ঘা definitions

Bangla-Tangla Dictionary
ঘা – blow, wound (+ মারা = to strike a blow)
Samsad Bengali-English Dictionary
ঘা [ ghā ] n a stroke, a blow, a shock (লাঠির ঘা); a wound, a sore, an ulcer (পচা ঘা); a bite (সাপের ঘা); heart-sore, grief, insult (অপমানের ঘা); a loss (ব্যাবসায় ঘা খাওয়া). ঘা করা v. to cause a wound or sore, to ulcerate. খুঁচিয়ে ঘা করা (lit.) to cause a wound by unnecessary probing; (fig.) to open up or rub an old sore. ঘা খাওয়া v. to receive a blow or shock; to be struck; to be bitten; to be stricken or wounded at heart; to suffer a loss (ব্যবসায় ঘা খাওয়া); to be harmed (লোকসানে ঘা খাওয়া). ঘা দেওয়া v. to deal (one) or inflict a blow; to shock; to strike; (of snakes) to bite; to wound one's heart; to cause a loss (to); to harm; to knock, to rap (at) (দরজায় ঘা দেওয়া). ঘা মারা v. to deal (one) or inflict a blow; to strike; (of snakes) to bite; to wound one's heart. ঘা-মুখ n. the opening of a sore or ulcer. ঘা শুকিয়েছে v. a wound or ulcer has healed. ঘা সওয়া v. to bear or endure or sustain a blow or shock or a loss or harm. ঘা হওয়া v. to be ulcerated. ~কতক n. a good number of blows. ~কতক খাওয়া v. to sustain a sound beating or a good number of blows. ~কতক বসিয়ে দেওয়া v. to deal (one) a good number of blows; to give a sound beating. ~-ঘো (coll.) n. wounds, injuries; cuts and blows. ঘা-ঘো দেওয়া v. to deal or administer a blow or two, to deal a few blows.
Samsad Bangla Abhidhan
ঘা [ ghā ] বি. 1 আঘাত, চোট (মাথায় ঘা লেগেছে); 2 প্রহার (দিয়েছি ঘা-কতক) ; 3 ক্ষত (ঘায়ে মলম লাগানো); 4 মনঃকষ্ট (অভিমানে ঘা লাগ); 5 শোক; 6 ক্ষতি (ব্যাবসায় ঘা। [সং. ঘাত-তু. সাঁও. ঘাও]। ঘা করা ক্রি. বি. ক্ষত সৃষ্টি করা (খুঁচিয়ে ঘা করা)। ঘা খাওয়া ক্রি. বি. (প্রধানত মনে) আঘাত বা বেদনা পাওয়া; ক্ষতিগ্রস্ত হওয়া। ঘা দেওয়া ক্রি. বি. 1 (প্রধানত মনে) আঘাত বা বেদনা দেওয়া; 2 (সর্পের দংশন সম্বন্ধে) দংশন করা (জাতসাপে ঘা দিয়েছে)। ঘা মারা ক্রি. বি. আঘাত করা। ঘা শুকানো ক্রি. বি. ক্ষত আরোগ্য হওয়া (এ ঘা শুকোতে সময় লাগবে)। ঘা সওয়া ক্রি. বি. আঘাত বা ক্ষতি সহ্য করা (এ জীবনে অনেক ঘা সয়েছি)। ঘা-সওয়া বিণ. আঘাত বা ক্ষতি সহ্য করেছে এমন। ঘা হওয়া ক্রি. বি. ক্ষত হওয়া। ঘা-কতক বি. বেশকিছু প্রহার। ঘা-কতক খাওয়া ক্রি. বি. ভালোরকম মার খাওয়া। ঘা-কতক দেওয়া, ঘা-কতক বসিয়ে দেওয়া ক্রি. বি. ভালোরকম মার দেওয়া, উত্তম-মধ্যম প্রহার করা। খুঁচিয়ে ঘা করা ক্রি. অকারণ খোঁচাখুঁচির ফলে সুস্থ স্থান ক্ষত করা; (আল.) অনাবশ্যক আলোচনার দ্বারা অপ্রিয় অবস্থার সৃষ্টি করা।

Processing time: 1.29 s