Off by 1 letter:
দর্শন definitions

Bangla-Tangla Dictionary
দর্শন – ‍philosophy, ‍the act of viewing (with করা, especially idols)
Samsad Bengali-English Dictionary
দর্শন [ darśana ] n seeing or noticing or viewing; observation; meeting, interview (দর্শনপ্রার্থী); a visit or visitation; seeing or visiting in order to pay homage (দেবদর্শন, তীর্থদর্শন, রাজদর্শন); knowledge or experience (ভূয়োদর্শন); an eye; sight, the faculty of seeing; vision, perception (দর্শনশক্তি); appearance (কুদর্শন); philosophy (দর্শনশাস্ত্র); science (জীবদর্শন); a mirror, a looking glass. দর্শন করা v. to see, to behold, to notice, to espy, to view, to look at; to observe; to meet, to interview; to pay a visit; to visit; to see or visit in order to pay homage; to experience; to perceive. দর্শন দেওয়া v. to put in an appearance; to come into view; to grant an interview; to give audience; to meet. দর্শন পাওয়া v. to be granted an interview; to be given an interview; to be given an audience; to meet; to catch sight of. প্রথম দর্শনে at first sight. ~ক্ষম a. capable of seeing. ~দারি, ~ডালি, ~ডারি n. consideration of outward show or beauty. ☐ a. good-looking. দর্শনার্থী a. visitor, a caller. ☐ a. one who has come to visit. দর্শনী n. a fee or contribution paid on visiting a shrine etc.; a physician's fee; the price of a ticket of a cinema, theatre, circus, exhibition, match, athletic bout etc. দর্শনীয় a. worth seeing, good-looking; beautiful; conspicuous. দর্শনেন্দ্রিয় n. the sense of sight; the visual organ; an eye.
Samsad Bangla Abhidhan
দর্শন [ darśana ] বি. 1 দৃষ্টিপাত, অবলোকন, দেখা (মুখদর্শন করতে চাই না); 2 সাক্ষাৎকার (তাঁর দর্শনলাভ হল না); 3 ভক্তিভরে দেখা (ঠাকুরদর্শন, প্রতিমাদর্শন); 4 জ্ঞান (ভূয়োদর্শন, আত্মদর্শন, বহুদর্শন); 5 চক্ষু (দর্শনেন্দ্রিয়); 6 চেহারা, আকৃতি (ভীষণদর্শন, সুদর্শন, ঘোরদর্শন); 7 তত্ত্বজ্ঞান যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র বা তত্ত্ব (দর্শনশাস্ত্র, হিন্দুদর্শন)। [সং. √ দৃশ্ + অন]। ~দারি, ~ডারি, ~ডালি বি. রূপের বিচার ('আগে দর্শনদারি পরে গুণ বিচারি')। ☐ বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]। দর্শনি, দর্শনী বি. 1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী); 2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি; 3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ; 4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিৎসকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট।
দশন definitions

Samsad Bengali-English Dictionary
দশন [ daśana ] n tooth, bite. ~পঙ্ক্তি n. a set or row of teeth.
Samsad Bangla Abhidhan
দশন [ daśana ] বি. 1 দাঁত; 2 দংশন (দশনদন্ত)।[সং. √ দন্শ্ + অন]।
Off by 2 letters:
অদর্শন definitions

Samsad Bengali-English Dictionary
অদর্শন [ adarśana ] n invisibility; absence from the range of sight; disappearance. অদর্শন হওয়া . v. to go out of sight; to become invisible; to disappear.
Samsad Bangla Abhidhan
অদর্শন [ adarśana ] বি. দেখা না হওয়া, দৃষ্টির আড়ালে থাকা (তার অদর্শনে তুমি কাতর হয়েছ)। ☐ বিণ. দৃষ্টির অগোচর (মুহুর্তে সে অদর্শন হল)। [সং. ন+দর্শন]।
দংশন definitions

