Off by 3 letters:
ববার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of বওয়া: বওয়া – to flow, to carry
বলাবার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of বলানো: বলানো – to cause to speak
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of বলানো: বলানো [ balānō ] v to make one say or speak or tell or confess or divulge.
Samsad Bangla Abhidhan
genitive of verbal noun of বলানো: বলা2 [ balā2 ] ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্থা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। ☐ বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। ☐ বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ > প্রাকৃ. বোল্ল > √ বল্ তু. হি. বোলনা]। ~কওয়া, ~কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ~নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)।
বসাবার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of বসানো: বসানো – to cause to sit
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of বসানো: বসা2 [ basā2 ] v to sit, to take one's seat; to be in stalled (গদিতে বসা); to be established or founded (গ্রামে গ্রামে স্কুল বসা); to start, to commence (আমাদের স্কুল এগারোটায় বসে); to freeze, to congeal, to solidify (দই বসা); to accumulate or settle (বুকে সর্দি বসা); to fit (মাথায় টুপি বসা); to be imposed or levied (ট্যাকস বসা); to enter (পেরেক বসা); to pierce (ছুরি বসা দাঁত বসা); to stick or to get stuck (কাদায় গাড়ির চাকা বসা); to be imprinted (দাগ বসা); to be soaked (in) (গায়ে জল বসা); to be applied closely, to be attracted (মন বসা); to be wizened, to look haggard (চোখমুখ বসা); to become hoarse (স্বর বসা); to wait (তুমি একটু বসো); to come to stay or re side (প্রজা বা ভাড়াটে বসা); to been gaged in (বিচারে বসা); to do or commit something suddenly (করে বসা, বলে বসা) ☐ a. seated; frozen, congealed, solidified; wizened, haggard; hoars ened; sunken; depressed (বসা জমি); requiring much sitting, sedentary বসা কাজ); unemployed (তার সব ছেলেই বসা). বসানো v. to cause to sit, to seat; to establish or found; to cause to congeal, to congeal, to freeze, to solidify; to impose or levy; to drive into, to enter; to pierce with; to imprint; to cause to be soaked (in); to apply closely; to cause to stay or reside; to engage; to set or stud with, to inlay (আংটিতে পাথর বসানো); to place or put (উনুনে হাঁড়ি বসানো); to implant, to deal (চড় বসানো). একেবারে মায়ের মুখ বসানো to be the image of one's mother. বসার ঘর a sitting room; a drawing room. বসে থাকা v. to be sitting; to remain sitting; to wait (for); to be unemployed; to be without work; to pass time in laziness, to laze. বসে পড়া v. to sit down; to be utterly disappointed (ফেল করে সে বসে পড়ল); to be ruined utterly (মামলায় হেরে সে বসে পড়ল). বসে বসে adv. by waiting for a long time (বসে বসে বেলা গেল); in an unemployed state, doing nothing; idly (বসে বসে খাওয়া). বসে যাওয়া v. (of land etc.) to sink, to become depressed; to be ruined; to desist or rest (আর খেলিস না-বসে যা); to stop (বাধা পড়েছে-বসে যাও).
Samsad Bangla Abhidhan
genitive of verbal noun of বসানো: বসা2 [ basā2 ] ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্থায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্থাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্থাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাৎ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্থাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুৎসাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবৎ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)।
বাইবার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of বাওয়া: বাওয়া – to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা). genitive of verbal noun of বাওয়া: বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2
Samsad Bangla Abhidhan
genitive of verbal noun of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। genitive of verbal noun of বাওয়া: বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।
বাছবার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of বাছা: বাছা – to choose, to select
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of বাছা: বাছা2 [ bāchā2 ] v to choose, to select; to pick and choose; to sort out or separate (ভালো মন্দ বাছা, খুদ বাছা); to eliminate unwanted elements from (চাল বাছা); to pick and eliminate or kill (উকুন বাছা). ☐ a. chosen, selected; sorted; freed from unwanted elements; choice, select (বাছা বাছা লোক = chosen or selected persons).
