গণ definitions

Bangla-Tangla Dictionary
গণ
1. an astrological category that is assigned to each person: দেব, নর or রাক্ষশ
2. [adjective] public, people's, [noun] the people, multitudes
Samsad Bengali-English Dictionary
গণ [ gaṇa ] n a collection, a multitude; a number more than one (used as a sfx. to indicate plurality, e.g. বালকগণ = boys, পুরুষগণ = men); a community, a class; a group; a genus; a species; the common people, the masses; the attendants of Shiva (শিব); a clan, a race, a family; a classification of persons according to the stars predominant at their birth (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); (in Sanskrit gr.) a classification of verbs (ভ্বাদিগণ). ~অভ্যুত্থান n. mass rising, mass upheaval, mass revolt. ~আদালত n. people's court. ~আন্দোলন n. mass movement. ~চেতনা n. popular awareness; awakening of the people. ~তন্ত্র n. a form of government in which the supreme power is vested in the elected representatives of the people; democracy; a republic. ~তন্ত্রী, ~তান্ত্রিক a. re publican; democratic. ~দেব n. an appellation of Ganesha (গণেশ). ~দেবতা n. one of a class of subordinate deities; the people conceived as a deity. ~নাট্য n. people's theatre. ~নায়ক n. a leader of the people. ~নাথ, ~পতি n. the lord of the host; an appellation of Ganesha (গণেশ) and also Shiva (শিব). ~পরিষদ n. a constituent assembly. ~বিক্ষোভ n. popular unrest, people's agitation. ~ভোট n. plebiscite. ~মাধ্যম n. mass media. ~যুদ্ধ n. people's war. ~শক্তি n. power of the people, the united strength of the people; the people collectively; the sovereignty of the people. ~সংগীত n. folk song; group music; song of the masses. ~সংগ্রাম n. mass struggle. ~হত্যা n. genocide. গণাধিপ [ gaṇādhipa ] n same as গণনাথ (see গণ).
Samsad Bangla Abhidhan
গণ [ gaṇa ] বি. 1 সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ); 2 সম্প্রদায়, শ্রেণি; 3 (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus; 4 জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ; 5 শিবের অনুচরবৃন্দ; 6 (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ; 7 (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); 8 (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)। [সং. √গণ্ + অ]। ~ডেপুটেশন বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation. ~তন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy. ~তন্ত্রী (ন্ত্রিন্), ~তান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)। ~দেব বি. 1 গণেশ; 2 গণশক্তির অধিদেবতা। ~দেবতা বি. 1 সংঘভূত দেবগণ (যথা 49 বায়ু, 8 বসু, 12 আদিত্য ইত্যাদি); 2 গণশক্তির অধিদেবতা। ~নায়ক বি. জনসাধারণের নেতা। ~পতি, ~নাথ বি. 1 গণেশ; 2 শিব। ~পিটুনি, ~প্রহার বি. বহু লোকে মিলে একজনকে প্রহার। ~শক্তি বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি। গণাধিপ, গণাধি-পতি গণপতি -র অনুরূপ। গণনাথ, গণনায়ক, গণপতি, গণশক্তি [ gaṇanātha, gaṇanāẏaka, gaṇapati, gaṇaśakti ] দ্র গণ

Processing time: 1.29 s