Samsad Bengali-English Dictionary
দংশন [ daṃśana ] n act of biting or stinging; a bite or sting. দংশন করা v. to bite or sting.
Samsad Bangla Abhidhan
দংশন [ daṃśana ] বি. 1 কামড়, দাঁতের আঘাত; 2 হুল ফোটানো (মৌমাছির দংশন)। [সং. √ দন্শ্ + অন]।
দর definitions

Bangla-Tangla Dictionary
দর – price, value, rate
Samsad Bengali-English Dictionary
দর1 [ dara1 ] n hole, a pit; a crevice (of a mountain); fear, dread, terror; a quake, a shake; a stream; an exudation. ☐ adv. a little, slightly. দর2 [ dara2 ] n price; rate; a price quoted, a quotation; value, worth. দর করা v. to bar gain; to haggle or higgle, to chaffer. দর দেওয়া v. to quote (a price). দরে বনা v. to agree about terms. দর3 [ dara3 ] pfx indicating: sub-, under-. মাটি [ māṭi ] n earth; clay; soil; dust or dirt; the ground, the floor; landed property, land; the surface of the earth; the earth, the world; foothold. মাটি করা v. to spoil, to ruin; to impair. মাটি কামড়ে (পড়ে) থাকা (fig.) to keep lying to the ground immovable and motionlessly with all one's might and main (as by a wrestler); to persist doggedly. মাটি দেওয়া v. to bury, to inter. মাটি মাড়ানো v. (coll.) to come or visit. মাটি হওয়া v. to be spoiled. পায়ের তলার মাটি সরে যাওয়া (fig.) to lose one's foothold, to be utterly deprived of support, (cp.) to cut the grass from under one's feet. মাটির দর dirt cheap. মাটির বাসন earthenware; crockery. মাটির দরে বিক্রি করা to sell for a mere trifle. মাটির মানুষ a very gentle and forbearing and honest man perfectly free from crookedness. বিলাতি মাটি cement. বেলেমাটি sandy soil.
Samsad Bangla Abhidhan
দড়কচা, দড়কাঁচা [ daṛkacā, daṛkān̐cā ] দ্র দর3 দর1 [ dara1 ] বি. 1 গহ্বর, গর্ত ('মাতঙ্গ পড়িলে দরে, পতঙ্গ প্রহার করে': ভা. চ.); 2 পর্বতের ফাটল; 3 ভয় ('দর-তিমির'); 4 কম্প; 5 প্রবাহ, স্রোত, ক্ষরণ (দরবিগলিত অশ্রু)। [সং. √ দৃ + অ]। ~দর ক্রি-বিণ. প্রবলা ধারায় (দরদর করে ঘাম ঝরছে)। ☐ বিণ. প্রবল ধারায় ঝরছে এমন। ~বিগলিত বিণ. তরল হয়ে স্রোতের মতো ক্ষরিত হচ্ছে এমন। দর2 [ dara2 ] বি. 1 মূল্য, দাম; 2 মূল্যের হার, নিরিখ; 3 মান, মর্যাদা (উঁচুদরের শিল্পী)। [তু. হি. দর্]। ~কষা-কষি বি. দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জোঝজুঝি, দরাদরি। ~দস্তুর, ~দাম বি. জিনিসের দাম ও কেনাবেচার নিষ্পত্তি। দর3 [ dara3 ] বিণ. অল্প, ঈষৎ (দরকাঁচা)। [ফা. দর্ (=কম)]। ~কচা, ~কাঁচা, দড়-কচা, দড়-কাঁচা বিণ. আধপাকা, আধকাঁচা। দরকচা, দরকাঁচা [ darakacā, darakān̐cā ] দ্র দর3 দরবিগলিত [ darabigalita ] দ্র দর1
দরুন definitions

