Off by 2 letters:
তুরন্ত definitions

Samsad Bengali-English Dictionary
তুরন্ত [ turanta ] adv very quickly or swiftly or hastily.
Samsad Bangla Abhidhan
তুরন্ত [ turanta ] ক্রি-বিণ. অতি দ্রুত, তাড়াতাড়ি (তুরন্ত চলে এসো)। [হি. তুরন্ৎ]।
Off by 3 letters:
তুন্দ definitions

Samsad Bengali-English Dictionary
তুন্দ, তুন্দি [ tunda, tundi ] n a protuberant belly; the belly. তুন্দিভ a. pot-bellied.
Samsad Bangla Abhidhan
তুন্দ, তুন্দি [ tunda, tundi ] বি. 1 ভুঁড়ি; 2 পেট। [সং. √তূণ্ + দ (নি.) + ই]। তুন্দিভ, তুন্দিল বিণ. 1 ভুঁড়ো, নাদাপেটা, স্থূলোদর; 2 বিশাল, মোটা, স্থূল (তুন্দিল উদর)।
তুন্ন definitions

Samsad Bangla Abhidhan
তুন্ন [ tunna ] বি. ছেঁড়া কাপড়। ☐ বিণ. ব্যথিত, দুঃখিত।[সং. √ তুদ্ + ত]। ~বায় বি. 1 যে ছেঁড়া কাপড় সেলাই করে; 2 দরজি। তু. তন্তুবায়।
তুর্ক definitions

Samsad Bengali-English Dictionary
তুর্ক, তুর্কি [ turka, turki ] n a Turk; Turks; the Turkish language. ☐ a. Turkish. তুর্কিনাচন n. a wild dance by turning round and round, a whirling dance; (fig.) a fret fully troublesome state.
তুর্য definitions

Samsad Bangla Abhidhan
তুরীয়, তুর্য [ turīẏa, turya ] বিণ. 1 চতুর্থ; 2 চরমোৎকর্ষপ্রাপ্ত; 3 মায়ার অতীত (তুরীয় অবস্থা)। ☐ বি. (বেদান্ত দর্শ.) মায়ার অধীন বিরাট, হিরণ্যগর্ভ, ঈশ্বর-এই তিনের পরবর্তী চতুর্থ তত্ত্ব যা মায়ার অতীত অর্থাৎ পরব্রহ্মসহ অভেদ সম্পর্কযুক্ত আত্মা। [সং. চতুর্ (চার) + ঈয় (নি.)]। তুরীয় বর্ণ বি. শূদ্র। তুরীয়ানন্দ বি. 1 তুরীয়াবস্থার আনন্দ; 2 (কৌতু.) আত্মহারা অবস্থা ('আমি তুরীয়ানন্দে ছুটে চলি: নজরুল)।
Off by 4 letters:
আতুর definitions

Samsad Bengali-English Dictionary
আতুর [ ātura ] a sick; afflicted, distressed; agonized. ☐ n. a lying-in room (also আতুরঘর). আতুরাশ্রম n. a refuge for the sick and the distressed. আতুরে নিয়মো নাস্তি necessity knows no law.
Samsad Bangla Abhidhan
আতুর [ ātura ] বিণ. 1 রুগণ্, রোগগ্রস্ত (অন্ধ-ধাতুর জন); 2 আর্ত, কাতর (শোকাতুর)। [সং. আ + √ তুর্ + অ]। বিণ. স্ত্রী. আতুরা (শোকাতুর জননী)। আতুরাশ্রম বি. রুগ্ণ ও আর্ত লোকেদের আশ্রয়স্থান।
ঘুরন্ত definitions

Samsad Bangla Abhidhan
ঘুর [ ghura ] বি. 1 ঘূর্ণন, পাক, চক্র (ঘুর দেওয়া); 2 ঘূর্ণি রোগ (ঘুর লেগেছে) ; 3 দূরের পথ (পৌঁছতে ঘুর পড়বে); 4 ঘোরপ্যাঁচ (তার কথাটায় কোনো ঘুর ছিল না)। ☐ বিণ. 1 অসরল, সোজার বিপরীত (ঘুর পথ); 2 গাঢ় (ঘুরঘুট্টি)। [সং. ঘূর্ণ]। ~ন্ত বিণ. ঘুরছে এমন (ঘুরন্ত চাকা)। ~পথ বি. ঘোরা পথ, কুটিল বা বাঁকা পথ, সোজা পথের বিপরীত। ~পাকা বি. চক্রাকারে পরিক্রমণ বা ঘোরা। ~পাক খাওয়া ক্রি. (ক্রমাগত) চক্রাকারে পরিক্রমণ করা; ঘূর্ণিত হওয়া। ~পেঁচ, ~প্যাঁচ, ঘোরপেঁচ, ঘোরপ্যাঁচ বি. জটিলতা, কুটিলতা (তার মনে মোটেই ঘোরপ্যাঁচ নেই)।
চতুর definitions

