বাধ্য definitions

Bangla-Tangla Dictionary
বাধ্য – obedient (+ করা = to compel, + হওয়া = to be compelled)
Samsad Bengali-English Dictionary
বাধ্য [ bādhya ] a preventible, resistible; obedient, obsequious, docile (বাধ্য ছেলে); amenable (সুযুক্তির বাধ্য); obliged (কর্তব্য পালনে বাধ্য); compelled or sure (to) (হার মানতে বাধ্য). বাধ্য করা v. to compel. বাধ্য হয়ে being compelled, under obligation or compulsion. ~তা n. obedience, obsequiousness, docility; amena bility; obligation; compulsion. বাধ্যতাজনক, বাধ্যতামূলক a. compulsory; obligatory; imperative. ~বাধকতা n. mutual obligations; strictness; rigidity.
Samsad Bangla Abhidhan
বাধ্য [ bādhya ] বিণ. 1 নিষেধযোগ্য, বারণযোগ্য; 2 (বাং.) অনুগত, বশীভূত, আজ্ঞাবহ (বাধ্য ছেলে); 3 উপায়ান্তর নেই অথবা অন্যথা হওয়ার নয় এমন (প্রতিবাদ করতে বাধ্য হব, সে খেতে বাধ্য, এমন ঘটনা ঘটতে বাধ্য)। [সং. √ বধ্ + য]। ~তা বি. বশ্যতা, আনুগত্য (অধীনস্থ কর্মচারীদের বাধ্যতা দাবি করা)। ~তা-মূলক বিণ. অবশ্যই করতে হবে এমন, অবশ্যকর্তব্য, obligatory. ~বাধ্যকতা বি. 1 বাঁধাবাঁধি, কড়াকড়ি; 2 পারস্পরিক বশ্যতা বা বাধ্যতা।

Processing time: 1.3 s