নই definitions

Bangla-Tangla Dictionary
emphatic of ন: [variant of নয়(nine)]

1st person present simple tense of ন-:
ন- [verb] not

Samsad Bengali-English Dictionary
নই3 [ ni3 ] a female. নই-বাছুর n. a cow-calf. emphatic of ন: 1 [ na1 ] n the twentieth letter of the Bengali alphabet. emphatic of ন: 3 [ na3 ] a (ori. & obs.) new; (pop.) fourth in seniority (নকাকা, নবউ, নবাবু). emphatic of ন: -ন4 [ -na4 ] pfx indicating: negation, opposition etc. (নগণ্য, নাতিদীর্ঘ).
Samsad Bangla Abhidhan
নই1 [ ni1 ] ক্রি. নহি (আমি দুর্বল নই)। [নহা দ্র]। নই2 [ ni2 ] বি. (প্রা. বাং.) নদী ('কামিনী-নই-কূলে': শ্রীকৃষ্ণ)। [সং. নদী]। নই3 [ ni3 ] বিণ. বকনা, মাদি (নই বাছুর)। [সং. নবী]। নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)। emphatic of ন: 1 [ na1 ] বাংলা বর্ণমালার বিংশ ব্যঞ্জনবর্ণ এবং দন্তমূলীয় নাসিক্য ন্-ধ্বনির লিখিত রূপ। emphatic of ন: 2 [ na2 ] বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (ন-দিন পরে ন-টা বাজে)। [বাং. নয় < সং. নবন্]। emphatic of ন: 3 [ na3 ] বিণ. 1 নতুন; 2 চতুর্থ বা সেজো-র পরবর্তী (ন-বউ, ন-মামা)। [হি. নও < সং. নব]। emphatic of ন: 4 [ na4 ] অব্য. অভাব, বিরোধ বা নিষেধসূচক-স্বরাদি শব্দ পরে থাকলে অন্ হয়-ন + উচিত = অনুচিত; ব্যঞ্জনাদি শব্দ পরে থাকলে অ হয়-ন + ধর্ম=অধর্ম; আবার কখনো কখনো ন হয়-নগণ্য, নাতিদীর্ঘ। [সং. নঞ্]। emphatic of ন: ভেদ [ bhēda ] বি. বেধন ছেদন (লক্ষ্যভেদ, মৃত্তিকাভেদ); 2 পার্থক্য (মতভেদ, জাতিভেদ, অবস্থাভেদে); 3 অনৈক্য, বিরোধ (ভেদবুদ্ধি, আদর্শগত ভেদ); 4 বিচ্ছেদ, মনান্তর, বিরূপতা (ভেদাভেদ); 5 বাধা দূর করে ভিতরে প্রবেশ (বূহ্যভেদ); 6 বিভেদ সৃষ্ঠির রাজনীতিক পন্থাবিশেষ (ভেদনীতি); 7 উদ্ঘাটন (রহস্যভেদ); 8 রেচন, দাস্ত, পাতলা পায়খানা (ভেদবমি)। [সং. √ ভিদ্ + অ]। ~ ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক। ~কারক ~কারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ। ~জ্ঞান ~বুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব। বি. ভেদ করা। ~নীয় ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য) ভেদাভেদ বি 1 বৈষম্য ও সাম্য; 2 আপনপর জ্ঞান; 3 (দর্শ.) পরমাত্মা ও জীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব; 4 পার্থক্য। ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন।

Processing time: 2.46 s