মাথা definitions

Bangla-Tangla Dictionary
মাথা – head
Samsad Bengali-English Dictionary
মাথা [ māthā ] n the head; top, summit, crest (পাহাড়ের মাথা); tip (আঙুলের মাথা); end, extremity (পেনসিলের মাথা); a bend, a corner (চৌমাথা); prow (of a boat); brain, intellect (অন্কে বেশ মাথা); a head man, a chief, a leader (গাঁয়ের মাথা); an adviser, a counsellor (সব কূটবুদ্ধির মাথা তিনি). ☐ int. denoting: nothing (মাথা করবে). মাথা আঁচড়ানো v. to comb one's hair. মাথা উঁচু করা same as মাথা তোলা । মাথা উড়ানো v. to cut off one's head, to behead. মাথা কাটা যাওয়া v. (fig.) to be greatly ashamed; to be shamefully dis graced. মাথা কোটা v. to strike one's head (esp. repeatedly) against the floor or wall as a violent expression of huff, grief etc. মাথা খাও int. (used as an oath) you will eat my head if you will or will not do this, (cp.) for the love of me, beshrew me. মাথা খাওয়া v. (fig.) to ruin; to spoil; (fig.) to deprave. মাথা খারাপ করা v. (fig.) to chafe, to fret, to lose one's head. মাথা খেলা v. to have aptitude for (অন্কে মাথা খেলে). মাথা খেলানো v. (fig.) to strive to think out; to apply one's mind. মাথা খোঁড়া same as মাথা কোটা । মাথা গরম করা v. (fig.) to get angry. মাথা গরম হওয়া v. (fig.) to get angry; (fig.) to lose one's head; to have one's head turned; to feel giddy. মাথা গলানো v. to enter or pass or force one's head through; to interfere with, to poke one's nose into. মাথা গুঁড়ো করা v. to break one's skull; to dash one's brains out, to brain. মাথা গুনতি করা v. (fig.) to count the number of persons, to count the heads. মাথা গুলিয়ে দেওয়া v. (fig.) to nonplus, to bewilder, to confound. মাথা গুলিয়ে যাওয়া v. (fig.) to be nonplussed or confounded. মাথা গোঁজা v. (fig.) to take shelter somehow or with difficulty. মাথা ঘষা v. (women's) washing the head with soap or shampoo. মাথা ঘামানো see ঘামানো । মাথা ঘোরা v. to feel dizzy or giddy; (fig.) to have one's head turned. মাথা ঘোরানো v. to make one feel dizzy or giddy; (fig.) to turn one's head. মাথা চাড়া দেওয়া v. (fig.) to flourish, to thrive; (fig.) to assert one self; (fig.) to rise in revolt. মাথা চালা v. to apply one's brain; (fig.) to cogitate. মাথা চুলকানো v. to scratch one's head as a mark of confusion or inability to think out something. মাথা ঠান্ডা করা v. (fig.) to cool down, to cool down one's anger or temper. মাথা ঠান্ডা রাখা v. (fig.) to keep one's head; to remain cool headed or calm; (fig.) to keep one's countenance. মাথা তোলা v. to raise one's head; to look up; (fig.) to flourish, to thrive; (fig.) to assert oneself; (fig.) to hold one's head; (fig.) to rise in revolt. মাথা দেওয়া v. (fig.) to sacrifice one's life; (fig.) to bother; (fig.) to pay attention to. মাথা ধরা v. to have a headache. মাথা নেওয়া v. (fig.) to behead. মাথা নোয়ানো v. (fig.) to yield (to), to acknowledge the superiority or authority (of). মাথা পেতে নেওয়া v. (fig.) to accept tamely. মাথা বাঁধা দেওয়া, মাথা বিকানো v. (fig.) to enslave oneself (to), to sell one's soul (to); (fig.) to be over head and ears (দেনায় মাথা বিকানো). মাথা মাটি হওয়া v. (fig.) to impair or waste one's intelligence or intellect; (fig.) to be come dull-headed or stupid. মাথা হেঁট করা v. to hang down one's head in shame; (fig.) to yield (to), to acknowledge the superiority or