বোলায় definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of বোলানো: বোলানো [variant of বুলানো]; to lightly brush or gently caress
Samsad Bangla Abhidhan
locative of বোলা: বোলা1, বোলানো [ bōlā1, bōlānō ] যথাক্রমে বুলাবুলানো -র কথ্য রূপ। locative of বোলা: বোলা2 [ bōlā2 ] ক্রি. 1 ডাকা; ডেকে পাঠানো; 2 (প্রা. বাং.) অপরকে দিয়ে বলানো, বলিয়ে নেওয়া। [বোল2 দ্র]। ~নো ক্রি. ডেকে পাঠানো; ডাকা; কথা বলানো। ☐ বি. উক্ত সব অর্থে। 3rd person ordinary present simple tense of বোলানো: বোলা2 [ bōlā2 ] ক্রি. 1 ডাকা; ডেকে পাঠানো; 2 (প্রা. বাং.) অপরকে দিয়ে বলানো, বলিয়ে নেওয়া। [বোল2 দ্র]। ~নো ক্রি. ডেকে পাঠানো; ডাকা; কথা বলানো। ☐ বি. উক্ত সব অর্থে।

Processing time: 1.32 s