Samsad Bangla Abhidhan
genitive of verbal noun of বাছা: বাছা2 [ bāchā2 ] ক্রি. বি. 1 নির্বাচন করা, মনোনয়ন করা, পছন্দ করা (শাড়ি বেছে নেওয়া, লোক বেছে নাও); 2 গুণ দোষ নির্ণয় করা (ভালো-মন্দ বেছে কী হবে?); 3 আবর্জনামুক্ত করা (চাল বাছা); 4 বর্জ্য জিনিস বাদ দেওয়া (মাছের কাঁটা বেছে খাওয়া); 5 খুঁজে বার করে বাদ দেওয়া (উকুন বাছা); 6 বাছানো। ☐ বিণ. নির্বাচিত; আবর্জনামুক্ত, পরিষ্কৃত (বাছা চাল)। [বাং. √ বাছ্ + আ]। ~ বি. নির্বাচন; আবর্জনামুক্ত করা। ☐ বিণ. নির্বাচিত; পছন্দসই; সেরা। ~নো ক্রি. বি. অন্যের দ্বারা নির্বাচন ও মনোনয়ন; আবর্জনামুক্ত করানো। ~বাছা বিণ. বিশেষভাবে নির্বাচিত, সেরা (বাছা-বাছা বই)। ~বাছি বি. বাছাই, বেছে নেওয়া; অনেকগুলির ভিতর থেকে মনের মতো জিনিস বেছে নেওয়া।
বাজবার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of বাজা: বাজা – to ring, to emit sound
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of বাজা: বাজা [ bājā ] v to sound or be sounded (মোটরের হর্ন বাজা); to ring or be rung, to toll (ঘন্টা বাজা); to be played on (বীণা বাজা); to be beaten (ঢাক বাজা); to strike (ঘড়ি বাজা, তিনটে বাজা); to be announced by a sound (প্রহর বাজা); to be felt (হাতে বাজ); to jar on (কানে বাজা); to smart or pain (মনে বাজা). ঘড়ি বাজে the clock chimes or strikes. ঘড়িতে একটা বাজে the clock strikes one, it is one o'clock. স্কুলের ঘন্টা বাজ the school-bell goes.
Samsad Bangla Abhidhan
genitive of verbal noun of বাজা: বাজা [ bājā ] ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো। ☐ বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)। [প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]। ~নো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা ('বাজারে শঙ্খ, সাজা দীপমালা': স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া। নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা। সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা।
বাটবার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of বাটা: বাটা – to grind into paste (eg, with a grinding stone), paste
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of বাটা: বাটা5 [ bāṭā5 ] v to turn into paste by rolling (spices etc.) on a flat mortar with a pestle. ☐ a. (spices etc.) thus reduced to or turned into paste (বাটা মশলা).
Samsad Bangla Abhidhan
genitive of verbal noun of বাটা: বাটা5 [ bāṭā5 ] ক্রি. 1 (প্রধানত শিলনোড়ায়) পেষণ করা (মশলা বাটা); 2 বাটানো। ☐ বিণ. উক্ত অর্থে (বাটা মশলা)। বি. 1 (শিলনোড়ায়) পেষণ; 2 (শিলনোড়ায়) পিষ্ট বস্তু। [সং. বর্তন > বট্টন > বাটা]। ~নো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
বাটা definitions

Bangla-Tangla Dictionary
বাটা – to grind into paste (eg, with a grinding stone), paste
Samsad Bengali-English Dictionary
বাটা2 [ bāṭā2 ] n a variety of small silvery-white fresh-water fish. বাটা3 [ bāṭā3 ] n a kind of metal tray (esp. one for holding betel-leaves). বাটা4 [ bāṭā4 ] n a Hindu rite of offering dishes of food to a son-in-law. বাটা5 [ bāṭā5 ] v to turn into paste by rolling (spices etc.) on a flat mortar with a pestle. ☐ a. (spices etc.) thus reduced to or turned into paste (বাটা মশলা).
