মধ্যেও definitions

Bangla-Tangla Dictionary
conjunctive of মধ্যে: মধ্যে[postposition] in between, in the middle of, within, in

conjunctive of locative of মধ্য:
মধ্য [noun] [adjective] middle

Samsad Bengali-English Dictionary
conjunctive of মধ্যে: মধ্যে [ madhyē ] prep in the middle, at the centre; in, into, within, inside; in between (ইতিমধ্যে); before the termination or commencement of, by (সপ্তাহমধ্যে, সন্ধ্যার মধ্যে); amidst, in the midst of, amongst or between. ☐ adv. some time back (মধ্যে একবার বলেছিলাম). মধ্যে মধ্যে . adv. from time to time, occasionally, now and then; few and far between; sparsely. conjunctive of locative of মধ্য: মধ্য [ madhya ] n the middle; the centre; the waist; the inside or interior; midst; interval. ☐ a. middle, central, mid; interior, inside; intervening, interim, mean; middling, mediocre; medium. মধ্য উষ্ণতা mean temperature. ~ a. (arith.) mean. ☐ n. (arith.) a mean. ~কর্ণ n. the middle ear, (loos.) the tympanum. ~কাল n. (astr.) the meantime. ~কোণ n. (astr.) the mean anomaly. ~ক্ষীণা a. fem. having a slender waist. ~ a. of the middling state, mean. fem. ~গা । ~গমন n. (astr.) culmination. ~চ্ছদা n. (physio.) the diaphragm. ~তল n. (astr.) the meridian plane. ~ত্বক n. (bot.) mesocarp. ~দিন n. (arch.) midday, noon. ~দেশ n. the middle or central part; the waist; the interior or inside; Central India. ~পদলোপী n. (gr.) a mode of framing compound words by deleting the word in the middle of other two. ~পর্দা, ~পরদা n. the middle lamella. ~পন্থা n. the middle course; the golden mean. ~পন্থী a. & n. moderate, (a person) avoiding extremes and following or pursuing the middle course or the golden mean. ~প্রাচ্য n. the Middle East; countries of the Middle East. ~বয়স্ক a. middle-aged. fem. মধ্যবয়স্কা । ~বর্তিতা n. the state of being in the middle; the state of being inside; intermediacy; intervention; mediation. ~বর্তী a. situated or stationed in the middle or inside or in the midst; intermediate; intervening; medial; mediating. fem. ~বর্তিনী । ~বর্তী নিযুক্তক a handling agent. মধ্যবর্তী হওয়া v. to lie in or go into the middle; to intervene; to mediate. ~বিত্ত a. middleclass, bourgeois. মধ্যবিত্ত-মনোবৃত্তি n. middleclass mentality; (esp. pol.) petty bourgeois mentality. মধ্যবিত্ত-সম্প্রদায় n. the middle class, the bourgeoisie. ~বিধ a. middling, mediocre. ~বিন্দু n. the centre. ~ভারত n. Central India. ~মণি n. a jewel at the centre of anything; (fig.) the most glorious or precious or prominent person or thing. ~মান n. an Indian musical measure. ~যুগ n. the Middle Ages. ~যুগীয় a. mediaeval. ~রাত্র n. midnight. ~রাত্রে adv. at midnight, at dead of night. ~রেখা n. (geog. & astr.) the meridian; (geom.) a median. মধ্যশিক্ষা পর্ষৎ The Board of Secondary Education. ~শিরা n. (bot.) the midrib. ~স্থ a. of the interior or inside; inner; lying inside or in the interior; lying in the midst; intermediate, medial; intervening; mediating; intermediary. ☐ n. a mediator; an arbitrator, an arbiter; an intermediary, a middleman, a go-between. fem. ~স্থা । মধ্যস্থ ন্যায়ালয় an arbitral tribunal. ~স্থতা n. mediation; arbitration. মধ্যস্থতা করা v. to mediate; to arbitrate. ~স্থল n. the middle; the centre; the inside, the interior; the midst. ~স্থিত a. lying inside or in the interior; lying in the midst.
Samsad Bangla Abhidhan
conjunctive of মধ্যে: মধ্যে [ madhyē ] বি 1 মধ্যস্থলে; 2 অভ্যন্তরে, ভিতরে (হৃদয়মধ্যে); 3 অবসরে অবকাশে (ইতিমধ্যে); 4 মাধ্যম (অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষালাভ)। ☐ ক্রি-বিণ. 1 অতিক্রান্ত হওয়ার আগে (বিকেলের মধ্যে এসো, এক সপ্তাহের মধ্যে); 2 কিছুকাল আগে (মধ্যে কিছু টাকা পেয়েছিলাম)। মধ্যে পড়া ক্রি. বি. 1 জড়িত হওয়া (হাঙামার মধ্যে পড়েছে); 2 আক্রান্ত বা পরিবেষ্টিত হওয়া (শত্রুর মধ্যে পড়া) 3 প্রবেশ করা (নৌকোটা নদীর মধ্যে পড়ল); 4 মধ্যস্থতা করা (মধ্যে পড়ে ঝগড়া মিটানো)। মধ্যে মধ্যে ক্রি বিণ. মাঝে মাঝে, কখনো-কখনো; থেকে-থেকে (মরুভূমির মধ্যে-মধ্যে মরূদ্যান, সে মধ্যে মধ্যে হেসে ওঠে)। conjunctive of locative of মধ্য: মধ্য [ madhya ] বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্থান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)। ☐বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্থ প্রান্ত থেকে সমদূরবর্তী স্থানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম। [সং মধ্য + অ]। ~ বিণ. মধ্যবর্তী। স্ত্রী. ~গা। ~চ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm ~দেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয় ও বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)। ~ন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর। ~পথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্থা। ~পন্থা বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্থা, middle course, golden mean ~পদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন। ~প্রদেশ বি. 1 মধ্যস্থল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)। ~প্রাচ্য বি. ইয়োরোপ ও পূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East. ~ বয়স্ক বিণ. মাঝবয়সি, প্রৌঢ়। স্ত্রী. ~বয়স্কা। ~বর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্থানে বা অভ্যন্তরে অবস্থিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)। স্ত্রী. ~বর্তিনী। ~বর্তিতা বি. 1 মধ্যবর্তী অবস্থা; 2 মধ্যবর্তী অবস্থান; 3 মধ্যস্থতা; সালিশি। ~বিত্ত বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্থাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্থাযুক্ত। বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)। ~বিন্দু বি. কেন্দ্র। ~ভারত বি. ভারতের মাঝখানের অঞ্চল। ~মণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি) ~মান সংগীতের তাল বিশেষ। ~যুগ বি. ইতিহাসে প্রাচীন ও আধুনিক কালের মধ্যবর্তী সময়, Middle Ages. ~যুগীয় বিণ. মধ্যযুগসংক্রান্ত বা মধ্যযুগসুলভ (মধ্যযুগীয় রীতিনীতি)। ~রাত, ~রাত্রি, ~রাত্র বি. গভীর রাত, নিশীথ। ~রেখা বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্ব ও পশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian বি. প.)। ~লয় বি. সংগীতে দ্রুত ও বিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়। ~স্থ বিণ. অভ্যন্তরস্থ। ☐ বি. সালিশ। বি. ~স্থতা। ~স্থল বি. মাঝখান; কেন্দ্র; মধ্যভাগ। মধ্যা বিণ. স্ত্রী. মধ্যবর্তিনী।

Processing time: 1.18 s