Off by 3 letters:
সুজি definitions

Samsad Bengali-English Dictionary
সুজি [ suji ] n a coarse flour of wheat, (cp.) farina.
Samsad Bangla Abhidhan
সুজি [ suji ] বি. রেঁধে খাওয়ার মোটা গোধূমচূর্ণবিশেষ। [দেশি]।
Off by 4 letters:
সুজনি definitions

Samsad Bangla Abhidhan
সুজনি [ sujani ] বি. কারুকার্যযুক্ত বিছানার মোটা চাদরবিশেষ। [ফা. সোজনী]।
সুজিত definitions

Bangla-Tangla Dictionary
সুজিত – Sujit [name]
সুজেয় definitions

Samsad Bangla Abhidhan
সু [ su ] অব্য. শুভ সুন্দর মধুর উৎকৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। ☐ বিণ. ভালো (সুমতি, সুরুপা)। ☐ বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কু র দ্বন্দ্ব)। [সং.]। ~কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ~কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ~কবি বি. উৎকৃষ্ট কবি। ~কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ~কর্ম বি. 1 সৎকাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ~কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্থিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ~কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ~কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। ☐ বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ~কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ~কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. নবমল্লিকা। ~কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সৎকর্মের অনুষ্ঠাতা। ☐ বি. সুকৃতি। ~কৃৎ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সৎকর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ~কৃতি বি. 1 সৎকর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ~কৃতী (-তিন্) সুকৃৎ এর অনুরূপ। ~কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ~কেশা, (বাং.) &tilde কেশিনী। ~কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ~কৌশলে ক্রি-বিণ. চমৎকার কৌশলের দ্বারা। ~ক্রিয়া বি. সৎকর্ম, পুণ্য। ~খ্যাতি বি. প্রশংসা; যশ। ~গঠন বিণ. সুগঠিত। ☐ বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ~গঠনা। ~গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ~গত বিণ. সুন্দর গতিযুক্ত। ☐ বি. বুদ্ধদেব। ~গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ~গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। ☐ বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ~গন্ধ-বহ বি. বায়ু। ~গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ~গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। ☐ বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ~গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ~গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ~গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ~গম, ~গম্য বিণ. 1 (পথাদি সম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ~গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ~গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ~গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ~গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ~গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ~গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ~গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ~গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। ☐ বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ~চন্দন বি. উৎকৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। ☐ বি. উত্তম চরিত্র; সৎ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ~চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ~চরিতাসু। ~চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ~চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ~চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ~চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ~চির বিণ. অতি দীর্ঘস্থায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। ☐ বি. সুদীর্ঘ কাল। ~চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ~ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। ☐ বি. সুন্দর ছাঁদ বা গঠন। ~জন বি. সৎ লোক; সজ্জন। ~জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ~জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাৎ জারজ নয়। স্ত্রী. ~জাতা~জেয় বিণ. সহজে জয়সাধ্য। ~ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ~ডোল, ~ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ~তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ~তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। ☐ বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ~তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ~তার বিণ. সুস্বাদু। ☐ বি. উত্তম স্বাদ। ~তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ~তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ~তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ~দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ~দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ~দক্ষিণা। ~দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ~দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। ☐ বি. সুন্দর দাঁত। ~দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। ☐ বি. বিষ্ণুর চক্র। ~দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ~দুশ্চর বিণ. অতি দুর্গম। ~দূর, ~দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্থান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ~দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাৎ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ~দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ~দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ~দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ~দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ~ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ~নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ~নয়না, (বাং.) ~নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ~নয়ন। ~নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। ☐ বি. মৈনাক পর্বত। ~নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ~নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ~নিপুণা। ~নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্থা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ~নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ~নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্থিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ~নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। ☐ বিণ. (বাং.) সুনিশ্চিত। ☐ ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ~নীতি বি. উৎকৃষ্ট নীতি। ☐ বিণ. (বিরল) উৎকৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ~নীল বি. বিণ. চমৎকার বা গাঢ় নীল। ~নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ~পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ~পথ বি. উত্তম বা সৎ পথ। ~পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ~পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ~পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ~পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। ☐ বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ~প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ~পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ~পাত্রী। ~পুত্র বি. গুণবান ছেলে। ~পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। ☐ বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ~প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ~প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তান প্রসবকারিণী। ~প্রতিষ্ঠ, ~প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্থাপিত। ~প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ~প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ~প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ~প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ~প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ~প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ~প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ~প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ~প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ~প্রসিদ্ধা। ~প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ~প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ~প্রিয়া। ~ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ~ফল-দায়ক, ~ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ~ফলা