নারীর definitions

Bangla-Tangla Dictionary
genitive of নারী: নারী – woman
Samsad Bengali-English Dictionary
genitive of নারী: নারী [ nārī ] n a woman; womankind (নরনারী); a wife (পরনারী). ~চরিত্র n. the character or nature of a woman; the female character or characters of a literary work or play etc. ~জাতি n. womankind. ~ত্ব n. womanhood, femininity. ~ধর্ম n. functions or characteristic qualities of a woman; womanliness. ধর্ষণ n. ravishment of a woman; rape. ~নিগ্রহ, ~নির্যাতন n. persecution of a woman; molestation; rape. ~রত্ন n. a jewel of a woman. ~সমাজ n. womenfolk; the community of women. ~স্বভাব n. womanly nature, womanliness, femininity. ☐ a. (of a man) effeminate. ~স্বভাবসুলভ a. womanly, having qualities befitting a woman; womanish; (of a man) effeminate. ~হরণ n. abduction of a woman.
Samsad Bangla Abhidhan
genitive of নারী: নর2 [ nara2 ] বি. 1 মানুষ (নরদেহ, নরকঙ্কাল); 2 পুরুষ মানুষ (নরনারী); 3 ঋষিবিশেষ; 4 (বাং.) বিণ. মর্দা (নর হরিণ)। [সং. √ নৃ + অ]। স্ত্রী. নারী। ~কঙ্কাল বি. মানবদেহের অস্থিময় কাঠামো। ~কপাল বি. মড়ার খুলি, মড়ার মাথা। ~খাদক বিণ. মানুষ খায় এমন। ☐ বি. মানুষথেকো পশু, রাক্ষস ইত্যাদি। ~দেব বি. মানুষরূপী দেবতা, ব্রাহ্মণ। ~নারায়ণ বি. 1 পৌরাণিক ঋষিদ্বয় যাঁরা শ্রীকৃষ্ণ ও অর্জুনরূপে জন্মগ্রহণ করেছিলেন; 2 নররূপী নারায়ণ, মানুষের রূপে নারায়ণ বা পরমেশ্বর, শ্রীকৃষ্ণ। ~পতি বি. নৃপতি, রাজা। ~পশু বি. পশুবৎ হৃদয়হীন আচরণকারী মানুষ। ~পিশাচ বি. পিশাচের মতো হিংস্র ও জঘন্য প্রবৃত্তিবিশিষ্ট মানুষ। ~পুঙ্গব বি. মানবশ্রেষ্ঠ। ~মুণ্ড বি. মানুষের মাথা। ~মেধ বি. প্রাচীন যজ্ঞবিশেষ যাতে মানুষ বলি দেওয়া হত। ~লোক বি. মর্ত্যধাম, পৃথিবী। ~সমাজ বি. মানুষের সমাজ; মানবসম্প্রদায়। ~সিংহ, ~হরি, নৃসিংহ বি. 1 মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের আকৃতি এবং কোমরের নিম্নাংশ সিংহের আকৃতিবিশিষ্ট বিষ্ণুর অবতারবিশেষ; নৃসিংহ অবতার; নরশ্রেষ্ঠ। ~সুন্দর বি. নাপিত। genitive of নারী: নারী [ nārī ] বি. 1 রমণী, স্ত্রীলোক (নরনারী); 2 পত্নী (পরনারী)। [সং. নর + ঈ]। বি. ~ত্ব। ~ধর্ম বি. সতীত্ব, মমতা, বাৎসল্য প্রভৃতি নারীসুলভ গুণ। ~সমাজ বি. নারীগণ, নারীকুল, নারীরা।

Processing time: 1.27 s