Bangla-Tangla Dictionary
দরুন [postposition] because of
Samsad Bengali-English Dictionary
দরুন [ daruna ] prep for, because of, owing to, due to, on account of; for the sake of.
Samsad Bangla Abhidhan
দরুন [ daruna ] অব্য. অনু. জন্য, হেতু, নিমিত্ত (অসুস্থতার দরুন)। [ফা. দরুন্]।
দর্শনি definitions

Samsad Bangla Abhidhan
দর্শন [ darśana ] বি. 1 দৃষ্টিপাত, অবলোকন, দেখা (মুখদর্শন করতে চাই না); 2 সাক্ষাৎকার (তাঁর দর্শনলাভ হল না); 3 ভক্তিভরে দেখা (ঠাকুরদর্শন, প্রতিমাদর্শন); 4 জ্ঞান (ভূয়োদর্শন, আত্মদর্শন, বহুদর্শন); 5 চক্ষু (দর্শনেন্দ্রিয়); 6 চেহারা, আকৃতি (ভীষণদর্শন, সুদর্শন, ঘোরদর্শন); 7 তত্ত্বজ্ঞান যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র বা তত্ত্ব (দর্শনশাস্ত্র, হিন্দুদর্শন)। [সং. √ দৃশ্ + অন]। ~দারি, ~ডারি, ~ডালি বি. রূপের বিচার ('আগে দর্শনদারি পরে গুণ বিচারি')। ☐ বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]। দর্শনি, দর্শনী বি. 1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী); 2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি; 3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ; 4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিৎসকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট।
দর্শনী definitions

Samsad Bengali-English Dictionary
দর্শন [ darśana ] n seeing or noticing or viewing; observation; meeting, interview (দর্শনপ্রার্থী); a visit or visitation; seeing or visiting in order to pay homage (দেবদর্শন, তীর্থদর্শন, রাজদর্শন); knowledge or experience (ভূয়োদর্শন); an eye; sight, the faculty of seeing; vision, perception (দর্শনশক্তি); appearance (কুদর্শন); philosophy (দর্শনশাস্ত্র); science (জীবদর্শন); a mirror, a looking glass. দর্শন করা v. to see, to behold, to notice, to espy, to view, to look at; to observe; to meet, to interview; to pay a visit; to visit; to see or visit in order to pay homage; to experience; to perceive. দর্শন দেওয়া v. to put in an appearance; to come into view; to grant an interview; to give audience; to meet. দর্শন পাওয়া v. to be granted an interview; to be given an interview; to be given an audience; to meet; to catch sight of. প্রথম দর্শনে at first sight. ~ক্ষম a. capable of seeing. ~দারি, ~ডালি, ~ডারি n. consideration of outward show or beauty. ☐ a. good-looking. দর্শনার্থী a. visitor, a caller. ☐ a. one who has come to visit. দর্শনী n. a fee or contribution paid on visiting a shrine etc.; a physician's fee; the price of a ticket of a cinema, theatre, circus, exhibition, match, athletic bout etc. দর্শনীয় a. worth seeing, good-looking; beautiful; conspicuous. দর্শনেন্দ্রিয় n. the sense of sight; the visual organ; an eye.
Samsad Bangla Abhidhan
দর্শন [ darśana ] বি. 1 দৃষ্টিপাত, অবলোকন, দেখা (মুখদর্শন করতে চাই না); 2 সাক্ষাৎকার (তাঁর দর্শনলাভ হল না); 3 ভক্তিভরে দেখা (ঠাকুরদর্শন, প্রতিমাদর্শন); 4 জ্ঞান (ভূয়োদর্শন, আত্মদর্শন, বহুদর্শন); 5 চক্ষু (দর্শনেন্দ্রিয়); 6 চেহারা, আকৃতি (ভীষণদর্শন, সুদর্শন, ঘোরদর্শন); 7 তত্ত্বজ্ঞান যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র বা তত্ত্ব (দর্শনশাস্ত্র, হিন্দুদর্শন)। [সং. √ দৃশ্ + অন]। ~দারি, ~ডারি, ~ডালি বি. রূপের বিচার ('আগে দর্শনদারি পরে গুণ বিচারি')। ☐ বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]। দর্শনি, দর্শনী বি. 1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী); 2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি; 3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ; 4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিৎসকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট।
দশ definitions

