পুট definitions

Bangla-Tangla Dictionary
পুট – the roll of a one on a die
Samsad Bengali-English Dictionary
পুট1 [ puṭa1 ] n the part of the body lying between the top extremity of the spine and the armpit; the length of this part. ~হাতা n. the measurement of length from the top extremity of the spine to the wrist. পুট2 [ puṭa2 ] n a container, a vessel, a cup (পর্ণপুট); anything with which some thing is held or caught or seized or covered (কক্ষপুট); a crucible for boiling medicinal herbs etc. (পুটপাক).
Samsad Bangla Abhidhan
পুট1 [ puṭa1 ] বি. মেরুদণ্ড থেকে বগল পর্যন্ত দেহাংশ বা তার দৈর্ঘ্য; কাঁধের কাছে শিরদাঁড়া থেকে হাতের সন্ধি পর্যন্ত অংশ (পুটের মাপ)। [হি. পুট্টা]। পুট2 [ puṭa2 ] বি. আধার, পাত্র, কোষ (করপুটতলে); 2 কৌটো; 3 ঠোঙা (পত্রপুট, পর্ণপুট); 4 যা দিয়ে ধরা বা আবৃত করা যায় (কক্ষপুট, চঞ্চুপুট); 5 ওষুধের পাকপাত্র, মুচি (পুটপাক)। [সং. √ পুট্ + অ]। ~ বি. ঠোঙা, গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি পাত্র। ~পাক বি. মাটি বা অন্য পদার্থ দিয়ে বিশেষভাবে তৈরি পাত্রে জ্বাল দিয়ে ওষুধ তৈরি।

Processing time: 1.22 s