চুপচাপ definitions

Bangla-Tangla Dictionary
চুপচাপ – silent
Samsad Bengali-English Dictionary
চুপচাপ [ cupacāpa ] a silent; noiseless; speechless; in active (বিপ্লবীরা চুপচাপ হয়ে গেছে); ceased, discontinued (আন্দোলন চুপচাপ হওয়া). ☐ adv. noiselessly, without noise (চুপচাপ কাজ করে যায়). চুপচাপ স্বভাবের by nature calm and secretive.
Samsad Bangla Abhidhan
চুপ [ cupa ] বিণ. নীরব, নিঃশব্দ (চুপ থাকা, চুপ হওয়া)। ☐ অব্য. চুপ করার নির্দেশসূচক-চোপ্ (চুপ ও কী কথা?)। [বাং.-তু. সং. √চুপ্=নীরবে অগ্রগতি]। চুপ করা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা। ~চাপ বিণ. একদম চুপ। চুপটি করে, চুপটি মেরে ক্রি-বিণ. একদম চুপ করে, সম্পূর্ণ নীরবে। চুপ মারা ক্রি. বি. হঠাৎ নীরব হয়ে যাওয়া।

Processing time: 1.19 s