Bangla-Tangla Dictionary
দশ – 10, ten
Samsad Bengali-English Dictionary
দশ [ daśa ] n ten; (fig.) the people, the public (দেশ ও দশ, দশের কাজ); (fig.) several persons united into a body (দশে মিলি করি কাজ). ☐ a. ten; many, several (দশ কথা শোনান, এক কথা দশবার শোনানো). দশই n. the tenth day of a month. ☐ a. (of the days of a month) tenth. দশক n. (arith.) the place of tens; a decade. ~কথা n. many words; much talking; many rude words, much scolding. ~কর্ম n. the ten Hindu sacraments. ~কর্মান্বিত a. one who takes or has taken the ten Hindu sacraments. ~কাহন n. ten kahans (কাহন); many words; much talking; exaggeration; many rude words, much scolding. ~কিয়া n. a table of numeration by multiple of ten. ~কোষী , (dial.) ~কুশি n. a measure of kirtan (কীর্তন) songs. ~গুন a. & adv. ten times. ~চক্র n. a plot or intrigue or bad counsel by ten or many persons. দশচক্রে ভগবান ভূত (fig.) even a very intelligent man may be discomfited or cornered or pushed to the wall or endangered by the intrigue or bad counsel of the many. ~তলক n. a decahedron. ~দশা see ~দশা । ~দিক see দিক । ~নামী n. ten religious communities obeying the doctrines of Shankaracharya. ~পঁচিশ n. an indoor game like dice played with cowries (কড়ি). ~প্রহরণধারিণী a. fem. (also used as n.) holding ten weapons esp. in ten hands (an epithet of Goddess Durga). ~বল see বল। ~বিধ a. of ten kinds or varieties. ~বিধ সংস্কার the ten Hindu sacraments. ~ভুজ (বা দশকোণী) ক্ষেত্র n. a decagon. ~ভুজা a. fem. (also used as n.) ten-handed (an epithet of Goddess Durga). দশম a. tenth. ~মহাবিদ্যা see মহাবিদ্যা । দশমাংশ, দশাংশ n. a tenth; the tenth part. ~মাবতার n. (kalki) (কল্কি) the tenth and last incarnation of Vishnu (বিষ্ণু). ~মিক a. (arith.) decimal (দশমিক ভগ্নাংশ). ☐ n. (arith.) decimal fraction. দশমিক পদ্ধতি decimal system. দশমিক-মুদ্রা প্রথা decimal system of coinage. দশমিক মুদ্রা প্রথা চালু করা বা হওয়া to go decimal. দশমী n. the tenth day of a lunar fort night. ~মূল see মূল । ~রথ n. one whose chariot can fly in all ten directions; Ramachandra's father (in the Ramayana). ~শত n. & a. thousand. ~সহস্র n. & a. ten thousand, myriad. ~সালা a. decennial. দশসালা বন্দোবস্ত (hist.) the decennial settlement (of land). ~স্কন্ধ a. ten-necked. ~হারা n. the tenth day of the lunar fortnight of the month of Jaistha (জ্যৈষ্ঠ); the date of the descent of the Ganges upon earth; on this date a bath in the Ganges relieves one of ten kinds of sin. ~হাত n. ten cubits. ☐ a. measuring ten cubits; (fig.) very much expanded or puffed up (বুক ফুলে দশ হাত). ~হাতি a. measuring ten cubits; (of cloth) having the standard length (=1 cubits).
Samsad Bangla Abhidhan
দশ [ daśa ] (-শন্) বি. 1 1 সংখ্যা; 2 (আল.) জনসাধারণ (দেশ ও দশ, 'দশে মিলি করি কাজ'); 3 বিশিষ্ট মানুষজন (দশের একজন)। ☐ বিণ. 1 সংখ্যক (দশ হাত, দশবার)। [সং. দশন্]। ~ বি. 1 একাধিক অঙ্কযুক্ত সংখ্যার ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক যেমন-123 এর 2, 35 এর 3; 2 দশটি বস্তু বিষয় বা প্রাণীর সমষ্টি; 3 প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বছর (তৃতীয় দশক, এই শতাব্দীর শেষ দশক)। দশ কথা বি. 1 অনেক কথা; কথা-কথান্তর; 2 নানা কটু কথা (দশ কথা শুনিয়ে দিল)। ~কর্ম বি. হিন্দুদের দশরকম সংস্কার, যথা গর্ভাধান পুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন ও বিবাহ। ~কর্ম-ভাণ্ডার বি. যে-দোকানে দশকর্মসংক্রান্ত উপকরণগুলি পাওয়া যায়। ~কোশি বি. দশ ক্রোশের পথ। ~কোষী বি. কীর্তনগানের তালবিশেষ। ~গুণ বিণ. ক্রি-বিণ. দশবার গুণ করা হয়েছে এমন; (আল.) বহুগুণ (দশগুণ বেশি শীত)। ~চক্র বি. বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা। দশচক্রে ভগবান ভূত দশ জনের অর্থাৎ নানাজনের চক্রান্তে অসম্ভবও সম্ভব হয়-এইরকম চক্রান্তের ফলেই ভগবান নামে ব্যক্তি ভূত বলে পরিগণিত হয়েছিল। দশ দশা দ্র দশা। ~দিক দ্র দিক। ~নামী বি. শংকরাচার্যের মতাবলম্বী সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। ~পঁচিশ বি. কড়ি খেলাবিশেষ। ~বল বি. দান শীল ক্ষমা বীর্য ধ্যান যজ্ঞ বল উপায় প্রণিধি জ্ঞান-এই দশ বলে বলীয়ান বুদ্ধদেব। ~ভুজা বি. (দশ হাতবিশিষ্টা) দুর্গাদেবী। ~ বিণ. 1 সংখ্যক; 1 সংখ্যার পূরক। ~মহা-বিদ্যা বি. আদ্যাশক্তি দুর্গার দশ মূর্তি, যথা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা (বা রাজরাজেশ্বরী)। ~মাবতার বি. বিষ্ণুর কল্কি অবতার। ~মিক বিণ. 1 দশমাংশসম্বন্ধীয়; 2 দশগুণোত্তর, দশ অংশের এক অংশ, decimal. ☐বি. দশমাংশপ্রকাশক ভগ্নাংশযুক্ত গণন প্রণালী। ~মী বি. তিথিবিশেষ। ~মী-দশা বি. 1 শেষ অবস্থা; 2 বার্ধক্য; 3 মৃত্যু। ~মীস্থ বিণ. বৃদ্ধ। ~মূল বি. বেল শ্যোণাক গাম্ভারী পাটলা গণিকারিকা শালপর্ণী পৃশ্নিপর্ণী বৃহতী কণ্টকারী ও গোক্ষুর-এই দশটি মূল বা শিকড়। ~রথ বি. 1 যার রথ দশ দিকেই চলতে পারে; 2 রামচন্দ্রের পিতা। ~সালা বিণ. দশ বৎসর স্থায়ী; দশ বৎসরের জন্য কৃত (দশসালা বন্দোবস্ত)। ~হরা বি. 1 জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী, গঙ্গার মর্ত্যে বা পৃথিবীতে অবতরণের দিন; 2 বিজয়া দশমী। দশকর্ম, দশকোশি, দশকোষী, দশচক্র [ daśakarma, daśakōśi, daśakōṣī, daśacakra ] দ্র দশ দশনামী, দশম, দশমিক, দশমী, দশমূল, দশরথ, দশসালা, দশহরা [ daśanāmī, daśama, daśamika, daśamī, daśamūla, daśaratha, daśasālā, daśaharā ] দ্র দশ
পরশন definitions