উত্তম ফলপ্রসবিনী। ☐ বি. কলা। ~বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ~বদনা, (বাং.) ~বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ~বদন। ~বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্থা। ~বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ~বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ~বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ~বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। ☐ বি. তেমন ব্যক্তি বা বিচারক। ~বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ~বিধান, ~বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~বিনয় বি. যথোচিত বিনয়। ~বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ~বিনীতা। ~বিন্যস্ত বিণ. যথাস্থানে সুন্দরভাবে স্থাপিত বা সজ্জিত। ~বিন্যাস বি. যথাস্থানে সুন্দরভাবে স্থাপন করা বা সাজানো। ~বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ~বিপুলা। ~বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ~বিশাল বিণ. অতি বিশাল। ~বিস্তীর্ণ, ~বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ~বিহিত বিণ. সঠিক ব্যবস্থার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। ☐ বি. উত্তম ব্যবস্থা বা প্রতিকার। ~বুদ্ধি বি. সৎ বুদ্ধি, সুমতি। ☐ বিণ. সৎ বুদ্ধিযুক্ত। ~বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাৎ, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ~বৃহৎ বিণ. অতি বৃহৎ, মস্ত বড়ো, প্রকাণ্ড। ~বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। ☐ বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ~বেশা। ~বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গো বেচারা। ☐ বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ~বোধ্য বিণ. সহজে বোধগম্য। ~ব্যবস্থা বি. উৎকৃষ্ট ব্যবস্থা। ~ব্যবস্থিত বিণ. উৎকৃষ্ট ব্যবস্থাযুক্ত। ~ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ~ব্রতা। ~ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। ☐ বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ~ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সৎ ব্রাহ্মণ। ~ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ~ভগা সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ~ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ~ভদ্র। ~ভাষ বি. সুবচন। ~ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী ☐ বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ~ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ~ভাষিণী। ~ভিক্ষ বিণ. (স্থানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাৎ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ~মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ~মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। ☐ বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ~মধুর বিণ. অতি মধুর। ~মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ~মন বি. ফুল। ~মনা বিণ. জ্ঞানবান; মহৎ, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। ☐ বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ~মন্ত্রণা বি. উত্তম বা সৎপরামর্শ। ~মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ~মহৎ, ~মহান বিণ. অতি মহৎ। স্ত্রী. ~মহতী। ~মিষ্ট বিণ. অতিমিষ্ট। ~মেধা (-ধস্) বিণ. উৎকৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ~যুক্তি বি. উত্তম পরামর্শ। ~যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ~যোগ্যা। ~রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ~রক্ষিতা। ~রঙ্গী বিণ. চমৎকার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ~রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ~রঞ্জিতা। ~রব বি. মধুর ধ্বনি। ~রম্য বিণ. অতি রমণীয়। ~রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। ☐ বি. মিষ্টি রস বা স্বাদ। ~রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ~রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ~রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ~রসিকা। ~রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। ☐ বিণ. সুরুচুসম্পন্ন। ~রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ~রূপা। ~লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। ☐ বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ~লক্ষণা। ~লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ~লোচন। ~লোহিত বিণ. গাঢ় লাল। ~শাসক বিণ. বি. সুশাসনকারী। ~শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ~শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ~শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ~শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ~শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ~শিক্ষিতা। ~শীতল বিণ. অতিশয় শীতল; যে রকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ~শীল বিণ. সৎস্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ~শীলা। ~শৃঙ্খল বিণ. সুব্যবস্থাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ~শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্থা বা নিয়ম। ~শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ~শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ~শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ~শোভিতা। ~শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ~শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ~সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ~সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ~সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ~সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ~সংবৃতা। ~সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ~সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ~সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ~সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ~সজ্জিতা। ~সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ~সভ্যা। ~সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ~সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ~সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ~সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ~সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ~সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ~সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ~সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ~স্থিত বিণ. 1 সুস্থ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্থিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্থা সুস্থিত নয়)। ~স্থির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্থ; 3 স্থিরীভূত (সুস্থির পরিবেশ)। ~স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ~স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ~স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ~স্মিতা। ~স্বন বি. মধুর ধ্বনি। ~স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ~স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ~স্বাদ বি. উত্তম স্বাদ। ☐ বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ~স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ~হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। ☐ বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ~হাসিনী সুজেয় [ sujēẏa ] দ্র সু
Off by 5 letters:
জি definitions

Bangla-Tangla Dictionary
জি
1. the letter G [English]
2. sir, yes [hindi]
Samsad Bengali-English Dictionary
জি [ ji ] n (masc. & fem.) a title of courtesy affixed at the end of a person's name (নেতাজি, মাতাজি, গুরুজি); Sir, or Madam (হাঁ জি).
Samsad Bangla Abhidhan
জি [ ji ] বি. 1 সম্মানসূচক উপাধিবিশেষ (নেতাজি, গান্ধিজি); 2 মহাশয়, বাবু ইত্যাদি সম্ভ্রসূচক সম্বোধন (জি হুজুর)। [হি. জীউ (সং. জীব)]।
জিতে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of জেতা: জেতা – to win

shadhu 3rd person ordinary present simple tense of জেতা:
জেতা – to win

Samsad Bangla Abhidhan
perfective participle of জেতা: জিতা, জেতা [ jitā, jētā ] ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ~নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে। shadhu 3rd person ordinary present simple tense of জেতা: জিতা, জেতা [ jitā, jētā ] ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ~নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে।
জিবে definitions