Samsad Bangla Abhidhan
বাটনা [ bāṭanā ] বি. 1 শিলনোড়ার দ্বারা পিষ্ট মশলা; 2 বাটতে হবে এমন মশলা। [বাটা5 দ্র]। বাটা2 [ bāṭā2 ] বি. পান রাখার পাত্র, পানের থালা ('বাটাভরা পান দেব')। [দেশি]। বাটা3 [ bāṭā3 ] বি. জামাতার কল্যাণ কামনায় জামাইষষ্ঠীতে শাশুড়ির দেওয়া থালা-ভরা খাবার (ষষ্ঠীর বাটা)। [তু. বাটা2]। বাটা4 [ bāṭā4 ] বি. সাদা আঁশযুক্ত ছোটো মাছবিশেষ। [দেশি]। বাটা5 [ bāṭā5 ] ক্রি. 1 (প্রধানত শিলনোড়ায়) পেষণ করা (মশলা বাটা); 2 বাটানো। ☐ বিণ. উক্ত অর্থে (বাটা মশলা)। বি. 1 (শিলনোড়ায়) পেষণ; 2 (শিলনোড়ায়) পিষ্ট বস্তু। [সং. বর্তন > বট্টন > বাটা]। ~নো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
বাধবার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of বাধা: বাধা – to ensue
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of বাধা: বাধা [ bādhā ] v to stick (কাঁটায় কাপ়ড় বাধা); to be obstructed or opposed (ধর্মে বাধে); to come to happen, to ensue or begin (লড়াই বাধা); to find it difficult or impossible (বুঝতে বাধে). ☐ n. an obstacle, a hindrance, an impediment; a hitch; a prohibition; prevention; obstruction; resistance; a trouble. বাধা দেওয়া v. to obstruct, to hinder, to impede; to resist; to prevent; to oppose. বাধা পাওয়া v. to be obstructed or hindered or impeded or resisted or prevented. জনক, দায়ক a. obstructive, resistive; resistant; prohibitive, preventive. দান n. obstructing, impeding; resisting; preventing; obstruction; resistance; prevention. নিষেধ n. prohibition; hindrance; impediment; prevention. ~নো v. to cause to stick; to bring about; to initiate, to start, to involve, to set (লড়াই বাধানো). প্রাপ্ত a. obstructed; impeded; hindered; frustrated; resisted; prevented. বন্ধ n. hindrance, impediment; obstruction; obstacle. বন্ধহারা, বন্ধহীন a. having no obstacles or hindrances, without any impediment; unimpeded; unobstructed. বিঘ্ন n. impediments, obstacles, obstructions, snags. হীন same as বাধাবন্ধহীন ।
Samsad Bangla Abhidhan
genitive of verbal noun of বাধা: বাধা3 [ bādhā3 ] ক্রি. বি. 1 জড়িয়ে যাওয়া, আটকানো (কথা বাধে না); 2 অপ্রীতিকর কিছু ঘটা (তর্ক বেধে যায়, হাঙ্গামা বেধে গেল, যুদ্ধ বাধবে); 3 বাধা পাওয়া, বিরুদ্ধ হওয়া (ধর্মে বাধে, মিথ্যে কথা বলতে মোটেই বাধে না); 4 কষ্টবোধ করা (গিলতে বাধছে, বিশ্বাস করতে বাধে)। ☐ বিণ. জড়িত; বাধাপ্রাপ্ত; আবদ্ধ। [সং. √ বাধ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বদ্ধ করা, আটকানো; 2 ঘটানো (ঝগড়া বাধানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।
বাবা definitions

Bangla-Tangla Dictionary
বাবা – father, emphatic exclamation
Samsad Bengali-English Dictionary
বাবা2 [ bābā2 ] n a father, (coll.) dad. ☐ int. same as বাপু । বাবাজি n. a reverend father; a title applied to ascetics esp. to the Vaishnav ascetics; a term for addressing a son or a junior person. ~জীবন n. a term for addressing a son-in-law or a son or a junior person.
