পরম definitions

Bangla-Tangla Dictionary
পরম – real, main
Samsad Bengali-English Dictionary
পরম [ parama ] a first, primordial, true, real (পরম কারণ); best, chief, prime, supreme, principal, highest, greatest, absolute, final (পরম পুরুষ); of the highest degree, greatest or worst (পরম সুখ, পরম দুঃখ); (sc.) absolute. পরম আপ্যায়িত most cordially received; highly gratified or pleased. পরম একক (phys.) absolute unit. পরম কারণ n. Final or Ulti mate Cause, God. পরম কারুণিক a. most merciful or kind, most gracious. পরম ক্রম (phys.) absolute scale. ~গতি n. the most blessed state after death, beatitude, heavenly bliss; salvation. ~গুরু n. the supreme or greatest preceptor; the most venerable preceptor; the absolute lord (পতি পরম গুরু). পরম ঘনত্ব, পরম ঘনাঙ্ক (phys.) absolute density. ~তত্ত্ব n. final knowledge; (phil.) reality; secrets, mystery; the Absolute Being, God. ~পদ same as পরমগতি । ~পদার্থ n. intrinsic essence; the Final Cause, God. ~পিতা n. the Heavenly Father, God. ~পুরুষ n. the Absolute Being, God; a divine person, a saint. পরম প্রসার, পরম প্রসারণ (phys.) absolute expansion. ~বিত্ত n. a great treasure; an object of the highest value; an object of joy and hope. ~ব্রহ্ম n. the Absolute Being, God. পরম মান (phys.) absolute measurement. পরম শূন্য (phys.) absolute zero. ~সুন্দর a. most beautiful. fem. পরমসুন্দরী । পরম স্পন্দনসংখ্যা (phys.) absolute frequency of vibration. ~হংস n. a saint who has attained final knowledge and sanctity. পরমা [ paramā ] fem of পরম । পরমা গতি same as পরম গতি । পরমা প্রকৃতি same as আদ্যাশক্তি । ~সুন্দরী n. & a. fem. extremely handsome, very beautiful.
Samsad Bangla Abhidhan
পরম [ parama ] বিণ. 1 প্রথম, আদ্য, প্রকৃত (পরম কারণ) 2 শ্রেষ্ঠ, প্রধান (পরমপুরুষ, পরম সহায়) 3 সর্বাতীত, দুঃখ মায়া প্রভৃতির অতীত (পরমপুরুষ, পরম ব্রহ্ম) 4 চরম, অত্যন্ত (পরম শত্রু, পরম দুঃখ)। [সং. পর3 + √মা + অ]। স্ত্রী. পরমা। ~গতি বি. শ্রেষ্ঠ গতি, মুক্তি। ~পদ বি. শ্রেষ্ঠ অবস্থা বা স্থান মোক্ষ। ~পদার্থ বি. শ্রেষ্ঠ বা মূল সত্তা অর্থাৎ পরব্রহ্ম। ~পিতা, ~পুরুষ, ~ব্রহ্ম বি. ভগবান। ~হংস বি. জীবন্মুক্ত শুদ্ধচিত্ত নির্বিকার এবং ব্রহ্মানন্দে ও ব্রহ্মচিন্তায় মগ্ন যোগীপুরুষ মহাযোগী। পরমা [ paramā ] দ্র পরম। পরমা গতি বি. মুক্তি। পরমা প্রকৃতি বি. আদ্যাশক্তি, সৃষ্টির আদিভূতা মহামায়া।

Processing time: 1.49 s