Samsad Bengali-English Dictionary
জিব, জিভ [ jiba, jibha ] n the tongue. ~ছোলা n. a tongue-scraper. জিব কাটা v. to put out the tip of one's tongue and press it between the teeth as a mark of abash ment, or shamefacedness. জিব বার হওয়া v. to pant for breath (owing to exhaustion). জিবে a. tongue-shaped (জিবে গজা). জিবে জল আসা to make one's mouth water.
Samsad Bangla Abhidhan
জিব, জিভ [ jiba, jibha ] বি. জিহ্বা, রসনা। [সং. জিহ্বা]। জিব কাটা ক্রি. বি. দাঁত দিয়ে জিব চেপে ধরে লজ্জা প্রকাশ করা। ~ছোলা বি. জিহ্বা পরিষ্কার করার জন্য ফলকবিশেষ। জিব বার হওয়া ক্রি. বি. (আল.) অতিরিক্ত পরিশ্রমের ফলে অত্যন্ত ক্লান্ত হওয়া। জিবে জল আসা ক্রি. বি. লুব্ধ হওয়া। জিবে বিণ. জিহ্বার মতো আকৃতিবিশিষ্ট (জিবে গজা)।
জিরে definitions

Bangla-Tangla Dictionary
জিরে – cumin
জে definitions

Bangla-Tangla Dictionary
জে – the letter J [English]
বুজি definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of বোজা: বোজা – to close

1st person present imperative tense of বোজা:
বোজা – to close

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] v to shut or close (চক্ষু বুজেছে); to be filled up (গর্ত বোজা). ☐ a. shut or closed; filled up. বুজানো v. to shut or close; to fill up. 1st person present imperative tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] v to shut or close (চক্ষু বুজেছে); to be filled up (গর্ত বোজা). ☐ a. shut or closed; filled up. বুজানো v. to shut or close; to fill up.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। ~নো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। 1st person present imperative tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। ~নো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।
বুজিতে definitions

Bangla-Tangla Dictionary
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of বোজা: বোজা – to close
Samsad Bengali-English Dictionary
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] v to shut or close (চক্ষু বুজেছে); to be filled up (গর্ত বোজা). ☐ a. shut or closed; filled up. বুজানো v. to shut or close; to fill up.
Samsad Bangla Abhidhan
shadhu imperfective participle and 2nd person ordinary past habitual tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। ~নো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।
বুজিবে definitions

Bangla-Tangla Dictionary
shadhu 2nd person ordinary future tense and future imperative of বোজা: বোজা – to close

shadhu 3rd person ordinary future tense of বোজা:
বোজা – to close

Samsad Bengali-English Dictionary
shadhu 2nd person ordinary future tense and future imperative of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] v to shut or close (চক্ষু বুজেছে); to be filled up (গর্ত বোজা). ☐ a. shut or closed; filled up. বুজানো v. to shut or close; to fill up. shadhu 3rd person ordinary future tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] v to shut or close (চক্ষু বুজেছে); to be filled up (গর্ত বোজা). ☐ a. shut or closed; filled up. বুজানো v. to shut or close; to fill up.
Samsad Bangla Abhidhan
shadhu 2nd person ordinary future tense and future imperative of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। ~নো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। shadhu 3rd person ordinary future tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। ~নো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।
বুজিলে definitions

Bangla-Tangla Dictionary
shadhu conditional participle and 2nd person ordinary past simple tense of বোজা: বোজা – to close
Samsad Bengali-English Dictionary
shadhu conditional participle and 2nd person ordinary past simple tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] v to shut or close (চক্ষু বুজেছে); to be filled up (গর্ত বোজা). ☐ a. shut or closed; filled up. বুজানো v. to shut or close; to fill up.
Samsad Bangla Abhidhan
shadhu conditional participle and 2nd person ordinary past simple tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। ~নো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।
বুজিয়ে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of বোজানো: বোজানো – to cause to close
Samsad Bangla Abhidhan
perfective participle of বোজানো: বুজা, বোজা [ bujā, bōjā ] ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। ~নো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।
বুজে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of বোজা: বোজা – to close

shadhu 3rd person ordinary present simple tense of বোজা:
বোজা – to close

Samsad Bengali-English Dictionary
perfective participle of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] v to shut or close (চক্ষু বুজেছে); to be filled up (গর্ত বোজা). ☐ a. shut or closed; filled up. বুজানো v. to shut or close; to fill up. shadhu 3rd person ordinary present simple tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] v to shut or close (চক্ষু বুজেছে); to be filled up (গর্ত বোজা). ☐ a. shut or closed; filled up. বুজানো v. to shut or close; to fill up.
Samsad Bangla Abhidhan
perfective participle of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। ~নো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। shadhu 3rd person ordinary present simple tense of বোজা: বুজা, বোজা [ bujā, bōjā ] ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। ~নো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।
যে definitions