Samsad Bangla Abhidhan
পরশ, পরশন [ paraśa, paraśana ] যথাক্রমে স্পর্শস্পর্শন -এর কোমল রূপ (সবার পরশে পবিত্র করা রবীন্দ্র)। পরশা ক্রি. স্পর্শ করা ('দুই অঙ্গ পরশিব': নরোত্তম দাস)।
রন definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of রওয়া: রওয়া – to stay, to remain, to keep being
Samsad Bangla Abhidhan
2nd/3rd person respectful present simple tense of রওয়া: রওয়া [ rōẏā ] ক্রি. 1 থাকা (মনে রয়ে গেল); 2 বাকি থাকা (পাওনা রয়েছে); 3 বাস করা, অবস্থান করা ('বসে রয় রাত-প্রভাতের পথের ধারে': রবীন্দ্র); 4 সবুর করা (রও, সে আগে আসুক); 5 বিরতি দেওয়া (রয়ে বসে কাজ করা)। [হি. রহ্না > রহা > রওয়া]। ~নো ক্রি. থাকানো; অপেক্ষা করানো; থামানো। ☐ উক্ত সব অর্থে। 2nd/3rd person respectful present simple tense of রওয়া: রয়2 [ raẏa2 ] ক্রি. (কাব্যে ও আঞ্চ.) থাকে ('রয় যে কাঙাল শূন্য হাতে': রবীন্দ্র; ঘরে মন রয় না)। [রওয়া দ্র]। 2nd/3rd person respectful present simple tense of রওয়া: রয়ে-বসে [ raẏē-basē ] ক্রি.-বিণ. ধীরে-সুস্থে, তাড়াহুড়ো না করে (রয়ে বসে বই লেখা)। [বাং. রহিয়া-বসিয়া, দ্র রওয়া]। 2nd/3rd person respectful present simple tense of রওয়া: রসুন2 [ rasuna2 ] অনু-ক্রি. থামুন, অপেক্ষা করুন (একটু রসুন, আমি এখনই আসছি)। [রওয়া দ্র]। 2nd/3rd person respectful present simple tense of রওয়া: রসো [ rasō ] অনু-ক্রি. থামো, অপেক্ষা করো। [রওয়া দ্র]। 2nd/3rd person respectful present simple tense of রওয়া: রহা [ rahā ] ক্রি. রওয়া -র সাধু রূপ।
রশুন definitions

