বর্ণনা definitions

Bangla-Tangla Dictionary
বর্ণনা – description (+ দেওয়া, করা = to describe)
Samsad Bengali-English Dictionary
বর্ণন, বর্ণনা [ barṇana, barṇanā ] n description; narration; delineation; depiction; a statement; coloration. বর্ণনা করা v. to describe; to narrate; to delineate; to depict; to colour, to paint. বর্ণনা দেওয়া v. to give an account (of). বর্ণনাকুশল a. proficient in describing or narrating or delineating or colouring or painting. বর্ণনাতীত a. in describable. বর্ণনাতীত হওয়া v. to be in describable, to beggar or defeat description. বর্ণনাপত্র n. a written statement describing or narrating some thing. বর্ণনীয় n. to be described or narrated; describable.
Samsad Bangla Abhidhan
বর্ণন, বর্ণনা [ barṇana, barṇanā ] বি. 1 বিবরণ (ঘটনার বর্ণনা); 2 বিস্তৃত পরিচয়দান, ব্যাখ্যা (রূপের বর্ণনা); 3 দোষগুণ কথন; 4 বর্ণবিন্যাস; 5 রঙের প্রলেপ বা লেপন। [সং. √ বর্ণ্ + অন, + আ]। বর্ণনা-কুশল বিণ. বর্ণনা করতে পটু। বর্ণনাতীত বিণ. বর্ণনার অতীত, বর্ণনা করা যায় না এমন (বর্ণনাতীত নিষ্ঠুরতা, বর্ণনাতীত সৌন্দর্য)। বর্ণনা-পত্র বি. লিখিত বিবরণ; বিবরণসংবলিত কাগজ বা দলিল। বর্ণনীয় বিণ. বর্ণনার যোগ্য; বর্ণনা করতে হবে বা বর্ণনা করা যায় এমন। বর্ণিত বিণ. 1 বর্ণনা করা হয়েছে এমন, বিরত; 2 রঞ্জিত, রং দেওয়া হয়েছে এমন, রং প্রয়োগ করা হয়েছে এমন। বর্ণনীয় [ barṇanīẏa ] দ্র বর্ণনা

Processing time: 1.34 s