Samsad Bengali-English Dictionary
চতুর [ catura ] a intelligent; clever; dexterous, skilful, ingenious, artful; cunning, crafty, sly. চতুরা [ caturā ] fem of চতুর ।
Samsad Bangla Abhidhan
চতুর [ catura ] বিণ. 1 বুদ্ধিমান; 2 কুশল, নিপুণ (চতুর প্রয়োগ); 3 ধূর্ত, ঠগ। [সং. √চৎ + উর]। স্ত্রী. চতুরা। বি. ~তা
চতুর্থ definitions

Bangla-Tangla Dictionary
চতুর্থ – fourth
Samsad Bengali-English Dictionary
চতুর্থ [ caturtha ] a fourth. চতুর্থাংশ n. one-fourth, a fourth part. চতুর্থী a. fem. of চতুর্থ ।n. (astr.) the fourth day of a lunar fort night, obsequial rites performed by a married daughter on the fourth day of the death of either of her parents; (gr.) the fourth case-ending.
Samsad Bangla Abhidhan
চতুর্থ [ caturtha ] বিণ. 4 সংখ্যক বা 4 সংখ্যার পূরক। [সং. চতুর্ + থ]। চতুর্থ আশ্রম বি. সন্ন্যাস আশ্রম, চতুরাশ্রমের চতুর্থটি। চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে। ☐ বি. 1 (জ্যোতিষ.) তিথিবিশেষ; 2 সং. (ব্যাক.) প্রধানত সম্প্রদান কারকে প্রযোজ্য বিভক্তি; 3 বিবাহের পর চতুর্থ দিনে করণীয় হোম; 4 মাতা-পিতার মৃত্যুর পর চতুর্থ দিনে বিবাহিতা কন্যার করণীয় শ্রাদ্ধ।
তর definitions

Bangla-Tangla Dictionary
তর – delay
Samsad Bengali-English Dictionary
-তর1 [ -tara1 ] sfx forming comparative adjectives (মহত্তর). তর2 [ tara2 ] n delay (তর সয় না). তর3 [ tara3 ] a stupefied, besotted. তর4 [ tara4 ] a (chiefly used as a sfx.) of a sort or kind (এমনতর, কেমনতর). তর5 [ tara5 ] n act of crossing (as a river, a desert etc.).
Samsad Bangla Abhidhan
-তর1 [ -tara1 ] 1 দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির উৎকর্ষ বা অপকর্ষসূচক প্রত্যয় (ক্ষুদ্রতর, বৃহত্তর, মহত্তর); 2 সাধারণভাবে আধিক্য বা আতিশয্যসূচক প্রত্যয় (ঘোরতর, গুরুতর)। [সং. তরপ্-তু. তম]। তর2 [ tara2 ] বিণ. 1 বিভোর, চুর (নেশার তর হওয়া); 2 নেশায় চুর (মদ খেয়ে তর হওয়া)। [ফা. তর্]। তর3 [ tara3 ] বি. বিলম্ব, দেরি (তর সইছে না)। [< সং. ত্বরা-অর্থবিপর্যয়]। তর4, তরো [ tara4, tarō ] বিণ. প্রকারের, ধরনের (এমনতর, কেমনতরো)। [আ. তরহ্]। ~তর, ~বেতর বিণ. নানারকমের, হরেকরকম ('কত তর-বেতর খেলনা': ক. ক.)। তর5 [ tara5 ] বি. উত্তরণ, পারগমন, অতিক্রমণ (দুস্তর)। [সং. √ তৃ + অ]। ~পণ্য বি. পারানি, পার হওয়ার মাশুল। ~স্থান বি. পারের ঘাট, খেয়াঘাট। তরতর1 [ taratara1 ] দ্র তর4 তরপণ্য [ tarapaṇya ] দ্র তর5 তরস্থান [ tarashāna ] দ্র তর5
তর্ক definitions

Bangla-Tangla Dictionary
তর্ক – debate
Samsad Bengali-English Dictionary
তর্ক [ tarka ] n a debate, an argument; reasoning; logic (তর্কশাস্ত্র); cause; discussion; consideration (মনে মনে তর্ক); dispute, controversy; altercation; doubt; assumption. তর্ক করা v. to debate; to argue; to reason; to discuss, to consider; to dispute; to altercate, to bandy words. ~কারী a. & n. one who debates or argues or reasons or considers or disputes or altercates or bandies words; one who chops logic. ~জাল n. array of arguments; (derog.) cobweb of argument. ~বিজ্ঞান, ~বিদ্যা, ~শাস্ত্র n. logic. ~বিতর্ক n. debate; altercation; arguments; bandying of words. ~যুদ্ধ n. war of words. ~যোগ্য a. arguable; debatable; controversial. ~সাধ্য a. arguable; disputable; debatable. তর্কাতর্কি same as তর্কবিতর্ক । তর্কাভাস n. sophistry; a sophism. তর্কের খাতিরে adv. for the sake of argument.
Samsad Bangla Abhidhan
তর্ক [ tarka ] বি. 1 বিতর্ক, বাদানুবাদ; 2 যুক্তি, বিচার; 3 ন্যায়শাস্ত্র (তর্কবিদ্যা); 4 হেতু; 5 অনুমান; 6 সন্দেহ। [সং. √ তর্ক্ + অ]। ~ বি. তার্কিক, যে তর্ক করে। ~জাল বি. কূটতর্কের ফাঁদ; বহু তর্ক। ~তীর্থ বি. 1 তর্ক বা ন্যায়শাস্ত্রের গুরু বা শিক্ষাদাতা; 2 নৈয়ায়িকের উপাধিবিশেষ। ~বিজ্ঞান, ~বিদ্যা, ~শাস্ত্র বি. ন্যায়শাস্ত্র, logic. ~বিতর্ক, তর্কাতর্কি বি. বচসা, কথা-কাটাকাটি। তর্কাভাস বি. কুতর্ক; ত্রুটিপূর্ণ যুক্তি। তর্কিত বিণ. 1 আলোচিত, বিচারিত; 2 অনুমিত; 3 সম্ভাবিত। তর্কী (-র্কিন্) বিণ. তার্কিক, তর্ককারী; তর্ক করতে পটু। ☐ বি. ন্যায়শাস্ত্রবিদ, নৈয়ায়িক।
তু definitions

