শীত definitions

Bangla-Tangla Dictionary
শীত – the winter season, cold (+ করা = to feel cold)
Samsad Bengali-English Dictionary
শীত [ śīta ] n winter; cold, chill; feeling of chilliness or cold. ☐ a. cold; cool; fit for winter (শীতবস্ত্র). শীত করা, শীত ধরা, শীত লাগা v. to feel cold; to shiver with cold. শীত কাটানো v. to winter. শীতে কাঁপা v. to shiver with cold. শীত কেটেছে to be relieved of the sensation of cold, winter is at an end. শীত পড়েছে winter has set in. আজ শীত পড়েছে it is cold today. ~কাঁটা n. goose-flesh caused by (sudden) sensation of cold. ~কাতরতা n. over-sensitiveness to cold; affliction caused by cold. ~কাতুরে a. over-sensitive to cold. ~কাল n. the winter season, wintertime, winter, cold weather. ~কালীন a. of winter, winter, wintry. ~ n. a refrigerator. ~তাপনিয়ন্ত্রিত a. air-conditioned. ~ n. refrigeration. ~প্রধান a. characterized by predominance of cold. ~প্রধান দেশ a cold country. ~বস্ত্র n. warm clothes; winter garment; woollen clothes.
Samsad Bangla Abhidhan
শীত [ śīta ] বি. 1 হিমঋতু, (সাধারণ মতে) পৌষ ও মাঘ মাসব্যাপী কাল (শীতের পাখি, এবার শীতে বাইরে যাব); 2 হিম, ঠাণ্ডাভাব (বেশ শীত পড়েছে); 3 ঠাণ্ডাবোধ, শীতলবোধ (শীত করছে)। ☐ বিণ. 1 শীতল, ঠাণ্ডা, হিমযুক্ত ('শীত চন্দনপঙ্কে': রবীন্দ্র); 2 শীতঋতুর উপযুক্ত (শীতবস্ত্র)। [সং. √ শ্যৈ + ত]। শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া। শীত কাটা ক্রি. বি. 1 শীতঋতুর অবসান হওয়া; 2 ঠাণ্ডাবোধ দূর হওয়া। শীত কাটানো ক্রি. বি. 1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে); 2 ঠাণ্ডাবোধ দূর করা। ~কাঁটা বি. (হঠাৎ) শীতার্ত হওয়ার ফলে গায়ে রোমাঞ্চ। ~কাতুরে বিণ. শীতে সহজেই কাতর হয় এমন, শীত সহ্য করতে পারে না এমন। ~তাপ-নিয়ন্ত্রণ বি. কৃত্রিম উপায়ে ঠাণ্ডা বা তাপ নিয়ন্ত্রিতকরণ, air-conditioning. ~তাপ-নিয়ন্ত্রিত বিণ. air conditioned. ~প্রধান বি. শীতের প্রাবল্যবিশিষ্ট; যেখানে শীত বেশিদিন (বা বছরের অধিকাংশ সময় ধরে) স্থায়ী হয় (শীতপ্রধান দেশ)। ~বস্ত্র বি. শীতনিবারক বা শীতকালের উপযোগী কাপড়চোপড়; পশমের বা উলের জামাকাপড়, গরম জামাকাপড়। শীতাগম বি. শীত ঋতুর আবির্ভাব। শীতাতপ বি. শীত-গ্রীষ্ম; ঠাণ্ডা ও গরম। শীতাতপ-নিয়নিত্রণ শাততাপনিয়ন্ত্রণ -এর অনরূপ। শীতাধিক্য বি. শীতের প্রাবল্য। শীতার্ত, শীতালু বিণ. ঠাণ্ডায় পীড়িত বা কাতর, শীতকাতুরে। শীতোষ্ণ বিণ. ঠাণ্ডা ও গরম। শীতাগম, শীতাতপ, শীতাধিক্য, শীতার্ত, শীতোষ্ণ [ śītāgama, śītātapa, śītādhikya, śītārta, śītōṣṇa ] দ্র শীত

Processing time: 1.32 s