Samsad Bangla Abhidhan
বাবা [ bābā ] বি. 1 পিতা, জনক; 2 পুত্রস্থানীয়কে স্নেহসম্বোধন (না বাবা, ওখানে যেয়ো না); 3 সাধুসন্ন্যাসীর ও দেবতার উপাধিবিশেষ (পওহারি বাবা, বাবা তারকনাথ); 4 বৃহত্তর প্রবলতর বা ভীষণতর কিছু (এ তো কলম নয়, কলমের বাবা)। ☐ অব্য. বিরক্তি, বিতৃষ্ণা প্রভৃতি সূচক উক্তি (না বাবা, আর ওখানে যাচ্ছি না)। ["<" সং. বপ্র]। ~জি বি. 1 সাধুসন্ন্যাসীদের উপাধি; 2 পুত্রস্থানীয়ের সম্মানজনক উপাধিবিশেষ। ~জীবন বি. পুত্রস্থানীয়কে (বিশেষত জামাতাকে) স্নেহসম্বোধন। বাবাঃ, বাব্বাঃ অব্য. ভয় বিস্ময় বিরক্তি বিদ্রুপ প্রভৃতি জ্ঞাপক।
বারবার definitions

Bangla-Tangla Dictionary
বারবার – repeatedly
Samsad Bangla Abhidhan
বার5 [ bāra5 ] বি. 1 দিন (হাটবার); 2 সপ্তাহের বিভিন্ন দিন (আজ সোমবার); 3 পুণ্যতিথি (বারব্রত); 4 দফা, খেপ (গতবার, এবার, প্রতিবার); 5 পালা, পর্যায় (একদিন সবারই বার আসবে); 6 সাধারণ (বারাঙ্গনা, বারনারী); 7 বাধাদান, নিবারণ। [সং. √ বৃ + অ]। ~ংবার, ~বার ক্রি-বিণ. পুনঃপুন ('অলি বারবার ফিরে আসে': রবীন্দ্র; বারংবার প্রশ্ন করা)। ~দিগর বি. (আদালতের ভাষায়) অন্যবার, দ্বিতীয়বার, পুনর্বার। ~ব্রত বি. পুণ্যতিথিতে নানান ব্রতানুষ্ঠান। বারবার [ bārabāra ] দ্র বার5
বারা definitions

Samsad Bengali-English Dictionary
বারা [ bārā ] v (poet.) to prohibit; to prevent; to ward off; to resist.
Samsad Bangla Abhidhan
বারা [ bārā ] ক্রি. (প্রধানত কাব্যে) 1 নিবারণ করা, নিষেধ করা, বাধা দেওয়া ('বারিতে চাহিনি কভু'); 2 এড়ানো। [সং. √ বৃ + ণিচ্ + বাং. আ]।
বাড়বার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of বাড়া: বাড়া – to increase
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of বাড়া: বাড়া1 [ bāṛā1 ] v to proceed, to go. আগে বাড়া v. to go forward or ahead, to advance. genitive of verbal noun of বাড়া: বাড়া2 [ bāṛā2 ] v to grow up, to develop (গাছ বাড়া); to increase (লোক বাড়া); to augment (বিপদ বাড়া); to be expanded (রাজ্য বাড়া); to aggravate (রোগ বাড়া); to flourish, to thrive (ধনসম্পদ বাড়া); to mend or sharpen (পেনসিল বাড়া); to grow audacious (বদমাশটা বড় বেড়েছে); to serve on a dinner-plate (ভাত বাড়া). ☐ a. mended; served on a dinner-plate; more or greater than ('সে মাটি মায়ের বাড়া'). বাড়ানো v. to develop; to increase; to multiply (বংশ বাড়ানো); to augment; to expand; to aggravate; to cause to mend or sharpen; to stretch; to extend, to crane (হাত বাড়ানো, গলা বাড়ানো); to cause to serve on a dinner-plate; to exalt or extol unduly or give undue importance to (অযোগ্য লোককে বাড়ানো); to exaggerate (বাড়িয়ে লেখা); to over-indulge (ছেলেটাকে সে বাড়িয়েছে); to enhance falsely (বয়স বাড়ানো). ~বাড়ি n. excess; immoderation; intemperance; overmuchness; aggravation (রোগের বাড়াবাড়ি). বাড়াবাড়ি করা v. to go beyond the limit. বাড়াবাড়ি হওয়া v. to be aggravated; to be in excess. বাড়া ভাতে ছাই দেওয়া v. (fig.) to frustrate or foil somebody's hopes or plans almost at the point of success.