Samsad Bengali-English Dictionary
রশুন [ raśuna ] n garlic.
Samsad Bangla Abhidhan
রশুন [ raśuna ] পিঁয়াজের মতো আকৃতিযুক্ত উগ্রগন্ধী সাদা কন্দবিশেষ। [< সং. লশুনী]।
রেশন definitions

Bangla-Tangla Dictionary
রেশন – ration
Samsad Bangla Abhidhan
রেশন [ rēśana ] বি. নিয়ন্ত্রিত মূল্যে সরকার কর্তৃক জন-প্রতি নির্দিষ্ট পরিমাণে খাদ্যাদি সরবরাহ (রেশনের চাল)। [ইং. ration]।
রৌশন definitions

Samsad Bangla Abhidhan
রৌশন [ rauśana ] বিণ. রোশনাইযুক্ত, উজ্জল; আলোকোজ্জ্বল। [ফা. রওশন]।
Off by 3 letters:
অদন definitions

Samsad Bengali-English Dictionary
অদন [ adana ] n eating; any edible article; food.
Samsad Bangla Abhidhan
অদন [ adana ] বি. (অপ্র.) আহার, ভোজন, খাওয়া; ভক্ষ্য বস্তু। [সং. √ অদ্+অন, লক্ষণীয় অন্ন=অদ্+ত]।
অশন definitions

