানো (মিস্ত্রি খাটিয়ে খাই); 4 বিনিয়োগ করা (টাকা খাটানো, বুদ্ধি খাটানো); 5 স্থাপন করা (তাঁবু খাটানো); 6 লাগানো, পরানো (ছবিতে ফ্রেম খাটানো); 7 টাঙানো (আলনা খাটানো, মশারি খাটানো)। ☐ বি. উক্ত সব অর্থে। খাটা পায়খানা বি. যে পায়খানা মেথরে খেটে বা পরিশ্রম করে সাফ করে।

Processing time: 1.26 s