Samsad Bangla Abhidhan
genitive of verbal noun of বাড়া: বাড়া [ bāṛā ] ক্রি. বি. 1 বৃদ্ধি পাওয়া (জনসংখ্যা বাড়ছে, বয়স বাড়ছে); 2 পাত্রে ভোজনের জন্য সাজিয়ে দেওয়া (ভাত বাড়া); 3 (কথ্য) সধবা নারীর শাঁখা ভেঙে যাওয়া (শাখাটা বেড়েছে)। ☐ বিণ. 1 বেড়েছে এমন (বাড়া বেতন); 2 বাড়া হয়েছে এমন (বাড়া ভাত); 3 ভেঙেছে এমন (বাড়া শাঁখা); 4 অধিক ('সে মাটি মায়ের বাড়া': রবীন্দ্র)। [সং. √ বৃধ্ > প্রাকৃ. বড্ঢি > হি. বাঢ় + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বর্ধিত করানো (মান বাড়ানো); 2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো); 3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্থা করানো; 4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো); 5 সম্মানবৃদ্ধি করা, অতিরিক্ত প্রশংসা করা (আমাকে আর বাড়িয়ো না); 6 অতিরঞ্জিত করা (বাড়িয়ে বলা); 7 অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (ছেলেটাকে খুব বাড়িয়েছ); 8 প্রকৃত অবস্থা থেকে বেশি করে জ্ঞাপন করা (বয়স বা়ড়ানো)। ~বাড়ি বি. 1 আতিশয্য, আধিক্য (রোগের বাড়াবাড়ি); 2 কোনো কাজে বা আচরণে সীমালঙ্ঘন (বাড়াবাড়ি করা)। বাড়া ভাতে ছাই বি. বাধা, বাগড়া।
Off by 4 letters:
উববার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of ওবা: ওবা – to vanish
ওববার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of ওবা: ওবা – to vanish
কাবার definitions

Samsad Bengali-English Dictionary
কাবার [ kābāra ] n end, termination, winding-up (দিন কাবার, কাজ কাবার); the last day (মাসকাবার). কাবার করা v. to finish; to complete; to wind up; to spend; to do to death, to do in. কাবার হওয়া v. to end, to terminate, to be over; to be finished; to be spent.
Samsad Bangla Abhidhan
কাবার [ kābāra ] বিণ. শেষ, সমাপ্ত, খতম (দিন কাবার, রাত কাবার, পুরো খাবার কাবার করেছি)। ☐ বি. শেষ দিন (মাসকাবার)। [আ. কুব্র্; তু. পো. acabar]।
খাবার definitions

Bangla-Tangla Dictionary
খাবার – food

genitive of verbal noun of খাওয়া:
খাওয়া – to eat, to drink

Samsad Bengali-English Dictionary
খাবার [ khābāra ] n food; meal; tiffin, snacks. ☐ a. edible, meant for eating or drinking (খাবার জিনিস, খাবার জল). ~ওয়ালা n. a seller of snacks. খাবার ঘর dining room. খাবার জল drinking water. genitive of verbal noun of খাওয়া: খাওয়া [ khāōẏā ] v to eat; to drink (জল খাওয়া); to take or enjoy (চা খাওয়া, ওষুধ খাওয়া, হাওয়া খাওয়া); to smoke (সিগারেট খাওয়া); to chew (পান খাওয়া); to accept or take (ঘুষ খাওয়া); to take or receive, to suffer (মার খাওয়া, কিল খাওয়া); to cause to lose, to cause to be dismissed from (চাকরি খাওয়া); to spoil or ruin (মাথা খাওয়া); to consume or absorb (লণ্ঠনটা খুব তেল খায়); to eat away, to wear away, to corrode. ☐ a. eaten or drunk or taken or smoked or chewed completely or incompletely (পাখিতে খাওয়া ফল); used by one whilst eating or drinking and yet unwashed (খাওয়া থালা); partly eaten away or worn away or corroded. কিল খাওয়া v. to receive a blow; to be buffeted. কুরে খাওয়া v. to scrape or gnaw away, to eat away. গালি খাওয়া v. to be rebuked or rated. চরিত্র খাওয়া n. character-assassination. বকুনি খাওয়া v. to be rebuked or abused or reprimanded, to be taken to task. খাওয়া খাওয়ি n. mutual entertainment at tables; mutual feasting; (idiom.) mutual quarrelling (খাওয়া-খাওয়ি করা). খাওয়া-দাওয়া n. eating and drinking. খাওয়া-দাওয়া করা v. to eat and drink. খাওয়ানো v. to feed; to cause to eat or drink or take or smoke or chew; to cause to accept (ঘুষ খাওয়ানো); to cause to receive or suffer (মার খাওয়ানো); to cause to spoil or ruin (মাথা খাওয়ানো); to cause to consume or absorb (তেল খাওয়ানো); to cause to be eaten or worn away; to cause to be corroded.
