ডিম definitions

Bangla-Tangla Dictionary
ডিম – egg
Samsad Bengali-English Dictionary
ডিম [ ḍima ] n an egg (of ducks, hens, geese, birds, snakes, ants etc.); spawn (of fish); the calf of the leg. ডিম ছাড়া v. to lay an egg; to spawn. ডিম পাড়া v. to lay an egg. ডিম ফোটানো, ডিমে তা দেওয়া v. to hatch. ডিমের কুসুম yolk. ডিমের খোলা an eggshell. ডিমের শ্বেতাংশ the white of an egg, glair. ঘোড়ার ডিম (fig.) an absurd or fantastic thing, a mare's nest. ডিম-ডিম a. globular, granular.
Samsad Bangla Abhidhan
ঘোড়া [ ghōṛā ] বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়িঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ~মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ~মুখি। ~মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ~রোগ বি. 1 উৎকট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ~শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। ডিম [ ḍima ] বি. 1 ডিম্ব, অণ্ড; 2 হাঁটু ও গোড়ালির মাঝে পায়ের পিছন দিকের মাংসপিণ্ড (পায়ের ডিমে ব্যথা)। [সং. ডিম্ব]। ডিম পাড়া ক্রি. বি. অণ্ড প্রসব করা। ডিমে তা দেওয়া ক্রি. বি. ডিম ফোটাবার জন্য প্রসূত ডিমের উপর বসে দেহের তা বা তাপ দেওয়া। ঘোড়ার ডিম অলীক বা অসম্ভব বস্তু।

Processing time: 2.22 s