স্বর definitions

Bangla-Tangla Dictionary
স্বর – voice

genitive of স্ব:
স্ব – self (also as a prefix)

Samsad Bengali-English Dictionary
স্বর [ sbara ] n voice; tone of voice; a musical note or pitch; tune; a vowel. ~কম্প n. (mus.) a beat. ~কম্পন n. modulation or tremor of voice. ~গ্রাম n. (mus.) any recognized scale, gamut. স্বরগ্রাম সাধা v. (mus.) to run through a scale of notes. ~তন্ত্রী n. the vocal chord. ~নিবেশ n. (mus.) temperament; adjustment of tuning. ~বর্ণ n. (gr.) a vowel. ~বদ্ধ a. having one's voice choked. ~বৃত্ত n. (pros.) a system of versification measured by the number of letters in each foot. ~ভক্তি n. (gr.) vowel insertion. ~ভঙ্গ n. morbid hoarseness of voice, aphonia. ~ভঙ্গি n. modulation of voice; (mus.) intonation. ~মাধুর্য n. sweetness of voice. ~মাপক n. a sonometer. ~লহরী n. waves or ripples of musical notes, wavy strain of music. ~লিপি n. musical notation. ~সংগতি n. (gr.) vowel harmony or mutation. ~সন্ধি n. (gr.) the union or joining of the last vowel of a word with the initial vowel of the next word. genitive of স্ব: স্ব [ sba ] pro one's own self, self. (স্বকৃত) ☐ n. wealth, possessions (সর্বস্ব). ☐ a. one's own (স্বগৃহ). স্ব স্ব relating to each dis tributively, respective (স্ব স্ব কার্য). স্ব স্ব প্রধান each independent and self-sufficient; each considering himself or her self most important and slighting others.
Samsad Bangla Abhidhan
স্বর [ sbara ] বি. 1 কণ্ঠধ্বনি; 2 সংগীতে সুর; 3 শব্দ (কলস্বরে); 4 যে ধ্বনির উচ্চারণে কণ্ঠের মধ্যে কোথাও বাধার সৃষ্টি হয় না; 5 (বেদমন্ত্রের উচ্চারণে) উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত-এই ত্রিবিধ ধ্বনি; 6 (সং. ব্যাক.) হ্রস্ব, দীর্ঘ ও প্লুত-এই ত্রিবিধ ধ্বনি। [সং. √ স্বৃ (শব্দ করা অর্থে) + অ]। ~গ্রাম বি. সংগীতে সুরসপ্তক অর্থাৎ ষড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত ও নিষাদ। ~বর্ণ বি. অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ: স্বয়ং এবং অবাধে উচ্চারিত এই বর্ণসমূহ। ~ভক্তি বি. (ভাষা.) বিপ্রকর্ষ দ্র। ~ভঙ্গ বি. 1 কণ্ঠস্বরের বিকৃতিরূপ রোগ; 2 সাত্ত্বিক ভাববিশেষ। ~লহরি বি. সুরের ঢেউ। ~লিপি বি. (সংগীতে) সুর তাল প্রভৃতির সাংকেতিক বর্ণনা-সংবলিত লিপি। ~সংগতি বি. 1 (ধ্বনিতত্ত্বে) পাশাপাশি অবস্থিত দুটি অসম স্বরধ্বনির কাছাকাছি চলে আসা (যেমন বিলাতি > বিলেতি, বিলিতি); 2 সংগীতে ঐকতান। ~সন্ধি বি. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা স্বরান্ত পদের সঙ্গে স্বরাদি পদের সংযোগ। স্বরাগম বি. দুই ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনির আগম-যথা বর্ণ > বরন। genitive of স্ব: স্ব [ sba ] সর্ব. আত্মা, স্বয়ং (স্বকৃত, স্বাধীন, স্বস্থ)। ☐ বি. ধন (নিজস্ব, সর্বস্ব)। ☐ বিণ. নিজের, স্বকীয় (স্বকর্ম)। [সং. √ স্বন্ + অ]। স্ব-স্ব নিজ নিজ (স্ব-স্ব কার্য, স্ব-স্ব অধিকার)। স্ব-স্ব প্রধান বিণ. প্রত্যেকেই স্বতন্ত্র এবং অ-পরাধীন।

Processing time: 1.18 s