Samsad Bangla Abhidhan
খাবার [ khābāra ] বি. খাদ্যদ্রব্য; জলখাবার (খাবার খেয়ে বাইরে যাব)। ☐ বিণ. 1 খাদ্য, ভোজ্য, আহার্য, খাওয়ার উপযুক্ত (খাবার জিনিস); 2 পানীয় (খাবার জল)। [বাং. খাইবার < √খা]। ~ওয়ালা বি. খাবার জিনিসের বিক্রেতা; মিষ্টান্ন ইত্যাদি বিক্রেতা। genitive of verbal noun of খাওয়া: খাওয়া [ khāōẏā ] ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উৎকোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। ☐ বি. ভোজন। ☐ বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ~দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ~নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ~পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ~র জল. খাবার জল বি. পানীয় জল।
চারটা definitions

Samsad Bengali-English Dictionary
চার3 [ cāra3 ] n & a. four. চার-আনা n. a fouth part, one-fourth, a quarter; four annas; a four anna piece. a. one-fourth (চার-আনা অংশ). চার-আনি n. a four-anna piece. ~ইয়ারি a. elicited out of the meeting of four friends. ~কোনা a. square; qudrangular. ~খানা n. four pieces or bits or units. গুণ a. four-times. ~চালা a. having a thatched roof consisting of four parts. ☐ n. a house having such a roof. ~চোখের মিলন the meeting of the eyes of two persons (usu. two lovers). ~চৌকো a. square. ~টা (coll.) ~টে a. four. ☐ n. four o'clock. ~টি a. four; a few or a little. ☐ n. four ~টিখানি a. a little. ~দিক n. four directions or sides or quarters; all directions or sides or quarters or places. ~পায়া, (dial. corrup.) ~পাই n. a kind of four-legged cot (usu. made of bamboo and coconutcoir). চার পায়ে on all fours. ~পেয়ে a. four-legged, four-footed, quadruped. ~পোয়া , (dial.) ~পো a. complete, full. ~ভিত same as চারদিক । ~সন্ধ্যা four evenings; four parts or points of the day, namely, the morning, the noon, the evening and the midnight. চার-হাত এক করা v. to get a couple married, to marry. চার হাতে পায়ে on all fours.
Samsad Bangla Abhidhan
চার4 [ cāra4 ] বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ~কোনা বিণ. চারটি কোণযুক্ত। ~গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ~চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। ☐ বি. ওইরকম ঘর। ~চৌকা, (কথ্য) ~চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ~টা (কথ্য) ~টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। ☐ বিণ. চারখানি (চারটে বই)। ~টি, ~টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যৎসামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ~পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ~পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। ☐ বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্থা করা। চারচালা, চারচৌকা, চারটা, চারটে [ cāracālā, cāracaukā, cāraṭā, cāraṭē ] দ্র চার4
চিবাবার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of চিবানো: চিবানো [variant of চেবানো]; to chew, to chew on
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of চিবানো: চিবনো, চিবানো [ cibanō, cibānō ] v to chew, to masticate. ☐ a. chewed, masticated. কড়্মড়্ করে চিবানো v. to crunch. হামহাম করে চিবানো v. to munch.
Samsad Bangla Abhidhan
genitive of verbal noun of চিবানো: চিবা [ cibā ] ক্রি. চর্বণ করা। [সং. √চর্ব্ + বাং. আ]। ~নো, চিবোনো ক্রি. চর্বণ করা (বাদাম চিবোচ্ছে, এত শক্ত পেয়ারা চিবানো যায় না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। চিবিয়ে চিবিয়ে কথা বলা ক্রি. বি. বক্তব্য পরিষ্কার করে না বলা। চিবুনি বি. চর্বণ।
চেবাবার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of চেবানো: চেবানো – to chew, to chew on

Processing time: 2.85 s