দৌড়টা definitions

Bangla-Tangla Dictionary
definitive of দৌড়: দৌড় – running, a stint of running
Samsad Bengali-English Dictionary
definitive of দৌড়: দৌড় [ dauṛa ] n act of running, a run; a spurt; a race; act of fleeing, flight (চোরটা দৌড় মারল); (sarcas.) extent, limit (বিদ্যার দৌড়); (sarcas.) ability or strength (ওর দৌড় কত দেখছি). এক দৌড়ে at a hasty run. দৌড় করানো v. to cause to run or race, to run, to race, to rush; to harass by causing to move about repeatedly or constantly. দৌড় দেওয়া, দৌড় মারা v. to start running; bolt; to spurt; to run off, to take to one's heels. ~ঝাঁপ, ~ধাপ n. act of romping, a romp; boisterous and hard effort attended with repeated or constant hurried movements. ~বাজ n. a runner; a racer; one who is proficient in running (esp. races).
Samsad Bangla Abhidhan
definitive of দৌড়: দৌড় [ dauṛa ] বি. 1 ছুট, ধাবন, বেগে যাওয়া (দৌড় প্রতিযোগিতা, দৌড় দাও, নইলে গাড়ি পাবে না); 2 বেগে পলায়ন (পুলিশ দেখেই দৌড় দিল); 3 (ব্যঙ্গে) ক্ষমতা (দেখব তোমার দৌড় কতদূর)। [< সং. √ দ্রু + বাং. অ-তু. হি. মৈ. দৌড়]। ~ঝাঁপ বি. 1 দৌড় ও লাফ; 2 দাপাদাপি; 3 ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি (আমাদের আর দৌড়ঝাঁপ করার বয়স নেই)। দৌড় দেওয়া, দৌড় মারা ক্রি. বি. 1 ছুটে যাওয়া; 2 বেগে পলায়ন করা। দৌড়া-দৌড়ি বি. ক্রমাগত দৌড়, ছোটাছুটি। দৌড়ানো ক্রি. বি. দৌড় দেওয়া, ছোটা। ☐ বিণ. উক্ত অর্থে।

Processing time: 1.2 s