হাড়ে definitions

Bangla-Tangla Dictionary
locative of হাড়: হাড় – bone
Samsad Bengali-English Dictionary
locative of হাড়: হাড় [ hāṛa ] n bone. ☐ a. (used as a pfx.) to the bones, inveterate, utter. হাড় কালি করা v. (fig.) to exhaust or exasperate utterly (with toil or affliction); (fig.) to beat black and blue. হাড় গুঁড়ো করা বা চূর্ণ করা v. (fig.) to beat soundly, to belabour. হাড় জুড়ানো v. (fig.) to relieve or to feel relieved. হাড় জ্বালানো v. (fig.) to trouble or pester in the extreme. হাড় ভাঙা, হাড়মাস আলাদা করা same as হাড় গুঁড়ো করা । হাড়ে বাতাস লাগা v. (fig.) to feel relieved. হাড়ে-মাসে জড়ানো v. (fig.) to be inseparably connected. ~কাঠ, ~কাট variants of হাড়িকাঠ । ~কৃপণ a. extremely miserly or niggardly; close-fisted. হাড়কৃপণ লোক a skinflint. ~গিলা , (coll.) ~গিলে n. the adjutant stork, the argala; (fig.) a long-necked long-legged thin person, (cp.) a bag of bones. ~গোড় n. bones and ribs. ~জিরজিরে a. (fig.) reduced to a skeleton, skinny. ~জ্বালানে a. (fig.) troubling or pestering in the extreme. ~পাকা a. (fig.) precocious to the bones. ~পাজি, ~বজ্জাত, ~বদমাশ a. wicked to the bones. ~ভাঙা a. (fig.) extremely toilsome or fatiguing, extremely strenuous. ~হদ্দ n. all particulars or information. ~হাভাতে adv. utterly indigent or wretched. হাড়ে হাড়ে adv. to the bones.
Samsad Bangla Abhidhan
locative of হাড়: হাড় [ hāṛa ] বি. 1 যা দিয়ে মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো তৈরি, অস্থি; 2 (আল.) মর্ম (হাড়ে-হাড়ে টের পাওয়া)। [সং. হ়ড্ড]। হাড় কালি হওয়া, হাড় ভাজা ভাজা হওয়া ক্রি. বি. অতিশয় জ্বালাযন্ত্রণা বা দুঃখ ভোগ করা; কষ্টের আধিক্যহেতু অত্যন্ত কাতর হওয়া। হাড় গুঁড়ো করা ক্রি. বি. অতিশয় প্রহার করা। ~কিপটে বিণ. অতি কৃপণ। ~গোড় বি. ছোটো-বড়ো সমস্ত হাড়-পাঁজরা। হাড় গোড় ভাঙা দ হাড়-গোড় ভেঙে যাওয়ার ফলে চলনশক্তি রহিত হয়ে উপবিষ্ট; (আল.) সম্পূর্ণ অক্ষম বা হতাশ। হাড়-গোড় ভাঙা ক্রি. বি. (আল.) প্রচণ্ড প্রহার করা। হাড়-জিরজিরে বিণ. কঙ্কালসার। হাড় জুড়ানো ক্রি. বি. স্বস্তিলাভ করা। হাড় জ্বালানো ক্রি. বি. অত্যন্ত জ্বালাতন করা। হাড় মাটি করা মাটি দ্র। হাড়-জ্বালানো বিণ. অত্যন্ত জ্বালাতন করে এমন। ~পাকা বিণ. পাকামিতে দড় বা পটু। ~ভাঙা বিণ. অতি শ্রমসাধ্য (হাড়ভাঙা পরিশ্রম)। ~মাস বি. (কথ্য) হাড় ও মাংস। হাড়-মাস আলাদা করা ক্রি. বি. (আল.) নিদারুণ প্রহার করা। হাড়ে-মাসে-জড়ানো বিণ. অচ্ছেদ্য সম্পর্কযুক্ত। হাড়ে-মাসে জ্বালানো ক্রি. বি. খুব জ্বালাতন করা। ~হদ্দ ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাৎ মূলদেশ পর্যন্ত, আগাগোড়া (হাড়হদ্দ জানি)। ~হাভাতে বিণ. একেবারে নিঃস্ব বা লক্ষ্মীছাড়া। হাড়ে হাড়ে ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ, পুরোপুরি (তাকে হাড়েহাড়ে চিনি)।

Processing time: 1.26 s