বিশেষ definitions

Bangla-Tangla Dictionary
বিশেষ – special
Samsad Bengali-English Dictionary
বিশেষ [ biśēṣa ] n excess or excellence; difference, distinction, discrimination; a sort, a kind, a type (জীববিশেষ); variety or novelty; (phil.) individuality or an individual. ☐ a. superior; different; extraordinary, especial (বিশেষ বাধা, বিশেষ ঘটনা); remarkable (বিশেষ উৎসাহ); specific (বিশেষ দর); peculiar or characteristic (বিশেষ লক্ষণ); particular (বিশেষ কাজ); (log.) predicating of part of the class denoted by the subject, particular; (phil.) individual. বিশেষ করা v. to differentiate; to distinguish; to particularize; to specify.
Samsad Bangla Abhidhan
বিশেষ [ biśēṣa ] বিণ. 1 অধিক, প্রকৃষ্ট, সমধিক (এ বছর ফসলের বিশেষ উৎপাদন, অসাধারণ (বিশেষ ব্যবস্থা, বিশেষভাবে); 3 সকলের মধ্যে একটির বৈশিষ্ট্যসূচক বা তৎসংক্রান্ত, particular (বিশেষ ব্যক্তি, বিশেষ জাতি)। ☐ বি. 1 আধিক্য, প্রকর্ষ (সবিশেষ বর্ণনা); 2 প্রভেদ (ইতরবিশেষ); 5 বৈলক্ষণ্য; 6 প্রকার, রকম; 7 বৈচিত্র্য। ☐ ক্রি-বিণ. বিশিষ্টভাবে, ভালোভাবে (হিন্দি ভাষাটা বিশেষ জানি না; লোকটিকে বিশেষ চিনি না)। [সং. বি + √ শিষ্ + অ]। ~ বিণ. 1 বিশেষকারক, বৈশিষ্ট্যসূচক; 2 পার্থক্য-জ্ঞাপক বা পার্থক্য নির্ণায়ক, প্রভেদক। ~জ্ঞ বিণ. বিশেষ কোনো বিষয়ে পণ্ডিত; বিশেষ জ্ঞানী। ~, (বর্জি.) ~তঃ (-তস্) ক্রি-বিণ. বিশেষভাবে, বৈশিষ্ট্য; অনন্যসাধারণ বা বিশেষ গুণ (এ জিনিসটার বিশেষত্ব কী?)। ~ত্বহীন বিণ. যার কোনো বিশেষ গুণ বা অসাধারণত্ব নেই।

Processing time: 1.25 s