সত্য definitions

Bangla-Tangla Dictionary
সত্য [adjective] correct, genuine, true, [noun] truth, reality [chaste]
Samsad Bengali-English Dictionary
সত্য [ satya ] a real; true; genuine; right, correct. ☐ n. existence, entity, ens, esse; reality; truth; genuineness; an oath; a solemn vow; a promise; (myth.) the first of the four ages or aeons, the Golden Age. সত্য করা v. to take an oath; to take a solemn vow; to promise. সত্য বলা v. to speak the truth; to speak the right thing. আপাতসত্য a. true on the surface; verisimilar. ☐ n. verisimilar. তিন সত্য an oath or promise thrice uttered to make it inviolable. সত্য কথা truth. সত্য কথা বলা v. to speak the truth. ~কথন n. act of speaking the truth, truthfulness. ~তা n. truth; veracity; genuineness, authenticity. ~নারায়ণ n. a Hindu deity. ~নিষ্ঠ, ~পরায়ণ a. intently devoted to truth; true to one's word or vow. ~নিষ্ঠা, ~পরায়ণতা n. intent devotion to truth; practice of keeping one's word or vow; integrity. ~পথ n. the path of virtue, the right path; the correct means. ~পালন করা v. to keep or fulfil one's promise or vow. ~পির n. Satyanarayana (সত্যনারায়ণ) as worshipped by Muslims. ~প্রিয় same as সত্যানুরাগী । ~বাদিতা n. truthfulness. ~বাদী a. truthful. fem. ~বাদিনী । ~ব্রত a. intently practising virtue and truthfulness. ~ভঙ্গ n. breach of promise or vow or trust. ~যুগ n. (myth.) the first of the four ages or aeons of the world, the Golden Age. ~সত্যই adv. really; verily. ~সন্ধ a. ac ceptant of truth; true to one's vow or promise. সত্যাগ্রহ n. earnest endeavour for the establishment of the reign of truth; (pop.) passive resistance or picketing or strike, satyagraha. সত্যাগ্রহ করা v. (pop.) to offer passive resistance or to strike. সত্যাগ্রহী n. a determined champion of truth or of the reign of truth; (pop.) one offering passive resistance or a picketer or a striker. সত্যানুরাগ n. love for or devotion to truth. সত্যানুরাগী a. truth-loving; devoted to truth. fem. সত্যানুরাগিণী । সত্যানুসন্ধান করা v. to search for truth. সত্যানুসন্ধায়ী a. searching for truth. সত্যান্বেষণ n. search for truth. সত্যান্বেষী a. searching for truth. ☐ n. a seeker after truth. সত্যাপন করা v. to affirm; to take an oath. সতাসত্য n. truth and falsehood; the right and the wrong. ☐ a. true and false; right and wrong. সত্যি coll. form of সত্য । সত্যিকার, সত্যিকারের a. true; real; genuine.
Samsad Bangla Abhidhan
সত্য [ satya ] বি. 1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা; 2 যাথার্থ্য, নির্ভুলতা; 3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা); 4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ); 5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম। ☐ বিণ. 1 প্রকৃত, যথার্থ, বাস্তব; 2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা); 3 নিত্য, চিরকালীন। [সং. সৎ + য]। সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা। ~কার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)। ~তা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)। ~দ্রষ্টা (-ষ্টৃ), ~দর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। ~নারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির। ~নিষ্ঠ, ~পরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী। ~পথ, ~পন্থা বি. সৎ প্রকৃত বা ন্যায্য পথ, ন্যায়ের পথ। ~পালন বি. প্রতিজ্ঞা রক্ষা। ~পির বি. হিন্দু ও মুসলমানের মিলনের প্রতীকস্বরূপ দেবতাবিশেষ, মুসলমান পিররূপী নারায়ণ। ~প্রতিজ্ঞ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। ~প্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ। ~বদ্ধ বিণ. প্রতিজ্ঞাবদ্ধ। ~বাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন। বি. ~বাদিতা। স্ত্রী. ~বাদিনী। ~বান (-বৎ) বিণ. 1 সত্যযুক্ত; 2 সত্যনিষ্ঠ। ☐ বি. (পুরাণে) দ্যুমুৎসেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী। ~ব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য। ~ভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা। ~যুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি। ~রক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা। ~সন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা। ~সন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান। সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞ ও উদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট। সত্যানু-সন্ধান সত্যসন্ধান -এর অনুরূপ। সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান। সত্বান্বেষী (-ষিন্) বিণ. বি. যে সত্য অনুসন্ধান করে। সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]। সত্যাশ্রয়ী (-য়িন্) বিণ. সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়। সত্যাসত্য বি. সত্য ও অসত্য, সত্য-মিথ্যা।

Processing time: 1.19 s