টিপে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of টেপা: টেপা – to press (eg, a button)

shadhu 3rd person ordinary present simple tense of টেপা:
টেপা – to press (eg, a button)

Samsad Bengali-English Dictionary
locative of টিপ: টিপ [ ṭipa ] n a fingertip; a thumb impression; a quantity taken up between the index finger and the thumb; a dotted mark with sandal paste etc. put on the fore head as a mark of sanctity (টিপ পরা); a piece of tinsel or a dotted mark with vermilion, saffron etc. put on the fore head for personal decoration; aim (তারবন্দুকের টিপ); a squeeze or pinch (তার পিঠে একটা টিপ দাও)). এক টিপ নস্যি a pinch of snuff. টিপ দেওয়া v. to squeeze, to pinch, to press with fingertips. ~কল n. a device that may be opened and shut or operated by means of pressing. ~বোতাম n. a pair of buttons that may be fixed to one another by pressing them with fingertips, a press-button. ~সই, ~সহি n. thumb impression. perfective participle of টেপা: টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] v to press; to massage; to pinch; to squeeze; to wink (চোখ টিপছে); to caution or warn furtively (তাকে টিপে দিয়ো যেন টাকা না দেয়); to place or put noiselessly or cautiously (পা টিপে চলা). ☐ a. that which is to be opened and shut or operated by means of pressing (টেপা কল). কল টেপা v. (fig.) to direct others from behind the curtain. চোখ টেপা v. to wink; to give a hint or warn by winking. নাড়ি টেপা v. to feel (one's) pulse. টিপে চলা v. (fig.) to spend cautiously. shadhu 3rd person ordinary present simple tense of টেপা: টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] v to press; to massage; to pinch; to squeeze; to wink (চোখ টিপছে); to caution or warn furtively (তাকে টিপে দিয়ো যেন টাকা না দেয়); to place or put noiselessly or cautiously (পা টিপে চলা). ☐ a. that which is to be opened and shut or operated by means of pressing (টেপা কল). কল টেপা v. (fig.) to direct others from behind the curtain. চোখ টেপা v. to wink; to give a hint or warn by winking. নাড়ি টেপা v. to feel (one's) pulse. টিপে চলা v. (fig.) to spend cautiously.
Samsad Bangla Abhidhan
locative of টিপ: টিপ [ ṭipa ] বি. 1 আঙুলের ডগা; 2 বুড়ো আঙুলের ডগার ছাপ; 3 দুই আঙুলের ডগা পরস্পর চেপে যে পরিমাণ দ্রব্য ধরা যায় (নাস্যির এক টিপ); 4 কপালের ফোঁটা বা ফোঁটার মতো প্রসাধনী বা অলংকারবিশেষ (চন্দনের টিপ, কপালে টিপ পরেছে); 5 আঙুলের ডগার চাপ ('অঙ্গুলির টিপ দিয়া ঘুচায় যন্ত্রণা': বি. গু.); 6 তাগ, লক্ষ্য (বন্দুকের টিপ)। ☐ বিণ. দুই আঙুলের ডগায় চেপে ধরে রাখা যায় এমন পরিমিত (এক টিপ নস্য)। [হি. টীপ]। ~কল বি. 1 টিপে আটকানো যায় এমন যন্ত্রযুক্ত দ্রব্যাদি; 2 নলকূপ, টিউবওয়েল। ~ছাপ, ~সই, ~সহি বি. বুড়ো আঙুলের ডগায় কালি মাখিয়ে গৃহীত ছাপ, fingerprint. perfective participle of টেপা: টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] ক্রি. 1 মর্দন করা, ডলা, মালিশ করা (হাত-পা টেপা); 2 আঙুলের ডগা দিয়ে বা আঙুল দিয়ে চাপ দেওয়া (গাল টেপা); 3 সন্তর্পণে স্থাপন করা (পা টিপে চলা); 4 ঠারা, ঠেরে ইঙ্গিত করা (চোখ টেপা); 5 গোপনে সতর্ক করা, ইশারা করা (আগে থেকে তাকে টিপে দিয়েছিলাম)। ☐ বি. উক্ত সব অর্থে। [হি. টীপ্]। ~টিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত। ~নো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। shadhu 3rd person ordinary present simple tense of টেপা: টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] ক্রি. 1 মর্দন করা, ডলা, মালিশ করা (হাত-পা টেপা); 2 আঙুলের ডগা দিয়ে বা আঙুল দিয়ে চাপ দেওয়া (গাল টেপা); 3 সন্তর্পণে স্থাপন করা (পা টিপে চলা); 4 ঠারা, ঠেরে ইঙ্গিত করা (চোখ টেপা); 5 গোপনে সতর্ক করা, ইশারা করা (আগে থেকে তাকে টিপে দিয়েছিলাম)। ☐ বি. উক্ত সব অর্থে। [হি. টীপ্]। ~টিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত। ~নো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

Processing time: 1.2 s