দারুণ definitions

Bangla-Tangla Dictionary
দারুণ – wonderful
Samsad Bengali-English Dictionary
দারুণ [ dāruṇa ] a very great, intense, excessive; terrible (দারুণ ভয়); severe (দারুণ শীত); very high (দারুণ গাত্রতাপ); unbearable ('কান্ত পাহুন কাম দারুণ'); very hard or difficult (দারুণ সংকল্প); cruel (দারুণ অত্যাচার); cutting to the quick (দারুণ বাক্য); heart-rending (দারুণ শোক). ☐ adv. very (দারুণ ভালো).
Samsad Bangla Abhidhan
দারুণ [ dāruṇa ] বিণ. 1 অতিশয় (দারুণ খিদে); 2 ভীষণ (দারুণ রাগ, দারুণ ভয়); 3 প্রবল (দারুণ ঝ়ড়, দারুণ জ্বর); 4 তীব্র, উগ্র (দারুণ রোদ, 'দারুণ অগ্নিবাণে রে': রবীন্দ্র); 5 অসহ্য ('কান্ত পাহুন কাম দারুণ': বিদ্যা); 6 কঠিন, দুর্জয় (দারুণ সংকল্প); 7 নিষ্ঠুর, নৃশংস (দারুণ পীড়ন, দারুণ বাক্য, দারুণ যন্ত্রণা)। ☐ বিণ-বিণ. খুব (দারুণ ভালো)। ☐ ক্রি-বিণ. 1 প্রবল পরাক্রমে (দারুণ খেলেছে); 2 চমৎকার (আজ দারুণ খেয়েছি)। [সং. √ দৃ + ণিচ্ + উন]।

Processing time: 1.3 s