গর্ভের definitions

Bangla-Tangla Dictionary
genitive of গর্ভ: গর্ভ – womb
Samsad Bengali-English Dictionary
genitive of গর্ভ: গর্ভ [ garbha ] n inner part; interior, inside (নারকেলের গর্ভ, ভূগর্ভ); bed, bottom (নদীগর্ভ); hollow, pit (খনিগর্ভ); womb (গর্ভে ধারণ); a spathe (of a plant); embryo, foetus (গর্ভধারণ); pregnancy, conception (গর্ভলক্ষণ); belly (পেয়ারাগুলো সব ছেলেদের গর্ভে গেছে); (fig.) undue appropriation (এ টাকা মহাজনের গর্ভে যাবে). গর্ভ হওয়া v. to be in the family way; to become pregnant. ~কটি a. perigynous. ~কাল n. gestation. ~কেশর n. the pistil (of a flower). গর্ভকেশরের অগ্রভাগ a stigma. ~কোষ n. the uterus, seed-vessel. ~গৃহ n. a lying-in room; a small room or compartment within a larger one often in a temple to house the idol (cp. an anteroom). ~চ্যুত a. miscarried (in birth); fallen from the womb. ~চ্যুতি n. miscarriage. ~জ, ~জাত a. born of the womb (of). ~তন্তু, ~দন্ড n. (bot.) a style. ~দাস n. a son of a slave woman (such a son is bound to slavery by birth); one's son by one's slave-woman ~ধারণ n. conception. ~গর্ভধারণ করা v. to conceive, to become pregnant, to be with child or in the family way. গর্ভে ধারণ act of bearing in one's womb; gestation. ~ধারিণী n. mother. ~নাড়ি n. umbilical cord. ~নাশ n. same as গর্ভপাত । ~নিঃসৃত a. one who or that which has come out of the womb (of); extricated from the womb (of). গর্ভনিঃসৃত হওয়া v. to come out of the womb (of). ~পত্র n. (bot.) a carpel. ~পরিশ্রব, ~ফুল n. placenta. ~পাত n. miscarriage, abortion. ~পাত করা v. to cause abortion (esp. illegally). গর্ভপাত হওয়া v. to have abortion, to miscarry. ~বতী a. pregnant, with child, in the family way. গর্ভবতী হওয়া v. (of women) to become pregnant, to conceive; (of beasts) to be gravid or big with young. ~বাস a. the period of gestation or act of living in one's mother's womb. গর্ভবাস করা v. to be in one's mother's womb. to live in one's mother's womb. ~বেদনা, ~ব্যথা same as গর্ভযন্ত্রণা । ~মাস n. the first month of conception. ~মুণ্ড n. (bot.) a stigma. ~মোচন n. delivery of a child. গর্ভমোচন করা v. to be delivered of a child. ~যন্ত্রণা, ~যাতনা n. throes of labour, travail, labour-pain; (fig.) excessive pain or labour. গর্ভযন্ত্রণা ভোগ করা v. (lit. & fig.) to be in travail, to be in labour. ~লক্ষণ n. sign of pregnancy. ~শীর্ষ a. (bot.) epigynous. ~সংক্রমণ, ~সঞ্চার n. appearance of the embryo in the womb; conception. গর্ভসঞ্চার হওয়া v. to become pregnant, to be with child. ~স্থ a. lying in the womb; of the womb. ~স্থলী n. the womb; the uterus. ~স্রাব n. miscarriage in childbirth, abortion; (vul.—in abuse or contempt) a bastard, a wastrel, a good-for-nothing fellow. গর্ভস্রাব হওয়া v. to miscarry.
Samsad Bangla Abhidhan
genitive of গর্ভ: গর্ভ [ garbha ] বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্থ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্থা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ~কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ~কোষ বি. জরায়ু। ~গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ~চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ~ বিণ. গর্ভে জাত। ~দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ~ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ~ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ~নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্থ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ~নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ~পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ~বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ~বাস বি. মাতৃগর্ভে অবস্থান। ~মাস বি. গর্ভারম্ভের মাস। ~মোচন বি. প্রসব। ~যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ~লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ~সংক্রমণ, ~সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ~স্থ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্থ সন্তান)। ~স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্থিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উৎপাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্থ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি।

Processing time: 1.32 s