পরিষ্কার definitions

Bangla-Tangla Dictionary
পরিষ্কার [adjective] clean, clear, [noun] cleanliness (+ করা = to clean)
Samsad Bengali-English Dictionary
পরিষ্কার [ pariṣkāra ] n cleanliness; tidiness; neatness; clarity (as of water). ☐ a. clean; cleansed; clear; tidy; spruce, neat, orderly (পরিষ্কার কাজ); legible (পরিষ্কার লেখা); clearcut, outspoken, unambiguous, unequivocal (পরিষ্কার কথা); beautiful, bright, fair (পরিষ্কার আলো বা আবহাওয়া); cloudless (পরিষ্কার আকাশ); free from angularity, frank, straightforward, candid, open-hearted, sincere (পরিষ্কার মন); intelligent, free from confusion (পরিষ্কার মাথা); free from morbidity, healthy (পরিষ্কার বুক); musical, sweet (পরিষ্কার গলা); keen (পরিষ্কার দৃষ্টি). পরিষ্কার করা v. to cleanse; to clean; to clear; to tidy; to free from morbidity or angularity; to wash (কাপড় পরিষ্কার করা). ~ a. cleansing. ☐ n. a cleaner; a cleansing agent. পরিষ্কার পরিচ্ছন্ন a. neat and clean, clean and tidy, spick and span.
Samsad Bangla Abhidhan
পরিষ্কার [ pariṣkāra ] বি. 1 নির্মলতা; 2 পরিচ্ছন্নতা; 3 স্বচ্ছতা। ☐ (বাং.) বিণ. 1 পরিষ্কৃত, পরিচ্ছন্ন, শোধিত (ঘরদোর পরিষ্কার); 2 পরিপাটি (পরিষ্কার কাজকর্ম); 3 স্বচ্ছ (পরিষ্কার জল); 4 সহজবোধ্য, স্পষ্ট (পরিষ্কার করে বলা); 5 ফরসা, উজ্জ্বল (গায়ের রং পরিষ্কার, পরিষ্কার আলো); 6 অকপট (পরিষ্কার মন); 7 বোধবুদ্ধিযুক্ত, বিচারক্ষম (পরিষ্কার মাথা); 8 মলশূন্য (বুক পরিষ্কার, পেট পরিষ্কার); 9 অনাবিল, স্বচ্ছ, তীক্ষ্ণ (পরিষ্কার দৃষ্টি); 1 মেঘযুক্ত (পরিষ্কার আকাশ)। [সং. পরি + √ কৃ + অ]। পরিষ্কৃত বিণ. পরিষ্কার বা সাফ করা হয়েছে এমন; শোধিত; মার্জিত।

Processing time: 1.26 s