তীব্র definitions

Bangla-Tangla Dictionary
তীব্র – intense
Samsad Bengali-English Dictionary
তীব্র [ tībra ] a strong, violent, intense (তীব্র রোদ, তীব্র বাতাস); very swift (তীব্র বেগ); unbearable (তীব্র দুঃখ); rude, rough, harsh (তীব্র ভাষা); very loud and usually angry (তীব্র স্বর); hard, angry, sharp (তীব্র দৃষ্টি); deadly, fatal (তীব্র বিষ); severe (তীব্র বেদনা). ~তা n. violence, intensity; excessive swiftness; unbearableness; rudeness, roughness, harshness; excessive loudness usu. mixed with anger; hardness, fury, sharpness; deadliness.
Samsad Bangla Abhidhan
তীব্র [ tībra ] বিণ. 1 প্রখর, কড়া (তীব্র আলো, তীব্র রোদ); 2 জোরালো, বলিষ্ঠ (তীব্র প্রতিবাদ); 3 দুঃসহ (তীব্র দুঃখ, তীব্র জ্বালা); 4 উগ্র, কর্কশ (তীব্র ভাষা); 5 উচ্চ (তীব্র স্বরে কথা বলা); 6 মারাত্মক, সাংঘাতিক (তীব্র বিষ); 7 কঠিন (তীব্র লড়াই, তীব্র প্রতিযোগিতা); 8 ক্রুদ্ধ, তীক্ষ্ণ (তীব্র দৃষ্টি)। [সং. √ তীব্ + র]। বি. ~তা। ~মধ্যম বি. সংগীতের কড়িমধ্যম স্বর।

Processing time: 1.24 s