বস্তু definitions

Bangla-Tangla Dictionary
বস্তু [noun] object
Samsad Bengali-English Dictionary
বস্তু [ bastu ] n a thing, a material; subject-matter (usu. বিষয়বস্তু); substance (তোমার শরীরে বস্তু নেই); truth; (phil.) matter; (phys.) mass. ~গত a. relating to a thing or matter. ~গত মান intrinsic value. ~জগৎ n. the material world, the world of matter. বস্তুত adv. in fact, indeed, re ally. ~তত্ত্ব n. physics. ~তত্ত্ববিদ n. a physicist. ~তন্ত্র n. realism. ~তন্ত্রী, ~তন্ত্রীয়, ~তান্ত্রীক a. realistic, materialistic. ~নিষ্ঠ a. realistic; objective. ~নিষ্ঠা n. realism; objectiveness. ~বাদ n. realism; materialism. ~বাদী a. & n. realist; materialist.
Samsad Bangla Abhidhan
বস্তু [ bastu ] বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে': সু. রা.)। [সং. √ বস্ + তু]। ~কণা বি. পদার্থের অর্থাৎ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। ~গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। ~গত্যা ক্রি বিণ. প্রকৃতপক্ষে। ~জগৎ বি. জ়ড়জগৎ। ~ (বর্জি.) ~তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। ~তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। ~তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. ~তন্ত্রী (ন্ত্রিন্), ~তন্ত্রীয়, ~তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ~নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ~নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। ~নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। ~পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। ~বাদী (-দিন্) বিণ. জড়বাদী।

Processing time: 1.7 s