Samsad Bengali-English Dictionary
তু1 [ tu1 ] int expressing: a sound which is uttered to call a dog.
Samsad Bangla Abhidhan
তু1 [ tu1 ] অব্য. কুকুর, বিড়াল প্রভৃতিকে ডাকবার শব্দবিশেষ (তু তু করে কত ডাকলাম)। [ধ্বন্যা.]। তু2 [ tu2 ] সর্ব. (ব্রজ.) তুই, তুমি ('মরণ তু আওরে আও': রবীন্দ্র)। [হি. তুম < সং. ত্বম্]। ~, ~ সর্ব. (ব্রজ.) তোমার। তুয় [ tuẏa ] দ্র তু2
তুন্দি definitions

Samsad Bengali-English Dictionary
তুন্দ, তুন্দি [ tunda, tundi ] n a protuberant belly; the belly. তুন্দিভ a. pot-bellied.
Samsad Bangla Abhidhan
তুন্দ, তুন্দি [ tunda, tundi ] বি. 1 ভুঁড়ি; 2 পেট। [সং. √তূণ্ + দ (নি.) + ই]। তুন্দিভ, তুন্দিল বিণ. 1 ভুঁড়ো, নাদাপেটা, স্থূলোদর; 2 বিশাল, মোটা, স্থূল (তুন্দিল উদর)।
তুবর definitions

Samsad Bangla Abhidhan
তুবর [ tubara ] বিণ. কটু বা কষায় স্বাদযুক্ত। [সং. তু + বর]।
তুরক definitions

Samsad Bengali-English Dictionary
তুরক, তুরকি [ turaka, turaki ] n a Turk; (now almost obs.) a Mohammedan. তুরক সওয়ার n. a Turkish horseman.
তুরগ definitions

Samsad Bengali-English Dictionary
তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম [ turaga, turaṅga, turaṅgama ] n the horse. fem. তুরগী, তুরঙ্গী, তুরঙ্গমী the mare.
Samsad Bangla Abhidhan
তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম [ turaga, turaṅga, turaṅgama ] বি. ঘোড়া, অশ্ব। [সং. তুর (ত্বরা) + √গম্ + অ, খচ্ (মুমাগম)]। স্ত্রী. তুরগী1, তুরঙ্গী1, তুরঙ্গমীতুরগী2, (-গিন্), তুরঙ্গী2 (-ঙ্গিন্) বি. অশ্বারোহী, ঘোড়সওয়ার।
তুরঙ্গ definitions

Samsad Bengali-English Dictionary
তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম [ turaga, turaṅga, turaṅgama ] n the horse. fem. তুরগী, তুরঙ্গী, তুরঙ্গমী the mare.
Samsad Bangla Abhidhan
তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম [ turaga, turaṅga, turaṅgama ] বি. ঘোড়া, অশ্ব। [সং. তুর (ত্বরা) + √গম্ + অ, খচ্ (মুমাগম)]। স্ত্রী. তুরগী1, তুরঙ্গী1, তুরঙ্গমীতুরগী2, (-গিন্), তুরঙ্গী2 (-ঙ্গিন্) বি. অশ্বারোহী, ঘোড়সওয়ার।
তুরপুন definitions

Samsad Bengali-English Dictionary
তুরপুন [ turapuna ] n a (carpenter's) drill, an auger, a gimlet. তুরপুন দিয়ে ছেঁদা করা to bore with a drill.
Samsad Bangla Abhidhan
তুর-পুন [ tura-puna ] বি. কাঠে ছিদ্র করার জন্য ছুতোরের যন্ত্রবিশেষ, ভোমর। [ফা. তুর্ফান্]।
তুরস্ক definitions

Samsad Bengali-English Dictionary
তুরস্ক [ turaska ] n Turkey; bitumen. ~মণি n. turquoise.
তুরানি definitions

Samsad Bangla Abhidhan
তুরানি [ turāni ] বিণ. তুরস্কদেশীয়। ☐ বি. তুরকি যোদ্ধা। [সং. তুরুষ্ক-'ইরানি'-র প্রভাবে সৃষ্ট]।

Processing time: 1.65 s