প্রতি definitions

Bangla-Tangla Dictionary
প্রতি – towards, regarding, every
Samsad Bengali-English Dictionary
প্রতি1 [ prati1 ] prep towards (গৃহের প্রতি); to (পুত্রের প্রতি); regarding, concerning (ফুলের প্রতি আকর্ষণ). প্রতি2 [ prati2 ] pfx denoting every, each; substituting, deputizing, vice-; counter-, re-, proximity, neighbourhood (প্রতিবাসী); contrary, anti-; similar, exact (প্রতিমূর্তি); equal (প্রতিযোগিতা).
Samsad Bangla Abhidhan
কর্ম-প্রবচনীয় [ karma-prabacanīẏa ] বি. অব্যয় পদবিশেষ, যা নির্দিষ্ট অর্থে কোনো বিশেষ্য বা সর্বনামের পর ব্যবহৃত হয়ে তাকে বিভক্তিযুক্ত করে যথা, হাত দিয়ে খাও, গাছ থেকে পড়ে, তোমার প্রতি বিশ্বাস; অনুসর্গ। [সং. কর্মন্ + প্র + বচনীয়]। প্রতি [ prati ] (উপসর্গ বা অনুসর্গরূপে ব্যবহৃত) 1 উপর, সম্বন্ধে, বিষয়ে (ফুলের প্রতি আকর্ষণ); 2 দিকে, অভিমুখে (আমার প্রতি দৃষ্টি দাও, শত্রুর প্রতি কটাক্ষ)। ☐ বিণ. 1 প্রত্যেক, সমস্ত (প্রতিক্ষণ); 2 পরিবর্ত (প্রতিনিধি); 3 পালটা (প্রতিহিংসা); 4 সমীপ (প্রতিবেশী); 5 বিপরীত (প্রতিবিধান); 6 বিরুদ্ধ (প্রতিমল্ল); 7 অনুরূপ, অবিকল (প্রতিমূর্তি); 8 স্বীকার (পরিগ্রহ); 9 সমান (প্রতিযোগিতা); 1 অংশ (প্রতিজিহ্বা)। [সং. প্রথ্ + উতি]।

Processing time: 1.27 s