Bangla-Tangla Dictionary
যে – that which, he who, that, which (relational)
Samsad Bengali-English Dictionary
গুজব [ gujaba ] n a rumour; hearsay. গুজব ছড়ানো, গুজব রটানো v. to spread rumour. গুজব আছে (যে) there is a rumour (that), a rumour goes. গুজব রটনাকারী n. a rumour-monger. যে [ yē ] rel. pro & con. who, which, that. □ con. that (বলছি যে আজ বাড়ি যাব). ☐ a. that which (যে ছোকড়া, যে বিষয়). ☐ int. expressing doubt or uncertainty (কী যে হবে); cause (বেলা যে গেল, বাড়ি চলো); interrogation or inquiry (খেললি না যে); reproof (মিথ্যা বললি যে); drawing of attention or attachment of importance (দুঃখে বুক ফাটে যে); amazement (অত পড়ে ফেল করল যে) ; disgust (আবার বৃষ্টি এলো যে); warning (ছুটে চলো-ট্রেন ছাড়ল যে); acceptance (যে আজ্ঞা). যে অবধি since when; up to which time, till when. যে আজ্ঞা all right, sir; as you please, sir; that's right, sir. যে কটি all the small number that, the few. যে কারণে for which reason, wherefore, why. যে কালে whilst, when. যে কে সেই pro. & a. as before, the same. যে কেউ whoever; anybody; any one. যে কোনোজন, যে কোনোটি any one. যে কোনো স্থানে anywhere; anywhere and every where; everywhere. যেটুকু pro. a. & con. all the small amount or degree or extent that, the little. যে দিন the day which or when; which day. যে পর্যন্ত up to which; up to which time; till. যে যে all who; all which. যে সে pro. any man in the street, Tom Dick or Harry; any body whoever; anybody and every body; anybody; everybody. ☐ a. ordinary, commonplace, humdrum.
Samsad Bangla Abhidhan
যে-কে-সেই [ yē-kē-sēi ] দ্র যে
রুজি definitions

Samsad Bengali-English Dictionary
রুজি [ ruji ] n livelihood, living. রুজি রোজগার করা v. to earn one's livelihood, to earn a living.
Samsad Bangla Abhidhan
রুজি [ ruji ] বি. 1 জীবিকা; দৈনিক উপার্জন; 2 উদরান্ন। [হি. রোজী]। ~রোজগার বি. উপার্জন; জীবিকার্জন।
সজনি definitions

Samsad Bengali-English Dictionary
সজনি [ sajani ] n. fem a confidante; a lady-love, a sweetheart.
Samsad Bangla Abhidhan
সজনি, (বর্ত. বর্জি.) সজনী [ sajani, (barta. barji.) sajanī ] বি. (বৈ. সা.) 1 সখী, সহচরী; 2 প্রণয়িনী ('সজনী সজনী রাধিকা লো': রবীন্দ্র)। [সং. স্বজনী]।
সবজি definitions

Bangla-Tangla Dictionary
সবজি – vegetables
Samsad Bengali-English Dictionary
সবজি [ sabaji ] n green-stuff; vegetables. ~ওয়ালা n. a vegetable vender, a green grocer. ~বাগ, ~বাগান n. a vegetable garden, (cp.) a kitchen garden.
Samsad Bangla Abhidhan
সবজি [ sabaji ] বি. রেঁধে খাবার উপযোগী আনাজ বা তরি তরকারি। [ফা. সব্জী]। ~বাগ বি. সবজির খেত বা বাগান।
সবজে definitions

Samsad Bengali-English Dictionary
সবজে [ sabajē ] a green. ~টে a. greenish. সবুজ [ sabuja ] a & n green. ☐ a. young, tender aged. ☐ n. a young person, a youth, (cp.) a greenhorn; young people collectively. সবুজ কণিকা n. (bot.) chlorophyll corpuscle. সবুজাভ same as সবজেটে । see সবজে ।
Samsad Bangla Abhidhan
সবজে [ sabajē ] বিণ. (কথ্য) সবুজ (সবজে জামা)। [বাং. সবুজ + ইয়া > এ]। ~টে বিণ. সবুজ ধরনের (সবজেটে রং)।

Processing time: 1.69 s