authority (of), to humiliate oneself. মাথা হেঁট হওয়া v. (fig.) to lose face, to be disgraced; (fig.) to be put to shame, to be put out of countenance. মাথায় ওঠা same as মাথায় চড়া । মাথায় করা v. (fig.) to honour very highly; (fig.) to fill with uproar. (চেঁচিয়ে বাড়ি মাথায় করা). মাথায় কাপড় দেওয়া v. to veil one's head with a portion of one's loincloth (as done by oriental women). মাথায় খুন চড়া (চাপা) v. to become extremely angry; to get furious, to fly into a towering rage. মাথায় ঘোল ঢালা (fig.) to humiliate (a person). মাথায় চড়া v. (path.) to go up in the brain (বায়ু মাথায় চড়া); (fig.) to take liberties (with) or become audacious (being encouraged by indulgence). মাথায় ঢোকা v. to be comprehensible to, to be understood by; to be seized with a notion or fancy; to be stricken with (মাথায় ভয় ঢোকা); to have a brain-wave (মাথায় নতুন আইডিয়া ঢোকা). মাথায় তোলা v. to give excessive indulgence; to give undue importance; to honour greatly (তাঁকে আমরা মাথায় তুলে রেখেছি). মাথায় রাখা v. (fig.) to treat with great adoration or respect or cordiality or care; (fig.) to abide by or observe with great devotion or care. মাথার উপর কেউ না থাকা v. to have no guardian. মাথার ঘাম পায়ে ফেলা v. (fig.) to sweat and drudge. মাথার ঠাকুর (fig.) a very venerable or dear person. মাথার ঠিক না থাকা v. (fig.) to be nonplussed or confounded; (fig.) to lose one's head. মাথার তালু top of the head, the crown. মাথার দিব্যি a self-im precatory oath. মাথা নেই তার মাথা ব্যথা (fig.) much ado about nothing. ~ওয়ালা a. brainy, intelligent. ~-কামড়ানি n. same as মাথাব্যথা । ~-খারাপ a. crack-brained; nutty; demented, crazy; lunatic. মাথা-খারাপ লোক a crack-brain; a nutty person; a lunatic. ~গরম a. short-tempered. মাথা ধরা n. headache. ~পাগলা same as ~খারাপ । ~পিছু, ~প্রতি adv. per capita. ~ব্যথা n. headache; (fig.) worry; (fig.) concern; (fig.) responsibility. ~ভারী a. top-heavy. ~মুন্ডু n. head or tail (মাথামুন্ডু বুঝতে না পারা = unable to make head or tail). ~মোটা dull-headed.
Samsad Bangla Abhidhan
মাথা [ māthā ] বি. 1 মানুষ ও প্রাণীর দেহের যে-উপরিভাগে মুখমণ্ডল চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় এবং মস্তিষ্ক আছে, মস্তক (মাথা ঠোকা, মাথা নাড়ানো); 2 শীর্ষ, উপরিভাগ, চূড়া (পাহাড়ের মাথায়); 3 আগা, ডগা (আঙুলের মাথায় ব্যাথা); 4 প্রান্ত, আরম্ভস্থল (মোড়ের মাথায়, রস্তার মাথায়); 5 মোড়, বাঁক; 6 নৌকোর অগ্রভাগ বা গলুই; 7 মস্তিষ্ক, বোধশক্তি (অঙ্কে মাথা আছে); 8 প্রধান ব্যক্তি, সর্দার (গাঁয়ের মাথা); 9 ঝোঁক, প্রভাব (রাগের মাথায়); 1 কিছু-না-এই অর্থবোধক উক্তি (তুমি আমার মাথা করবে)। [প্রাকৃ. মত্থঅ < সং. মস্তক]। মাথা আঁচড়ানো ক্রি. বি. চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা; 2 উন্নতি করা; 3 অভ্যুত্থিত হওয়া; 4 সগৌরবে নিজেকে জাহির করা; 5 বিদ্রোহী হওয়া; 6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা। ~ওয়ালা বিণ. বুদ্ধিমান। মাথা কাটা ক্রি. বি. 1 বধ বা হত্যা করা; 2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা। মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া। মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)। মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্থায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা। মাথা খাও মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ। মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উৎসন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)। মাথা খাটানো ক্রি. বি. বুদ্ধি খাটানো, চিন্তা করা। ~খারাপ বিণ. পাগল, অপ্রকৃতিস্থ। মাথা খারাপ করা ক্রি. বি. দুশ্চিন্তা ইত্যাদির জন্য অস্থির বা বিভ্রান্ত হওয়া। মাথা খেলানো ক্রি. বি. বুদ্ধি চালনা করা ~গরম বি. রাগ, ক্রোধ। ☐ বিণ. রাগী, ক্রুদ্ধ (মাথাগরম লোক)। মাথা গরম করা ক্রি. বি. ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া। মাথা গুলিয়ে দেওয়া, মাথা গুলানো ক্রি. বি. হতবুদ্ধি করা। মাথা গোঁজা ক্রি. কোনোরকমে আশ্রয় নেওয়া বা বাস করা। মাথা ঘষা ক্রি. বি. চুলে সাবান শ্যামপু ইত্যাদি প্রয়োগ করে চুল পরিষ্কার করা। ☐ বি. চুলে মাখবার বা কেশতেলে মিশাবার সুগন্ধ মশলাবিশেষ। মাথা ঘামানো ক্রি. বি. (অনর্থক) মস্তিষ্ক চালনা করা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা ঘোরা ক্রি. বি. 1 চতুর্দিকে ঘুরছে এমন বোধ হওয়া বা এমন শিরঃপীড়া হওয়া; 2 (আল.) বিহ্বল ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা চাড়া দেওয়া ক্রি. বি. মাথা তোলা -র অনুরূপ। মাথা চুলকানো ক্রি. বি. জবাব-উপায়-সংকল্প ইত্যাদি স্থির করতে না পারার জন্য মাথার মধ্যে আঙুল চালানো। মাথা ঠাণ্ডা করা ক্রি. বি. শান্ত বা প্রকৃতিস্থ হওয়া, উত্তেজনা দূর করা। মাথা ঠিক রাখা ক্রি. বি. (সকল পরিস্থিতিতে) অবিচলিত থাকা, বিচলিত বা উত্তেজিত না হওয়া। মাথা তোলা ক্রি. বি. মাথা উঁচু করা -র অনুরূপ। মাথা দেওয়া ক্রি. বি. 1 জীবন উৎসর্গ করা; 2 কোনো কাজে বা বিষয়ে মনোযোগ দেওয়া। মাথা ধরা ক্রি. বি. মাথার মধ্যে যন্ত্রণা হওয়া। মাথা নিচু হওয়া ক্রি. বি. (আল.) অপমানে বা লজ্জায় অত্যন্ত কুণ্ঠিত বোধ করা বা ক্ষুদ্র বোধ করা মাথা নেই তার মাথা ব্যথা উক্তি অকারণ দুশ্চিন্তা। মাথা নোয়ানো ক্রি. বি. নতি বা অধীনতা স্বীকার করা। ~পাগলা বিণ. পাগলাটে খ্যাপাটে ~পিছু ক্রি বি. জনপ্রতি, প্রত্যেক লোক হিসাবে। মাথা পেতে দেওয়া ক্রি. বি. সম্পূর্ণ মেনে নেওয়া শীরধার্য করা। মাথা বিকানো ক্রি. বি. সম্পূর্ণ বশ্যতা স্বীকার করা। ~ব্যথা বি 1 মাথার মধ্যে যন্ত্রণা; 2 আল. দুশ্চিন্তা; 3 গরজ। ~মুণ্ডু বি. বোধমগ্য বিষয় তার কথার কি কোনো মাথামুণ্ডু আছে, ও-চিঠি মাথামুণ্ডু কিছুই বুঝলাম না। মোটা বিণ. স্থূলবুদ্ধি বোকা মাথামোটা লোক মাথায় ওঠা ক্রি. বি মাধায় চড়া -র অনুরূপ। মাথায় করা ক্রি বি. 1 অত্যন্ত আদর বা প্রশ্রয় দেওয়া; 2 অত্যন্ত সম্মান ভক্তি বা সমাদর করা; 3 উপেক্ষা করা ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল মাথায় কাঠাল ভাঙা কি. বি ভাঙা দ্রব্য। মাথায় কাপড় দেওয়া ক্রি. বি. মাথায় ঘোমটা দেওয়া। মাথায় খাটো বিণ. বেঁটে খর্বাকৃতি। মাথায় খুন চাপা ক্রি. বি. অত্যন্ত উদ্রেক হওয়া প্রচণ্ড রাগ হওয়া। মাথায় ঘোলা ঢালা দ্র ঘোলা। মাথায় চড়া ক্রি. বি. প্রশ্রয় পায়ে স্পর্ধাযুক্ত ও উদ্ধত হওয়া। মাথায় ঢোকা ক্রি বোধগম্য হওয়া। মাথায় তোলা ক্রি. অত্যাধিক প্রশ্রয় বা লাই দেওয়া। মাথায় মাথায় ক্রি. বিণ. একেবারে সীমা পর্যন্ত সমান-সমান চৌবাচ্চার মাথায় মাথায় জল মাথায় রাখা ক্রি. বি. 1 ভক্তি সম্মান বা আদরযত্ন করা; 2 মনে রাখা বা খেয়াল রাখা ব্যাপারটা মাথায় রেখো কিছু। মাথায় হাত বিস্ময় সর্বনাশ ইত্যাদি কারনে বিমূঢ়তা দাম শুনে তাঁর তো মাথায় হাত। মাথায় হাত বুলানো ক্রি. বি. কৌশলে বা ফাঁকি দিয়ে অপহরণ বা হাসিল করার চেষ্টা করা। মাথার উপর কেউ না থাকা ক্রি. বি. অভিভাবকহীন হওয়া। মাথার খুলি করোটি। মাথার ঘাম পায়ে ফেলা ক্রি. বি. অত্যন্ত পরিশ্রম করা। মাথার ঘি বি. ঘিলু মস্তিষ্ক বুদ্ধি। মাথার ঠাকুর বি অতি শ্রদ্ধেয় ব্যক্তি মাথার ঠিক না থাকা ক্রি. বুদ্ধিভ্রংশ হওয়া। মাথার দিব্যি বি. আমার মাথা খাও অর্থাৎ আমার মৃত্যুর কারণ হও এই শপথ। ~লো বিণ মাথাওয়ালা বুদ্ধিমান মাথা হেট হওয়া ক্রি. বি. সম্মানিত হওয়া, অত্যন্ত লজ্জা পাওয়া।

Processing time: 1.21 s