Samsad Bengali-English Dictionary
অশন [ aśana ] n act of eating; an article of food; food, victuals; a meal, a repast. ~নালি n. alimentary canal, gullet, oesophagus. ~বসন n. food and clothing.
Samsad Bangla Abhidhan
অশন [ aśana ] বি. 1 ভোজন, খাওয়া, আহার; 2 খাদ্যদ্রব্য। [সং. √ অশ্ + অন]। ~বসন বি. অন্নবস্ত্র, খাওয়া-পরা।
আদর definitions

Bangla-Tangla Dictionary
আদর – love, affection (+ করা = to love, to feel affection for)
Samsad Bengali-English Dictionary
আদর [ ādara ] n caress; cordiality; cordial reception; appreciation; fondness; love, affection; respect, honour, esteem. আদর করা v. to caress, to fondle; to receive cordially; to treat with cordiality; to appreciate; to respect, to honour, to es teem. ~-অভ্যর্থনা, ~-আপ্যায়ন, ~যত্ন n. hearty reception and kind attention (to guests, invitees and others); warm welcome. আদরনীয় a. worthy of being received cordially or appreciated or es teemed.
Samsad Bangla Abhidhan
আদর [ ādara ] বি 1 যত্ন, খাতির, কদর (নতুন জামাইয়ের আদরই আলাদা); 2 স্নেহ, প্রীতি; সোহাগ; 3 শ্রদ্ধা, ভক্তি। [সং. আ + √দৃ + অ]। ~ণীয় বিণ.আদরের যোগ্য, আদর পাবার যোগ্য। আদরিণী বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি।
আদর্শ definitions

Bangla-Tangla Dictionary
আদর্শ [noun] [adjective] ideal
Samsad Bengali-English Dictionary
আদর্শ [ ādarśa ] n a pattern of excellence, a person or thing to be copied, an ideal; an imitation of something usu. on a smaller scale, a model, a role model, a specimen; a prototype. ☐ a. ideal. ~চরিত্র a. having an exemplary character. আদর্শ পুরুষ an ideal man. আদর্শ পুস্তক a model book. আদর্শ বিদ্যালয় a model school. ~লিপি n. a copy-book. ~স্থানীয় exemplary, ideal. ~স্বভাব a. of an ideal character. ~স্বরূপ a. of the nature of a model, model; ideal, exemplary.
Samsad Bangla Abhidhan
আদর্শ [ ādarśa ] বি. 1 অনুকরণীয় বিষয়, ideal উদ্দেশ্য ও লক্ষ্য; 2 নমুনা, model (রচনার আদর্শ); 3 দর্পণ, আয়না। ☐ বিণ. অনুকরণীয় (আদর্শ চরিত্র)। [সং. আ + √দৃশ্ + অ]
আদেশন definitions

Samsad Bangla Abhidhan
আদেশ [ ādēśa ] বি. 1 আজ্ঞা, হুকুম; 2 অনুমতি; 3 অনুশাসন; উপদেশ; 4 নিয়োগ; 5 (ব্যাক.) এক শব্দাংশের স্থানে অন্য শব্দাংশের বিধান। [সং. আ + √ দিশ্ + অ]। ~ বিণ. বি. যে আদেশ দেয়। ~ বি. আদেশ করা বা দেওয়া। ~পত্র, ~নামা বি. হুকুমনামা, যে পত্রে আদেশ লেখা হয়।
আরশ definitions

Samsad Bengali-English Dictionary
আরশ [ āraśa ] n a throne.
Samsad Bangla Abhidhan
আরশ [ āraśa ] বি. সিংহাসন, রাজাসন ('খোদার আরশ': নজরূল)। [আ. আর্শ্]।

Processing time: 2.9 s