ব্যোমকেশ definitions

Bangla-Tangla Dictionary
ব্যোমকেশ – Byomkesh [name]
Samsad Bangla Abhidhan
ব্যোম [ byōma ] বি. 1 আকাশ, শূন্য; 2 (আল.) ফাঁকি। [সং. √ ব্যে + মন্]। ~কেশ বি. শিব। ~চারী (-রিন্) বিণ. আকাশপথে যায় এমন। ☐ বি. 1 দেবতা 2 বৈমানিক। ~যাত্রা বি. বিমানপোতে চড়ে শূন্যে ভ্রমণ। ~যাত্রী বি. বিমানপোতে শূন্যে ভ্রমণকারী। ~যান বি. আকাশগামী যান, বিমান, এরোপ্লেন।

Processing time: 1.22 s