ফেললে definitions

Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of ফেলা: ফেলা – to throw away, to drop, to cast (eg, a flashlight), (PAP + ~ = to complete)
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of ফেলা: ফেলা [ phēlā ] v to let fall, to drop (চোখের পাতা ফেলা, ফোঁটা ফেলা) ; to throw, to fling, to cast (ডাস্টবিনে ময়লা ফেলা) ; to place, to put (মাটিতে পা ফেলা) ; to leave, to leave unused or uneaten (মাছটা ফেললে-খেলে না) ; to abandon, to desert (স্ত্রীকে ফেলে যাওয়া) ; to invest (ব্যাবসায় টাকা ফেলা) ; to spend (বাড়ির পিছনে টাকা ফেলা) ; to dissipate, to waste (বাজে ব্যাপারে টাকা ফেলা) ; to involve, to put (one) in (বিপদে ফেলা) ; to disobey or disregard (গুরুজনের কথা ফেলা) ; to propose (এখানে বিয়ের কথা ফেলো) ; to reject (এ প্রস্তাব ফেলা অনুচিত) ; to fix (তারিখ ফেলা) ; to write, to put down; to expel, to eject (নিশ্বাস ফেলা) ; (in comp. verbs) to finish up (খেয়ে ফেলা) ; to commit suddenly (বলে ফেলা). ~ছড়া, ~ফেলি n. act of scattering away wastefully or negligently; dissipation, squandering; making large discount or allowance (ফেলাছড়া করে ধরলেও অনেক). ফেলে আসা দিন the bygone days, the past days, the yester years. ফেলে রাখা v. to put off, to postpone (কাজ ফেলে রাখা) .
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of ফেলা: ফেলা [ phēlā ] ক্রি. বি. 1 নিক্ষেপ করা, পতিত করা, ঢালা (জঞ্জাল ফেলা, জল ফেলা); 2 ক্ষেপণ করা, ছোড়া (জাল ফেলা); 3 চুকানো, শেষ করা (বই পড়ে ফেলা, খেয়ে ফেলা, মিটিয়ে ফেলা); 4 খাটানো, বিনিয়োগ করা (ব্যাবসায় বহু টাকা ফেলেছে); 5 বর্জন করা (আমাকে ফেলে যেয়ো না, ছাতাটা ফেলে গেলে যে); 6 ত্যাগ করা (বাড়িঘর ফেলে কোথায় যাব?); 7 স্থাপন করা (পা ফেলা); 8 অমান্য বা অগ্রাহ্য করা (তাঁর কথা ফেলতে পারব না); 9 হঠাৎ কিছু করা (কথাটা শুনে ফেলল); 1 নির্ধারিত করা (পরীক্ষার তারিখ ফেলা); 11 অপব্যয় করা (টাকাগুলো ফেলে দিলে); 12 মোচন করা (নিশ্বাস ফেলা)। ☐ বিণ. পরিত্যক্ত, বর্জিত (ফেলা টাকা, ফেলা ভাত); নিক্ষিপ্ত (ফেলা জাল); বাদ দেওয়া হয়েছে এমন (অনেক জিনিস ফেলা গেছে)। [< হি. ফেকা]। ~ছড়া, ~ফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)। ফেলে ছড়িয়ে ক্রি-বিণ. অযত্নে ছড়িয়ে, অপব্যয় করে (ওরা বড়োলোক, ফেলে ছড়িয়ে মানুষ হয়েছে)।

Processing time: 2.46 s